নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উন্মাতাল পৃথিবী নিঃসংগ আমি

লিখতে চাই অনেক কিছু, কিন্তু কি লিখব। কত যে কথা ছিল মনের মাঝে, আজ এ অসময়ে বুকের মাঝে শুধু বাজে। যাবোই চলে হারিয়ে আমি মহাকালের গর্ভে। অসীম অর্থহীন পথচলা নাকি নতুন স্বপ্নের জাল বোনা।

বেকার যুবক

ভালোবাসি বাংলাদেশ। ---বিদ্বেষ আমার রক্তে নেই, কিন্তু মেয়েরা সুন্দর পোশাক পড়বেনা, এটা আমি মানতেই পারি না।--- ভালোবাসি পৃথিবীর অনেক কিছু যা কিছু সুন্দর। ভালোবাসি ডানা মেলা মুক্ত বিহঙ্গ। ভালোবাসি ভাবতে। ভালোবাসি মন-প্রাণ খুলে হাসতে। ভালোবাসি নীল আকাশ আর বৃষ্টির রিম-ঝিম। ভালোবাসি সমুদ্রের গর্জন আর সভ্যতার নাগপাশে বন্দী মানবজীবন। ভালোবাসি উর্দ্ধমুখী নিঃসংগতা আর ভালোবাসি বেকার যুবক।

বেকার যুবক › বিস্তারিত পোস্টঃ

দূর্যোধনরে দেহি না, কই গেলো?

২৭ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

দীর্ঘদিন ধরিয়া দূর্যোধনের দেখা মিলিতেছে না। সবারই মনে প্রশ্ন কই গেলো দূর্যোধন। সমাজের প্রতি তাহার বিতৃষ্ণা থাকিতে পারে, তাই বলিয়া এইভাবে ব্লগ ছাড়িয়া চলিয়া গেলে কি করিয়া চলিবে।



দূর্যোধন এইখানে রহিয়াছে। সকলে মিলিয়া আওয়াজ দেন, দূর্যোধন, দূর্যোধন, ফিরিয়া আসো, আমাদের কাছে।



সামুর ওপর তোমার ক্ষোভ থাকিলে, তাহার প্রতিকার আমরা করিতেছি,

সকলে বলেন,



দূর্যোধন ব্লগে নাই, কর্তৃপক্ষ জবাব চাই,



কর্তৃপক্ষের চামড়া ...... (সবাই যার যার মতো কইরা বসাইয়া লন)



আর অন্যকিছু থাকিলে বলো আমরা তাহার প্রতিবিধান করিব।



অফটপিকঃ সিনেমা – তবুও ভালোবাসিঃ বেকার যুবক এবং অন্যান্যদের রিভিউ’র এন্টি-রিভিউ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

শাহ আজিজ বলেছেন: ফেস বুকে আছে ।

২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৫০

বেকার যুবক বলেছেন: সেটাতো ঠিক আছে, কিন্তু সামুতে আসছে না যে?

২| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:০৪

মহিদুল বেস্ট বলেছেন: আমি ফেবুতে খুজতাম! এখানে পাই নাই এখনো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.