নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি বাংলাদেশ। ---বিদ্বেষ আমার রক্তে নেই, কিন্তু মেয়েরা সুন্দর পোশাক পড়বেনা, এটা আমি মানতেই পারি না।--- ভালোবাসি পৃথিবীর অনেক কিছু যা কিছু সুন্দর। ভালোবাসি ডানা মেলা মুক্ত বিহঙ্গ। ভালোবাসি ভাবতে। ভালোবাসি মন-প্রাণ খুলে হাসতে। ভালোবাসি নীল আকাশ আর বৃষ্টির রিম-ঝিম। ভালোবাসি সমুদ্রের গর্জন আর সভ্যতার নাগপাশে বন্দী মানবজীবন। ভালোবাসি উর্দ্ধমুখী নিঃসংগতা আর ভালোবাসি বেকার যুবক।
সবাই অসাধারণ সব লিখছে। এর মধ্যে খুব সতর্ক হয়ে অল্প একটু লিখছি। জানিনা কারো চোখে হয়তো পড়েও যেতে পারে।
মৌসুম এখন ক্রিকেটের, সে বিষয়ে লিখছি না। যারা রাজনীতি করতে চায়, তারা রাজনীতি করুক, যারা চায় না তারা রাজনীতির বিকল্প খুঁজে নিক।
কথাটা হচ্ছে, হিন্দি সিনেমা ভালোও হয় এবং মন্দও হয়, কিন্তু একটা বিষয় ঠিক বোঝা যাচ্ছে না, প্রায় সব হিন্দি ভাষায় নির্মিত সিনেমাতেই নায়িকাদের গলার কাছ থেকে বুকের কাছের জায়গাটাতে পোশাক হঠাৎ করে সংকীর্ণ হয়ে আসে।
এর কারণটা কি?
সুবিজ্ঞ পাঠক ও লেখক আপনাদের জানা থাকলে উত্তর প্রদান করিয়া কৃতার্থ থাকিবেন।
I love my Bangladesh and then I love my India. (বলিষ্ঠ ব্লগারতো অনেক আছেন, তাই সুন্দর উত্তর চাচ্ছি।)
©somewhere in net ltd.