নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নবালক আমি

আমি অতি সাধারণ

স্বপ্নবালক আমি › বিস্তারিত পোস্টঃ

এতো নির্লজ্জ মানুষ হয়

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪১

কিছুদিন আগে ফেসবুকে আমি শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণের জন্য সবার কাছে সাহায্য চেয়েছিলাম। কেউ কেউ সাহায্য করতে চেয়েও শেষে সাহায্য করেনি। এমনকি এসব মানুষগুলো শেষে আমার ফোন পর্যন্ত ধরেনা। কিন্তু আসলেই কিছু ভালো মানুষ এখনও আছে যার কারনে পৃথিবী চলছে। সেই রকম কিছু মানুষের সাহায্য নিয়ে আমি আগামী শনিবার ও রোববার শীত বস্ত্র বিতরণ করবো। আজ শীতবস্ত্র কিনলাম। সেইসব ভালো মানুষগুলোর মধ্যে অন্যতম মিজানুর রহমান ভাই। আর আমার বন্ধু সুমনকে ধন্যবাদ দিয়ে ছোঠ করবো না। যেসব শীতবস্ত্র কিনেছি তার কিছু ছবি।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভালো কাজে অনেকেই এগিয়ে আসতে চাইনা...... কোথায় যেন লাগে!!! আমিও দেখেছি ..... তবে সবসময়প্রত্যয়ী মানুষদের জয় হবেই.... আপনি এগিয়ে চলেন, অবশ্যই ভালোটাই হবে!!!
+++

২| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০১

রিফাত হোসেন বলেছেন: সাহেব উপকার করেন ভাল কথা , সহায়তা চাচ্ছেন আরও ভাল কথা যেহেতু দশে মিলে করলে শক্ত খুটিঁ হয় । কিন্তু

কেউ যখন করতে না চায় হেয় করা উচিত না, অনেকের অনেক ব্যক্তিগত সমস্যা থাকে ।

আর ভাল মানুষ মানেই ভাল মানুষ না সবার মাঝেই ভাল ও খারাপ গুন থাকে ।

তবে + +++

আশা করি কি ইঙ্গিত করেছি বুঝতে পেরেছেন ।

৩| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০২

আশিক মাসুম বলেছেন: ভাই আপ্নের শিরনাম দেইখা মনে করছিলাম কিনা কি??? আগে নিজের মানসিকতা বদলান। ভাল কাজ করছেন। মহৎ মানুষরাই ভাল কাজ করে। কে আপনাকে সাহায্য ক্রল/কে করলো না। এগুলা ব্লার কি দরকার??? আপনার পোস্ট এর কথা গুলু আর সুন্দর হতে পারত, কিনবা হওয়া উচিৎ।

যেমন, যে সাহায্য করেছে তাকে ধন্যবাদ দিবেন। যে করেনাই তাকে আরও বেশি ধন্যবাদ দেন। আর সেটাই হবে সে ব্যক্তির জন্য শিক্ষা।

আপনি একটা মহৎ কাজ করছেন আপনার জন্য অনেক অনেক শুভ কামনা, কিন্তু আপনার পোস্ট এর ধরন দেখে আপনাকে অনেকেই মহৎ মনে করবেনা be honestly ।

৪| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৬

আজমান আন্দালিব বলেছেন: এগিয়ে যান নিরলস। কাউকে পাবেন কাউকে পাবেন না কিন্তু থেমে যাবেন না। মহৎ কাজের জন্য অভিনন্দন।

৫| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৬

মতিউর রহমান মিঠু বলেছেন: অনেক ভাল কাজ ভাইজান, কে আসলো বা আসলো না ভুলে যান। ভাল কাজে বেশিরভাগ মানুষই আসেনা। প্রয়োজনে দুজন শীতার্তের পাশে দাঁড়াতে পারলে তাই করুন। তবে ভাল মানুষ আছে অবশ্যই।


আমি একটা উদ্যোগ নিয়েছি অন্য একটা ব্লগে, পোষ্ট করেছিলাম "আসুন অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াই"। এই লেখাতে ঐ ব্লগের বেশির ভাগ বন্ধু আমার ডাকে সাড়া দিয়েছেন। অনেকে ব্লগার না হয়েও পাশে দাঁড়িয়েছেন এবং সাধ্যমতো চেষ্টা করেছেন, কম্বল,সোয়েটার,গেঞ্জি,জ্যাকেট সহ নগদ টাকা দিয়ে পাশে দাড়াঁতে।
কিছু ব্লগার বন্ধু বাংলাদেশে না থেকেও পাশে দাঁড়িয়েছেন.........আমরা আগামী শুক্রবার শীতবস্ত্র বিতরন করবো ইনসআল্লাহ্..........

আপনার প্রচেষ্টার জন্য ধন্যবাদ ভাই........
যে ব্লগ থেকে আমাদের এই সামান্য উদ্যোগ সেটা খুবই ছোট ব্লগ তবে সেখানে বন্ধুত্বটা অনেক বড়। কোন নোংরামো,গালাগালি,ছাগু,আস্তিক-নাস্তিক নিয়া কোন ক্যাঁচাল নাই। ব্লগের নাম বন্ধুব্লগ, ইচ্ছে হলে ঘুরে আসতে পারেন..............

http://www.bondhublog.com/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.