নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নবালক আমি

আমি অতি সাধারণ

স্বপ্নবালক আমি › বিস্তারিত পোস্টঃ

দেশের স্বার্থে অতীত ভুলে একযোগে কাজ করতে হবে: তারেক রহমান

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৭

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমি শারীরিকভাবে সম্পূর্নরুপে এখনো সু¯’ নয়। কিছু সমস্যা এখনো রয়ে গেছে। আমার দেশে ফেরা শারিরীক সু¯’্যতার সাথে রিলেটেড। সবচেয়ে বড় কথা চিকিৎসার জন্য বিদেশ আসবো এটা আমি জানতাম না। এটা যিনি জানতেন যিনি পাঠিয়েছেন আমাকে তার কাছ থেকেই জানতে হবে। তার নির্দেশ যেদিন হবে সেদিন ইনশাল্লাহ দেশে ফিরবো। আমার নিজের প্রতি আমার পরিবারের প্রতি গত ৫/৬ বছরে যে শারিরীক এবং মানসিক নির্যাতন গিয়েছে দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে আমি বা আমার পরিবার যদি সেগুলো বুকের মধ্যে, বুকের গভীরে চেপে রাখতে পারি, তাহলে আমি বিশ্বাস করি আমার নেতা-কর্মীদেরও সে শক্তি আছে, দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে দেশকে এগিয়ে নেয়ার স্বার্থে অতীতকে ভুলে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন দেশকে সে শক্তি তাদেরও আছে। তারাও সে কষ্ট সেই ব্যাথা বুকের মধ্যে নিশ্চয় চেপে রাখতে পারবে। সৌদি বাদশার রাজকীয় মেহমান হিসেবে ওমরাহ হজ্ব পালন শেষে গত শনিবার সৌদি আরবের জেদ্দা বিএনপির এক প্রতিনিধি সভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এতে সভাপতিত্ব করেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সভাপতি আহম্মেদ আলী মুকিব। এসময় তারেক রহমানের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ডা. জোবায়দা রহমান ও একমাত্র কন্যা জায়মা রহমান। সূত্র: বাংলা ভিশন।

তারেক রহমান বলেন, গত ৪০/৪২ বছরে যা ইতিহাসে দেখা যায়নি বাংলাদেশের, আইনশৃঙ্খলার ইতিহাসে, যে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, সরাসরি আপনারাও দেখেছেন টিভিতে সরাসরি গুলি করে মানুষ মারছে। এধরনের রিপোর্টগুলো দেখলে দেখা যা”েছ দেশে আজকে আইনশৃঙ্খলা মারাত্মক, দেশের মানবাধিকার মারাত্মক। এই অব¯’া বা পরি¯ি’তি কোথায় গিয়ে পৌছেছে সেটি নিয়ে দেশের মানুষ যেমন আতঙ্কিত সেটি নিয়ে বিদেশী মানুষগুলো আতঙ্কিত, বিদেশী অর্গানাইজেশনগুলোও। আজকে বাংলাদেশের পত্র-পত্রিকায় এসেছে বাংলাদেশের সাধারণ মানুষকে যদি জিজ্ঞেস করা হয় তাদের বিচার ব্যব¯’া নিয়েও বাংলাদেশের মানুষ আজকে আতঙ্কিত। চিন্তিত। কারণ বিচার ব্যব¯’াকেও প্রায় পুরোপুরিভাবে দলীয়করণ করা হয়েছে। আজকে বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত আন্তর্জাতিক কোন সং¯’া এভাবে কখনোই বলেনি, কোন সরকার কখনোই বলে নাই যে সরকার বা সরকারের উ”চ পদ¯’ ব্যক্তিরা দুর্নীতির সাথে জড়িত। এই বর্তমান সরকারের সময় ওর্য়াল্ড ব্যাংক প্রমান দিয়ে বলেছে, তারা সরকারের উ”চ পর্যায় থেকে আরম্ভ কওে পদ্মা ব্রিজের দুর্নীতির সাথে জড়িত।

তিনি বলেন, বাংলাদেশে বর্তমান যে সরকার আছে, যে স্বৈরাচারী সরকার আছে, এরা তো প্রথম থেকে বিচার বিচার করে যা”েছ। বিচার হয়তো তারা সত্য হোক মিথ্যা হোক বিচার হয়তো যেটিই হোক তারা করেছে বা করছে। কিš‘ সাধারণ মানুষ হিসেবে আমরা যদি নিজেকে প্রশ্ন করি যে তারা তাদের সেইসব তথাকথিত বিচার করেছে গত ৪বছরে। দেশ কি পেয়েছে? দেশের মানুষ কি পেয়েছে? দেশের মানুষ উপকৃত হয়েছে এতে? দেশের মানুষ উপকৃত হয়নি।

তিনি বলেন, দেশকে সঠিকভাবে সামনে এগিয়ে নেয়ার জন্য, দেশকে সঠিকভাবে গড়ে তোলার জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে, আমরা কি করবো? যুদ্ধ করবো নাকি আমরা দেশকে গড়ে তুলবো? পরিশ্রম করবো কাজ করবো। সঠিক পথে দেশকে এগিয়ে নেবো।

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৫

নায়করাজ বলেছেন: ভাঙ্গা কোমর সোজা হয়ে গেলে ডায়ালগ কঠিন হয়ে যাবে।

২| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৮

সীমানা ছাড়িয়ে বলেছেন: কুলাঙ্গার তারেকের মুখে এসব বুলি মানায় না।

৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৩

এস এইচ খান বলেছেন: কি নির্মম, নিষ্ঠুর অত্যাচারইনা তাঁর প্রতি করা হয়েছে! তার পরেও সব কিছু ভুলে তিনি সবাইকে সামনে এগিয়ে যাওয়া কথা বলেছেন। আমাদের প্রচলিত হিংসা বিদ্বেষের রাজনীতিতে এটি নতুন মাত্রা বলে মনে হয়।

আশা করি, তারেক রহমান তাঁর অতীত ভুল ক্রটি কাটিয়ে শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারন করে এগিয়ে যাবেন।

ধন্যবাদ পোস্টের জন্য।

৪| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৬

নাম বলবো না বলেছেন: আহারে, মায়া লাগে অনেক লোকটার জন্য।
সেনাবাহিনীর ভুলটাকে আমি কিছুতেই মাফ করতে পারিনা, এইভাবে তারেককে মারাটা ঠিক হয়নি, কোমর সোজা করে দাড়াতে পারবে কেন, যারা মাইর দেয়ার দায়িত্বে ছিল ওদেরকে ফাসিতে ঝুলানো হউক, ওরা কর্তব্যে অবহেলা করেছে।

৫| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৪

অারমান বলেছেন: "আমার নিজের প্রতি আমার পরিবারের প্রতি গত ৫/৬ বছরে যে শারিরীক এবং মানসিক নির্যাতন গিয়েছে দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে আমি বা আমার পরিবার যদি সেগুলো বুকের মধ্যে, বুকের গভীরে চেপে রাখতে পারি, তাহলে আমি বিশ্বাস করি আমার নেতা-কর্মীদেরও সে শক্তি আছে, দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে দেশকে এগিয়ে নেয়ার স্বার্থে অতীতকে ভুলে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন দেশকে সে শক্তি তাদেরও আছে। তারাও সে কষ্ট সেই ব্যাথা বুকের মধ্যে নিশ্চয় চেপে রাখতে পারবে।"

" সঠিকভাবে সামনে এগিয়ে নেয়ার জন্য, দেশকে সঠিকভাবে গড়ে তোলার জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে, আমরা কি করবো? যুদ্ধ করবো নাকি আমরা দেশকে গড়ে তুলবো? পরিশ্রম করবো কাজ করবো। সঠিক পথে দেশকে এগিয়ে নেবো।"

একজন দেশ প্রেমিক যোগ্য নেতার উক্তি.

৬| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০২

কুয়াশা১৩ বলেছেন: অারমান বলেছেন: একজন দেশ প্রেমিক যোগ্য নেতার উক্তি.

চরম কৈচেন ভচ। ক্যারিয়ন। :P :P :P :P :P

৭| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১১

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: বেচারা দুখী মানুষটা । খালি খালি আবার জীবনের আশংকা নিয়ে এদিকে আসার দরকার আছে ?

৮| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১৩

মোঃ উরমান বলেছেন: নাম বলবো না ভাই আপনার মনে হয় মনে ভয় আছে তাই আপনার নাম আপনি বলতে চান না। আপনার কমেন্ট দেখে মনে হলো, তার বলা উচিত ছিল ক্ষমতায় গেলে দমন করবো, বিরোধীদের বন্দুক দিয়ে নয়, কামান দিয়ে গুলি করবো, আমার কোমর ভেঙ্গেছে, আমি ওদের পুরুষাংগ কেটে নিব। ইত্যাদি ইত্যাদি তাহলে আপনি খুশি হবেন? ছি ধিক্কার জানাই এমন কমেন্টের।

৯| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১৮

অচিন.... বলেছেন: নাম বলবোনার কমেন্টে পেলাস =p~

১০| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২৯

মিঠাপুর বলেছেন: তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি...


@নাম বলবো না, এইটা কি কইলেন বস... দুঃখের মধ্যেও হাসতে হাসতে শেষ। =p~ =p~ =p~

১১| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩১

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
আহারে তারেকের বউ এর জন্য আফচুচ ---


এইদেশে মানুষ হাঙ্গা দাঙ্গামা পছন্দ করে এ আর নতুন কি -

১২| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:১৭

দিশার বলেছেন: জি আসুন অতীত (৭১) ভুলে সব রাজাকারদের ক্ষমা করে দে . হাহাহা এই তারেক রহমান না শিবির এর সম্মেল্লন য়ে বলসিলো জামাত বিএনপি ভাই ভাই ?

১৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:২৯

আলুমিয়া বলেছেন: নাম বলবো না বলেছেন: আহারে, মায়া লাগে অনেক লোকটার জন্য।
সেনাবাহিনীর ভুলটাকে আমি কিছুতেই মাফ করতে পারিনা, এইভাবে তারেককে মারাটা ঠিক হয়নি, কোমর সোজা করে দাড়াতে পারবে কেন, যারা মাইর দেয়ার দায়িত্বে ছিল ওদেরকে ফাসিতে ঝুলানো হউক, ওরা কর্তব্যে অবহেলা করেছে
@ নাম বলবো না - আপনাকে অনেক ধন্যবাদ - অনেকদিন পর একটা কমেন্ট পড়ে হাসলাম।

@তারেক সাহেব - আমি আপনাকে/আপনার ফলোয়ারদের বলি - আমি ডাক্তারও না কবিরাজও না। বিএনপি নেক্সট ইলেকশানে ক্ষমতায় আসার পরদিনই আপনি সুস্হ হয়ে যাবেন। লিখে রাখেন।

১৪| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৩

মো ঃ আবু সাঈদ বলেছেন: একজন দেশ প্রেমিক যোগ্য নেতার উক্তি.

১৫| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২১

আমি রিয়াদ বলেছেন: নাম বলবো না বলেছেন: আহারে, মায়া লাগে অনেক লোকটার জন্য।
সেনাবাহিনীর ভুলটাকে আমি কিছুতেই মাফ করতে পারিনা, এইভাবে তারেককে মারাটা ঠিক হয়নি, কোমর সোজা করে দাড়াতে পারবে কেন, যারা মাইর দেয়ার দায়িত্বে ছিল ওদেরকে ফাসিতে ঝুলানো হউক, ওরা কর্তব্যে অবহেলা করেছে

=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ :-P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.