![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুরু হয়েছে পবিত্র রমজান মাস। আর মাত্র কয়েক দিন পর ঈদ। আর ঈদে আমাদের নুতন জামা কাপড় কেনার উতসব শুরু হয়ে গেছে ইতিমধ্যে। কিন্তু আমাদের ঠিক পাশেই এমন অনেক মানুষ আছেন যারা নুতন কাপড়তো দুরের কথা, ঈদের দিন ১ বেলা লবন দিয়ে ভাত খেতে পারবেন কিনা সে চিন্তায় কাতর।
এসব পরিবারগুলোকে আমাদের ঈদের দিনের আনন্দ কিছুটা শেয়ার করার জন্য আমরা আমাদের ঈদ বাজেটের সামান্য একটি অংশ বরাদ্দ রাখলে কেমন হয়?
প্রতিবছরের মতো এবারো পবিত্র রমজান মাস উপলক্ষে এ টাকা দিয়ে কিছু খাদ্য এবং উপহারসামগ্রী কিনে দরিদ্র মানুষদের বাসায় পৌছে দেবার চিন্তা করছি যা দিয়ে তারা ঈদের দিনটা আনন্দে কাটাতে পারেন।
১৫০ জনের মাঝে ইফতার সামগ্রী ও ২০০ জনের মধ্যে ঈদের কাপড় বিতরণ করা হবে। প্রতিবছর আমি আমার শুভাঙ্খী ও স্বচ্ছল বড়ভাইদের সাহায্য নিয়ে এটা করে থাকি। আর আমার সামান্য অংশগ্রহণ থাকে এতে। এটি আমি করি শুধুমাত্র মনের তাগিদ থেকে। কোন উদ্দেশ্য নিয়ে নয়। আগামী ২০ রমজান ইনশাআল্লাহ এই কার্যক্রম চালানো হবে। এতে যারা অংশ নিতে চান তাদের স্বাগত। যারা আর্থিক সহযোগিতা, নতুন কাপড় ( ছেলে-মেয়ে ও শিশু) কিনে দিয়েও সহযোগিতা করতে পারেন। নগদ টাকা দিয়েও সহযোগিতা করতে পারেন আমরা আপনার হয়ে নতুন কাপড় কিনে নেব। ইফতার সামগ্রী কিনে দিয়ে বা নগদ টাকা দিয়েও সহযোগিতা করতে পারেন। আসুন রমজানে গরীব দুঃখী অসহায়দের সাহায্য করে আল্লাহ তায়ালার নৈকট্য লাভের চেষ্টা করি। যদি কেউ সাহায্য করতে চান আমাকে ইনবক্স বা ফোন করতে পারেন। [email protected]
যোগাযোগ: আরিফুজ্জামান মামুন
মোবাইল: ০১৭১৭৪৪৪৪৯৭।
ব্যাংকেও টাকা পাঠাতে পারেন:
Md. Arifuzzaman
account no: 34210748
sonali bank, dhaka university campus branch.
বিকাশ নাম্বার: ০১৭১৭৪৪৪৪৯৭
©somewhere in net ltd.