নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগে নিজেকে একজন পাঠক হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। যা সঠিক মনে করি, অন্যায়ের বিরুদ্ধে, অবশ্যই দেশ ও দেশের মানুষের পক্ষে লিখতে চেষ্টা করি।
হাইব্রিড মোল্লার
হাইব্রিড ঝান্ডা।
হাইব্রিড কোটালের
হাইব্রিড ডান্ডা।
হাইব্রিড নেতাদের
হাইব্রিড বাহিনী।
হাইব্রিড নাটকের
হাইব্রিড কাহিনী।
হাইব্রিড শেয়ালের
হাইব্রিড বুদ্ধি
হাইব্রিড দুর্নীতির
হাইব্রিড শুদ্ধি।
হাইব্রিড কোটিপতি
হাইব্রিড গাড়ি
হাইব্রিড চামচা
হাইব্রিড বাড়ি।
হাইব্রিড হিরা চুনি
হাইব্রিড পান্না।
হাইব্রিড ভালবাসা
হাইব্রিড কান্না।
হাইব্রিড ভার্সিটির
হাইব্রিড ছাত্র
হাইব্রিড পাত্রীর
হাইব্রিড পাত্র।
হাইব্রিড সমাজের
হাইব্রিড পাপিয়া।
হাইব্রিড থিসিসের
হাইব্রিড সামিয়া।
হাইব্রিড পরিক্ষা
হাইব্রিড নকলে
হাইব্রিড তুমি-আমি
হাইব্রিড সকলে।
০১-০৪-২০২১
০৩ রা এপ্রিল, ২০২১ রাত ১০:৪৩
গেঁয়ো ভূত বলেছেন: কৃতজ্ঞতা। শুভকামনা। অসংখ্য ধন্যবাদ। ভাল থাকুন।
২| ০৯ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১২
রোকনুজ্জামান খান বলেছেন: এই বুস্টের জগৎ এ হায় কে রাখে কার দায়।
লেখা চালিয়ে যাওয়ার অনুরোধ রইলো।
০৯ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৪১
গেঁয়ো ভূত বলেছেন: সালাম-কৃতজ্ঞতা-শুভকামনা।
অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ০২ রা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সবকিছু হাইব্রিড
কথার আছে স্প্রিড..............।
++++++ সুন্দর কাব্য।