নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগে নিজেকে একজন পাঠক হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। যা সঠিক মনে করি, অন্যায়ের বিরুদ্ধে, অবশ্যই দেশ ও দেশের মানুষের পক্ষে লিখতে চেষ্টা করি।
বাঘের বাচ্চা বাঘ ই তো হয়
সাপ এর বাচ্চা সাপ।
শেয়াল এর পেটে শেয়াল ই হয়
শূকরে শূকর ছানা।
ময়ূরের ডিমে হয়নি কখনো
কাক কিম্বা বক।
সিংহ কি কভু প্রসব করেছে
হরিণ শাবক?
কিন্তু ওরা কি জানে?
হাতির পেটে কেন জন্মায়না
বিড়াল কিম্বা গরু অথবা কুকুর ছানা?
হয়তো জানে অথবা জানেনা।
জানেনা।
কারন ওদের তো বিশ্ববিদ্যালয় নেই।
কারন ওরা পড়েনি।
ভ্রনতত্ব কি?
নিউক্লিয়াস কি?
ক্রমোজম কি?
কিম্বা ডিএনএ?
মানবের উরষ্যে আর মানবীর গর্ভে
জন্মাতে দেখেছি আমি বিশাল দানব।
মানুষের ঘরে হায়েনা জন্মাতে আমি দেখেছি।
মানুষ!
তুমি তো আশরাফুল মাখলুকাত।
তোমার ঘরে কেন জন্মায়?
ব্যাঘ্র-শৃগাল-হায়েনা-কুকুর-শূকর-বানর-সাপ
তুমি কি তা জান?
ও মানুষ!
কেমনে তুমি হও শ্বাপদ-শকুনের মা অথবা বাপ ?
১২-০৪-২০২১
২| ২২ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:৩৩
নীল আকাশ বলেছেন: কবিতাঃ জন্মসুত্রে মা বাপ
বাঘের বাচ্চা বাঘই তো হয়
সাপের পেটে সাপছানা,
শেয়ালের পেটে শেয়ালই হয়
শূকর জন্মায় শূকরছানা।
ময়ূরের ডিমে হয়নি কখনো
কাক কিংবা বক,
সিংহ কি কভু প্রসব করেছে
ভীতু হরিণ শাবক?
কিন্তু-
হাতির পেটে কেন জন্মায় না
বিড়াল, গরু কিংবা কুকুরছানা?
কেউ কী জানে? হয়তো বা জানে না।
সবাই তো আর বিশ্ববিদ্যালয়ে যেয়ে
পড়ে আসেনি ভ্রুনতত্ত্ব কী?
নিউক্লিয়াস কী?
ক্রমোজম কী?
কিংবা ডিএনএ ম্যাচিং?
হায়-
মানবের ঔরষে মানবীর গর্ভে
জন্মাতে দেখেছি বিশাল হিংস্র সব দানব,
মানবীর গর্ভে জন্মাতে দেখছি পাশবিক ধর্ষক,
মানবীর ঘরে মাংশাষী হায়েনাও জন্মাতে দেখেছি।
অথচ-
মানুষ, তুমি না আশরাফুল মাখলুকাত?
সৃষ্টির সেরা জীব?
তোমার ঘরে কেন জন্মায়
ব্যাঘ্র শৃগাল হায়েনা কুকুর শূকর হিংস্র সাপ?
জন্মসূত্রে কীভাবে তুমি হও
শ্বাপদ শকুনের মা কিংবা বাপ?
৩| ২২ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:৩৭
নীল আকাশ বলেছেন: আপনার এই দুর্দান্ত লেখা আমি শেয়ার করেছি সোশাল মিডিয়া।
কবিতাঃ জন্মসুত্রে মা বাপ
কৃতিত্ব সব আপনাকে দিয়ে এসেছি।
২৫ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:৫৪
গেঁয়ো ভূত বলেছেন: আমার কবিতা পড়ে এডিট করে দেয়ার জন্য আপনার কাছে আমি কৃতজ্ঞ। আসলে লেখালেখির অভ্যাস আমার কোনো কালেই ছিল না। এখানে এসেই প্রথমে সেই অসাধ্য সাধনের চেষ্টা করতে গিয়ে ঠিকই বুঝেছি এতো সেই ল্যাংড়ার পর্বতারোহণের চেয়েও দুঃসাধ্য, একর্ম তো আমার জন্য নয়। আপনার ফেসবুক আইডি তে কবিতাটা (?) শেয়ার দেয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আপনাকে ছোট করতে চাই না। শুধুই নিরন্তর শুভকামনা। আপনার ফেসবুক এ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি সম্ভব হলে একসেপ্ট করবেন।
৪| ২৫ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:১৩
নীল আকাশ বলেছেন: আপনার কোন আইডী থেকে জানাবনে প্লীজ। পারলে মেসেঞ্জারে একটা মেসেজ দিয়েন।
লেখা চুরির ভয়ে আমি এখন কোন রিকু একসেপ্ট করি না। খুব বাজে অভিজ্ঞতা আছে।
©somewhere in net ltd.
১| ২২ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:০৭
নীল আকাশ বলেছেন: এত দারুন এক কবিতা কেন আর কারো চোখে পড়লো না?
সামান্য কিছু ভুল আছে আমি সংশোধন করে দিচ্ছি।