নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুঃখের হাটে সুখ বেচি, শান্তি খুঁজি অশান্তির বাজারে। দাম দিয়ে কিনি যন্ত্রণা।

গেঁয়ো ভূত

ব্লগে নিজেকে একজন পাঠক হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। যা সঠিক মনে করি, অন্যায়ের বিরুদ্ধে, অবশ্যই দেশ ও দেশের মানুষের পক্ষে লিখতে চেষ্টা করি।

গেঁয়ো ভূত › বিস্তারিত পোস্টঃ

"নমানুষ" পাঠ প্রতিক্রিয়া

০৬ ই মার্চ, ২০২২ বিকাল ৩:০৮


আমাদের চারপাশে ঘটে যাওয়া অসংখ্য ঘটনার কথা আমরা পত্র-পত্রিকার মাধ্যমে জেনে থাকি। কখনো কখনো এসব ঘটনা এতই বর্বরোচিত, এতই নৃশংস, এতই পাশবিক, এতই দয়ামায়াহীন, সামাজিক মানুষ গুলোর মুখোশের অন্তরালে সমাজবহির্বুত কর্মকান্ডে ভরপুর থাকে যে এসব বাস্তব ঘটনাগুলো যখন আমাদের গোচরে আসে তখন সত্যিই আমাদের কল্পনা শক্তিও হার মানতে বাধ্য হয়।
এমনই অনেক গুলো ঘটনার বিবরণ ও ঘটনার পিছনের ঘটনা আমাদের কাছে দৃশ্যমান হয়ে উঠে এবারের বইমেলায় প্রকাশিত জনপ্রিয় লেখক মহিউদ্দিন মোহাম্মদ যুনাইদ এর সম্পূর্ণ নতুন আলোচিত উপন্যাস "নমানূষ" এ। হ্যা এগুলো আমাদের সমাজেই ঘটে যাওয়া বিচ্ছিন্ন কিছু ঘটনা, আবার কখনো কখনো একটি আরেকটির সাথে সম্পর্কিত।

প্রথমে আপনি যখন পড়তে আরম্ভ করবেন অনেক গুলো বিচ্ছিন্ন চরিত্র ও ঘটনার পারস্পরিক যোগসূত্র মেলাতে কঠিন মনে হলেও হতে পারে, কিন্তু যতই ঘটনার গভীরে প্রবেশ করতে থাকবেন ততই লক্ষ করবেন নিপুণ চিত্রশিল্পীর হাতের রংতুলির ছোঁয়ায় যেমন চিত্রকর্ম সজীব হয়ে উঠে তেমনি লেখকের লেখনীর জাদুকরী স্পর্শে সমাজদেহের কি স্পষ্ট ও কদর্য ছবিই না আমরা দেখতে পাই।

দক্ষ শল্যচিকিৎসকের মতই সমাজদেহের গভীর থেকে গভীরের ক্ষতগুলি কি অসীম মমতার সাথে তুলে এনেছেন তার তুলনা হয়না।
চারিদিকে শ্বাপদের পাশবিক উল্লাস আর সমস্ত অশুভ অন্ধকার যেন সবকিছু গ্রাস করে ফেলতে উদ্ধত ফনা তুলেছে। শুভ, মারুফ, রাহাতদের মত সৎ পুলিশ অফিসারদের কখনো কখনো আইনের সীমাবদ্ধতার কারণে কখনওবা সমাজের ক্ষমতাবান রাগব বোয়লদের সীমাহীন অশুভ শক্তির দাপটে অসহায় মনে হলেও ন্যায়ের প্রতি তাদের ইস্পাতকঠিন দৃঢ়তা ও একান্ত সদিচ্ছার কারণে অশুভ শক্তির ক্ষমতার পাহাড় জমিনে লুটিয়ে পরতে বাধ্য হয়।
অবশেষে সত্যের ই জয় হয়।

আমার বিশ্বাস এই উপন্যাসের আলোকে একদিন সাড়াজাগানো চলচ্চিত্র নির্মিত হবে।
#নমানুষ


মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০২২ বিকাল ৪:৩২

সোনাগাজী বলেছেন:




আপনার লেখা ১ম পাতায় যায় না?

০৭ ই মার্চ, ২০২২ বিকাল ৪:৩৯

গেঁয়ো ভূত বলেছেন: হয়তোবা যোগ্য হয়ে উঠতে পারিনি এখনো ...

২| ০৭ ই মার্চ, ২০২২ বিকাল ৪:৩৪

সোনাগাজী বলেছেন:



ব্লগার নীল আকাশ সহেব আমাকে বস্তীর মানুষ থেকেও খারাপ গালি দিয়েছেন বছরের পর বছর, উনি একজন লেখক হতে পারবেন বলে আমার বিশ্বাস হয় না।

০৫ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:৩০

গেঁয়ো ভূত বলেছেন: নীল আকাশ বলেছেন: @সোনাগাজী:
ব্লগার নীল আকাশ সহেব আমাকে বস্তীর মানুষ থেকেও খারাপ গালি দিয়েছেন বছরের পর বছর,

আমি আপনাকে বিনা কারণে গালি দিয়েছি বা খারাপ গালি দিয়েছি এরকম একটা উদাহরন এখানে দিন।‌‌


দেখুন আমি এখানে একেবারেই নতুন, আগে কি হয়েছে তা আমার জানারও কথানা,আমি শুধু এটুকুই বলবো আমাদের সবারই সবাইকে সম্মান দিয়ে কথা বলা উচিত।

৩| ০৭ ই মার্চ, ২০২২ রাত ১০:১৮

সোনাগাজী বলেছেন:


ব্লগার কাল্পনিক_ভালোবাসার পোষ্টে কমেন্ট করে উনাকে অনুরোধ করেন আপনামে সামনের পাতায় অনুমতি দিতে।

০৫ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:৩৩

গেঁয়ো ভূত বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৪| ০৭ ই মার্চ, ২০২২ রাত ১০:৩১

নীল আকাশ বলেছেন: শুকুর আলহামদুলিল্লাহ।
এত সুন্দর পাঠ প্রতিক্রিয়া খুব কমই পড়েছি আমি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এটা ব্লগে দেওয়ার জন্য।

০৮ ই মার্চ, ২০২২ সকাল ১০:৪৪

গেঁয়ো ভূত বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার ব্লগ এ নিয়মিত হওয়ার জন্য, সামনে আরও এমনই অনেক লেখা পাওয়ার প্রত্যাশায় রইলাম, যাতে মুগ্ধতার সীমা ছাড়িয়ে বার বার আমরা সবাই এমনি করে পথ প্রতিক্রিয়া লিখতে বদ্ধ হই।
শুভকামনা ।

০৮ ই মার্চ, ২০২২ সকাল ১০:৪৯

গেঁয়ো ভূত বলেছেন: বানান ভুল হয়েছে পথ = পাঠ হবে ।

৫| ০৭ ই মার্চ, ২০২২ রাত ১০:৩৩

নীল আকাশ বলেছেন: @সোনাগাজী:
ব্লগার নীল আকাশ সহেব আমাকে বস্তীর মানুষ থেকেও খারাপ গালি দিয়েছেন বছরের পর বছর,

আমি আপনাকে বিনা কারণে গালি দিয়েছি বা খারাপ গালি দিয়েছি এরকম একটা উদাহরন এখানে দিন।‌‌

০৫ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:৩৬

গেঁয়ো ভূত বলেছেন: সৃজনশীল-মননশীল কাজের সাথে জড়িত সবাই সবাইকে সম্মান করবে এটা কিন্তু একেবারেই নুন্নতম চাওয়া, চলুন আমরা সবাই মিলে ভালো থাকি।

৬| ০৮ ই মার্চ, ২০২২ রাত ৯:২১

পদাতিক চৌধুরি বলেছেন: একটু ছোট হয়ে গেছে ঠিকই তবুও আপনি আপনার মত চেষ্টা করেছেন রিভিউ ভালো হয়েছে।
শুভকামনা আপনাকে।

০৯ ই মার্চ, ২০২২ রাত ৯:২৪

গেঁয়ো ভূত বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য, শুভকামনা ।

৭| ০৮ ই মার্চ, ২০২২ রাত ৯:২২

মনিরা সুলতানা বলেছেন: বাহ চমৎকার !
আপনার পাঠের অভিজ্ঞতার বর্ণনা বা বই নিয়ে আলোচনা যেটাই বলি - ভালো লেগেছে।
নীল আকাশের লেখা নিয়ে আমার বেশ আস্থা আছে, আশা করছি নিজের পাঠের অভিজ্ঞতা নিয়ে ও আসবো।

১০ ই মার্চ, ২০২২ সকাল ১১:২৯

গেঁয়ো ভূত বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য,আপনার লেখা আমাকে আকৃষ্ট করেছে, সময় নিয়ে অবশ্যই পড়ব, শুভকামনা ।

৮| ২৩ শে মার্চ, ২০২২ সকাল ৯:৪৮

আহমেদ জী এস বলেছেন: গেঁয়ো ভূত,




বাহ , ছোট্টর ভেতরে জমাট রিভিউ!
আপনিও কিন্তু মাছরাঙার মতো উপন্যাসের গভীর থেকে ছোঁ মেরে মূল বক্তব্যটিই তুলে এনেছেন।

২৩ শে মার্চ, ২০২২ সকাল ১০:৫১

গেঁয়ো ভূত বলেছেন: অসংখ্য ধন্যবাদ আমার লেখাটা পড়ে দেখেছেন এজন্য, ভালো থাকবেন, আপনার প্রতি রইলো নিরন্তর শুভকামনা ।

৯| ২৬ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৫৯

সোনাগাজী বলেছেন:


নীল আকাশ বলেছেন: " @সোনাগাজী: ব্লগার নীল আকাশ সহেব আমাকে বস্তীর মানুষ থেকেও খারাপ গালি দিয়েছেন বছরের পর বছর, আমি আপনাকে বিনা কারণে গালি দিয়েছি বা খারাপ গালি দিয়েছি এরকম একটা উদাহরন এখানে দিন।‌‌ "তে

-আপনার মতো গালিবাজ ও মৌলবাদী মনোভাবে কোন মানুষ সাহিত্যিক হলে, উহা কি ধরণের সাহিত্য হবে?

০৫ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:৩৮

গেঁয়ো ভূত বলেছেন: সৃজনশীল-মননশীল কাজের সাথে জড়িত সবাই সবাইকে সম্মান করবে এটা কিন্তু একেবারেই নুন্নতম চাওয়া, চলুন আমরা সবাই মিলে ভালো থাকি।

১০| ২৬ শে মার্চ, ২০২২ রাত ৯:০০

সোনাগাজী বলেছেন:



ব্লগার নীল আকাশ উনার বইতে ব্লগার চাঁদগাজীকে কি গালি দিয়েছেন, নাকি গালি দিতে ভুলে গেছেন?

০৫ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:৩৯

গেঁয়ো ভূত বলেছেন: সৃজনশীল-মননশীল কাজের সাথে জড়িত সবাই সবাইকে সম্মান করবে এটা কিন্তু একেবারেই নুন্নতম চাওয়া, চলুন আমরা সবাই মিলে ভালো থাকি।

১১| ০২ রা এপ্রিল, ২০২৪ দুপুর ২:৪১

খায়রুল আহসান বলেছেন: "অবশেষে সত্যেরই জয় হয়" - এ টুকুই যা ভরসা!
অল্প কথায় পাঠ-প্রতিক্রিয়া চমৎকার হয়েছে। + +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.