নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুঃখের হাটে সুখ বেচি, শান্তি খুঁজি অশান্তির বাজারে। দাম দিয়ে কিনি যন্ত্রণা।

গেঁয়ো ভূত

ব্লগে নিজেকে একজন পাঠক হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। যা সঠিক মনে করি, অন্যায়ের বিরুদ্ধে, অবশ্যই দেশ ও দেশের মানুষের পক্ষে লিখতে চেষ্টা করি।

গেঁয়ো ভূত › বিস্তারিত পোস্টঃ

দাম

২৬ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:০২


(ছবি: নেট থেকে)

তুমি কও
ক্ষেতে সোনার ফসল, দুঃখ এবার শেষ।

আমি বলি
এ তো ছেঁড়া-শাড়ি পরা কিষানীর হাঁসি,
বর্ষায় কাদা-মাখা জলে-ভেজা চুপচুপে দেহ
চৈত্রের দুপুরে গড়িয়ে পরা কিষানের মাথার ঘাম।

তাঁরা কয়
অনেক উন্নয়ন হয়েছে, উন্নতি করেছি বেশ।

আমি বলি
ইহা বিদেশ-বিভুঁইয়ে কামলা খাটা
আমার ভাইয়ের মুখ,
গার্মেন্টস এ
রাত-দিন খাটা আমার বোনের
আলুভর্তা দিয়ে মাখা পান্তা ভাতের সুখ।

ওঁরা কয়
মোরা স্বাধীনতা এনেছি, স্বাধীন করেছি দেশ,

আমি বলি
এ যে লাখো তাজা প্রাণ, রক্তের নদী
মায়ের সম্মান
বোনের ইজ্জতের দাম।

২৬শে মার্চ, 2022

মন্তব্য ২৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:১২

সামিউল ইসলাম বাবু বলেছেন: কবিতায় ভালোলাগা রইলো।

২৬ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:০০

গেঁয়ো ভূত বলেছেন: ভালো লাগা ও আপনার মূল্যবান মন্তব্যের অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা ।

২| ২৬ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:১৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: আপনার টাইপো আছে -সন্মান

২৬ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:০৮

গেঁয়ো ভূত বলেছেন: ভুল শুধরে দেয়ার জন্য কৃতজ্ঞতা, শুভকামনা আবারও।
ভালো থাকবেন।

৩| ২৬ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:১০

সোনাগাজী বলেছেন:



মানুষ এনেছে স্বাধীনতা, বসুন্ধরা হয়েছে জমির মালিক; মানুষ এনেছে স্বাধীনতা, তাদের ছেলেমেয়ে পড়ানোর নাম করে প্রাইভেট ইউনিভার্সিটি ডাকাতী করছে; এগুলোর সমাধান কি?

২৬ শে মার্চ, ২০২২ রাত ৯:৩৮

গেঁয়ো ভূত বলেছেন: লেখক বলেছেন: আমি মনে করি সমস্যার সমাধান ইভোল্যুশন দিয়ে করতে হবে, রেভোলুশন দিয়ে নয়, এজন্য সবার আগে দেশের মানুষকে প্রকৃত শিক্ষায় (হাইব্রিড শিক্ষা নয়) সুশিক্ষীত করে তুলতে হবে, আলো জ্বাললেই আঁধারের অমানিশা কেটে যাবে।

২৬ শে মার্চ, ২০২২ রাত ৯:৩৯

গেঁয়ো ভূত বলেছেন: ভালো থাকবেন।

৪| ২৬ শে মার্চ, ২০২২ রাত ৮:১১

রাজীব নুর বলেছেন: সোনাগাজী সুন্দর মন্তব্য করেছেন।

২৬ শে মার্চ, ২০২২ রাত ৯:৪১

গেঁয়ো ভূত বলেছেন: অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা।

৫| ২৬ শে মার্চ, ২০২২ রাত ৯:১৯

জুল ভার্ন বলেছেন: চমৎকার!

২৬ শে মার্চ, ২০২২ রাত ৯:৪২

গেঁয়ো ভূত বলেছেন: অসংখ্য ধন্যবাদ ও শুভকামন,
ভালো থাকবেন।

৬| ২৬ শে মার্চ, ২০২২ রাত ১১:১৩

ইসিয়াক বলেছেন: এমনই তো হয়। হয়ে আসছে। এর শেষ নেই কোন।

২৭ শে মার্চ, ২০২২ সকাল ১০:৫২

গেঁয়ো ভূত বলেছেন: মন্থব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।

৭| ২৭ শে মার্চ, ২০২২ রাত ১২:০০

কবীর হুমায়ূন বলেছেন: রাষ্ট্রীয় উন্নয়নের চিত্রটি কবিতায় তুলে এনেছেন। তবে, অস্বীকার করার জো নেই, রাষ্ট্র তো নৈর্ব্যক্তিক সত্তা। রাষ্ট্রের নাগরিকগণই উন্নয়নের সোপান সৃষ্টি করে। ভালো লিখেছেন কবি গেঁয়ো ভূত। শুভ কামনা।

২৭ শে মার্চ, ২০২২ সকাল ১১:৪৭

গেঁয়ো ভূত বলেছেন: পৃথিবীর সব সভ্যতার মূলেই রয়েছে মানুষের রক্ত আর ঘাম, এটা অস্বীকার করার কি কোনো উপায় আছে? আপনার মন্থব্যটি অনেক সুন্দর হয়েছে, ভালো থাকবেন, শুভকামনা।

৮| ২৭ শে মার্চ, ২০২২ সকাল ৯:০৮

নীল আকাশ বলেছেন: লেখার থীম খুব ভালো। গার্মেন্টস এ হবে না গার্মেন্টসে / গার্মেন্টস'য়ে হবে দেখে নিবেন।
স্বাধীনতার পর থেকে এভাবে দেশটাকে হরিলুট করে গেছে সবাই। এরা কেউই আমাদের দেশকে আদতে ভালোবাসেনি।

২৭ শে মার্চ, ২০২২ সকাল ১১:৫১

গেঁয়ো ভূত বলেছেন: মূল্যবান মন্থব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, কৃতজ্ঞতা ও শুভকামনা ।

৯| ২৭ শে মার্চ, ২০২২ সকাল ১০:৫৬

রানার ব্লগ বলেছেন: লেখক বলেছেন: এজন্য সবার আগে দেশের মানুষকে প্রকৃত শিক্ষায় (হাইব্রিড শিক্ষা নয়) সুশিক্ষীত করে তুলতে হবে,


এই প্রকৃত শিক্ষার কোন উদাহারন কি আছে ??

২৭ শে মার্চ, ২০২২ রাত ৮:১৮

গেঁয়ো ভূত বলেছেন: ব্লগে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখুন হাতের আঙুল দেখতে কি আয়নার প্রয়োজন হয়?
স্বাধীনতার অর্ধ শতাব্দী হলো, আমাদের শিক্ষানীতির অবস্থা কি?
সারা দুনিয়ার বিশ্ববিদ্যালয় সমুহের মধ্যে আমাদের অবস্থান কোথায়?
কোন দেশে কপি পেস্ট করে পিএইচডি করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ?
আমার দেশের শতকরা কত ভাগ ছাত্র কোয়ালিটি শিক্ষার সুযোগ পায়?
আরো হাজার প্রশ্ন আছে। এই প্রশ্ন গুলোর উত্তর খুঁজে পেলে আর ওগুলোর কারণ ও সমাধানের ব্যবস্থা হলে প্রকৃত শিক্ষার উদাহরণ খুজতে হবে না।
ভালো থাকবেন।
শুভকামনা।

১০| ২৭ শে মার্চ, ২০২২ দুপুর ১:১৭

রাজীব নুর বলেছেন: আমি কেন কবিতা লিখতে পারি না বলেন তো?

২৭ শে মার্চ, ২০২২ রাত ৮:২৫

গেঁয়ো ভূত বলেছেন: আমিও তো পারিনা, চলুন অন্যদের কবিতা পড়ি, বুঝি ও নিজেরাও লেখা শুরু করি
ভালো থাকবেন।
শুভকামনা।

১১| ২৭ শে মার্চ, ২০২২ বিকাল ৪:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর কাব্য।

২৭ শে মার্চ, ২০২২ রাত ৮:২৪

গেঁয়ো ভূত বলেছেন: ভালো লাগা ও আপনার মূল্যবান মন্তব্যের অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা
ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.