![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগে নিজেকে একজন পাঠক হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। যা সঠিক মনে করি, অন্যায়ের বিরুদ্ধে, অবশ্যই দেশ ও দেশের মানুষের পক্ষে লিখতে চেষ্টা করি।
ছবি: নেট থেকে
যোগ্য যদি না পায় সম্মান
অযোগ্য মান পাবেই।
খাঁটি-সোনা যদি না পায় মূল্য
নকলের জয় হবেই।
তস্কর যদি না কর দমন
সাধুর প্রাণ তো যাবেই।
লস্কর তোমার শিয়রে বসে
স্তাবকের গীত গাবেই ।
দিন থাকতে, না ফিরলে ঘরে
বেলা কি বসে রবেই?
পথে হবে রাত, নামবে আঁধার
বিপদ বাড়বে তবেই।
মালী না থাকলে, সাজানো-বাগান
বেওয়ারিশ ছাগলে খাবেই।
আলো না জ্বাললে, আসবে আঁধার
শূন্য স্থান পূরণ হবেই।
29শে মার্চ 2022
০১ লা এপ্রিল, ২০২২ সকাল ১১:১৪
গেঁয়ো ভূত বলেছেন: প্রথম মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। হ্যা আলোই তো চাই, আলোর জন্যই তো সাধনা। কিন্তু আঁধারকে যে বড়ো ভয় পাই। আঁধার আসলে আসে শাপদ জানোয়ার, হায়েনা, শূকর আরো কত কি।
০১ লা এপ্রিল, ২০২২ সকাল ১১:১৬
গেঁয়ো ভূত বলেছেন:
শুভকামনা, ভালো থাকবেন।
২| ০১ লা এপ্রিল, ২০২২ সকাল ১০:৪৯
জ্যাকেল বলেছেন: কার্যকরী কিছু বিষয় মনে করিয়ে দিছেন।
০১ লা এপ্রিল, ২০২২ সকাল ১১:১৮
গেঁয়ো ভূত বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, কৃতজ্ঞতা ও শুভকামনা ।
৩| ০১ লা এপ্রিল, ২০২২ সকাল ১১:৩২
কোনেরোসা বলেছেন: কঠিন, অনেক কঠিন
০১ লা এপ্রিল, ২০২২ সকাল ১১:৩৯
গেঁয়ো ভূত বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, কৃতজ্ঞতা ও শুভকামনা ।
৪| ০১ লা এপ্রিল, ২০২২ দুপুর ১:২৬
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
০১ লা এপ্রিল, ২০২২ দুপুর ২:১৯
গেঁয়ো ভূত বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, শুভকামনা।
৫| ০১ লা এপ্রিল, ২০২২ বিকাল ৩:২১
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বাস্তব অভিজ্ঞতা।
০১ লা এপ্রিল, ২০২২ বিকাল ৩:২৮
গেঁয়ো ভূত বলেছেন: অসংখ্য ধন্যবাদ। এই বাস্তবতা ব্যাক্তি, জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও প্রাসঙ্গিক হতে পারে। কোনো কিছুই অসম্ভব নয়।
শুভকামনা, ভালো থাকবেন।
৬| ০১ লা এপ্রিল, ২০২২ বিকাল ৪:২১
জগতারন বলেছেন:
অসাধরন ও সুন্দর কবিতা !
এতক্ষন লগইন না করেই পড়তেছিলাম।
এই কবিতাটি পড়েই লগইন করলাম লাইক ও মন্তব্য করতে।
কবি গেঁয়ো ভূত -এর প্রতি অভিন্দন ও সুভেচ্ছা জানাই।
কবির দীর্ঘায়ু ও মঙ্গল হউক কামনা করি।
০১ লা এপ্রিল, ২০২২ বিকাল ৪:৪৯
গেঁয়ো ভূত বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন। কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো। এই কবিতায় রূপকার্থে "খাঁটি সোনা" আমার দেশের সোনার মানুষকেই শুধু নয়, আরো ব্যাপকার্থে বোঝাতে চেয়েছি। অন্যদিকে কবিতার শেষের স্তবক আমার কাছে অধিক গুরুত্বপূর্ণ, বিশেষ করে "আলো না জ্বাললে, আসবে আঁধার" পংক্তি টা অনেক ব্যাপক ও গভীর অর্থববহ। মূলত সম্পূর্ণ কবিতাটা না লিখে যদি শুধু এই পংক্তি টাই লিখতাম তাহলেও মনে হয় যথেষ্ট হতো।
পরিশেষে আপনারও মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করছি।
শুভকামনা, ভালো থাকবেন।
৭| ০১ লা এপ্রিল, ২০২২ বিকাল ৫:৪১
সোনাগাজী বলেছেন:
পড়ালেখা না'করলে,সেই শুন্যতা কিভাবে পুরণ হবে?
০১ লা এপ্রিল, ২০২২ বিকাল ৫:৪৭
গেঁয়ো ভূত বলেছেন:
আলোক বিহনে, কিবা থাকে আর?
নামবে আঁধার, শুধুই অন্ধকার।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মঙ্গল কামনা করি। ভালো থাকবেন, শুভকামনা।
৮| ০১ লা এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:২৭
রাজীব নুর বলেছেন: বঙ্গবন্ধুকে ছাড়াও দেশ চলেছে। জিয়াকে ছাড়াও। শেখ হাসিনাকে ছাড়া দেশ চলবে। শূন্যস্থান পূরন হতে বেশি সময় লাগে না।
০১ লা এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৫০
গেঁয়ো ভূত বলেছেন: শূন্যস্থান পূরন হতে বেশি সময় লাগে না। শুন্যস্থান পূরণ তো হয়ই, কি দিয়ে আপনি পূরণ করেন বা করবেন সেটাই হচ্ছে প্রশ্ন।
আমার আলো চাই, চাই আরো আলো,
তা যদি না পাই, পথ হারাবো, নামবে আঁধার কালো।
শুভকামনা, ভালো থাকবেন।
৯| ০১ লা এপ্রিল, ২০২২ রাত ১০:৫৩
মনিরা সুলতানা বলেছেন: প্রকৃতি শূন্যতা পছন্দ করে না, বেশ লেখা।
ভালোলাগা।
০২ রা এপ্রিল, ২০২২ বিকাল ৪:২২
গেঁয়ো ভূত বলেছেন: অতি চমৎকার মন্তব্য, আমার প্রিয় ব্লগার ও কবি মনিরা সুলতানা আপু, কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগছে। আপনার মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করছি।
শুভকামনা, ভালো থাকবেন।
১০| ০২ রা এপ্রিল, ২০২২ রাত ১:০৩
নেওয়াজ আলি বলেছেন: শূণ্য স্থান পূরণ হওয়া চিরন্তন নিয়ম। অসাধারণ লিখেছেন
০২ রা এপ্রিল, ২০২২ বিকাল ৪:২৩
গেঁয়ো ভূত বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, কৃতজ্ঞতা ও শুভকামনা ।
১১| ০৪ ঠা এপ্রিল, ২০২২ রাত ১:২৫
জটিল ভাই বলেছেন:
চমৎকার....
০৪ ঠা এপ্রিল, ২০২২ সকাল ১০:৫৬
গেঁয়ো ভূত বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, কৃতজ্ঞতা ও শুভকামনা প্রিয় ভাই।
১২| ০৫ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো
০৫ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:২০
গেঁয়ো ভূত বলেছেন: কাজী ফাতেমা ছবি আপু, আমার ব্লগ এ সম্ভবত এটাই আপনার প্রথম মন্তব্য এজন্য আপনাকে অভিনন্দন। কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগছে। আপনার মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করছি।শুভকামনা, ভালো থাকবেন প্রিয় বোন।
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০২২ সকাল ১০:৪৭
ইসিয়াক বলেছেন:
ফিরুক আলের দিন। কেটে যাক আঁধার।
হ্যাঁ আলো ফুটবে ই হয়তো কিছুটা দেরি হবে।
নকলের জয় সাময়িক। সত্য সর্বদাই সত্য।