নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুঃখের হাটে সুখ বেচি, শান্তি খুঁজি অশান্তির বাজারে। দাম দিয়ে কিনি যন্ত্রণা।

গেঁয়ো ভূত

ব্লগে নিজেকে একজন পাঠক হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। যা সঠিক মনে করি, অন্যায়ের বিরুদ্ধে, অবশ্যই দেশ ও দেশের মানুষের পক্ষে লিখতে চেষ্টা করি।

গেঁয়ো ভূত › বিস্তারিত পোস্টঃ

চোরের প্রতি খোলা চিঠি

১৩ ই মে, ২০২২ সকাল ১০:১১


ছবি: নেট থেকে

প্রিয় চোর ভাই,
কষ্ট করিয়া তালা ভাঙিয়া লাভ নাই।
তোমার তরে আমার ঘরে
দামি কিছু তো আর নাই।
হে প্রিয় চোর
তোমার ও তো আজ, সময়ের দাম আছে।
হুদাই যদি কষ্ট করো, বেগার খাটিয়া পাছে।

কি কঠিন কাজ! কর হে তুমি, এড়িয়ে সবার দিঠি।
তাই শুনো আজ, লিখিলাম আমি, আজিকে তোমায় চিঠি।

চোর ভাই আমার
তোমার কি কষ্ট! এই সময়ে, আমি তাহা বুঝি ভাই।
এই বাজারে, কঠিন সময়ে, তোমার ও তো রুজি চাই।
তোমার ও তো চাই টাকা-পয়সা, তোমার ও তো চাই পুঁজি।
তোমার ও তো চাই চাল ডাল আলু, তোমার ও তো চাই সুজি।

তাই বলে এই জঘন্য পেশা? বাছিয়া নিয়েছ আজি!

শোনো চোর ভাই
কিবা সুখ পাও? শান্তি কি পাও? শান্তি কি চুরি করে?
কত মার খাও, কত ব্যথা পাও, আহা! পুলিশে যদি গো ধরে।

কত কোটি লোক এই দুনিয়ায়, আছে আরো কত পেশা।
কত সুন্দর তাদের জীবন, কত আশা-ভালোবাসা।
কত হাসি-গান, কত সুখী জন, প্রাণে কত সুখ-সুধা।
পাওয়া না পাওয়া, পেয়ে হারানো, হয়েছে কি তাতে বাধা?

সবে পারে যাহা, তুমি কেন তাহা পারিবে না বলো ভাই?
তোমার তো আছে শক্তি-সাহস, তোমার কি বুদ্ধি নাই?

তুমি কি চাও না বাঁচিতে আবার? উন্নত করি শির।
সম্মান নিয়ে চাও না বাঁচিতে? হয়ে জীবন যুদ্ধে বীর।
তবে দেরি নাই চল, আজিকে শপথ কর।
জীবন যুদ্ধে বাঁচিতে আজি হাতুড়ি শাবল ধর।

ছবি: নেট থেকে

মন্তব্য ২৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০২২ সকাল ১০:১৫

বিজন রয় বলেছেন: আমাদের দেশে তো প্রায় সবাই চোর।
সবশেষ ঘটনা তেল চোর।

এর ভিতর আবার প্রিয় চোর খুঝতে গেলেন।

১৩ ই মে, ২০২২ দুপুর ১২:০০

গেঁয়ো ভূত বলেছেন: প্রথম মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। কি একটা অজ্ঞাত কারণে চোরদের জন্য আমার খুব মায়া লাগে। ছোটবেলায় গ্রামে এক চোরকে প্রচন্ড মার্ খেতে দেখেছিলাম, জানি এটা জঘন্যতম অপরাধের একটি তারপরেও...

শুভকামনা। ভালো থাকবেন।

২| ১৩ ই মে, ২০২২ সকাল ১০:১৬

জ্যাকেল বলেছেন: এইগুলার চেয়ে কাল্পনিক ভালবাসার বাকস্বাধীনতা পোস্টে অংশগ্রহণ দরকারি ছিল। (প্লিজ স্টপ)

১৩ ই মে, ২০২২ দুপুর ১২:০১

গেঁয়ো ভূত বলেছেন:



আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা । ভালো থাকবেন।

৩| ১৩ ই মে, ২০২২ সকাল ১১:৪৫

শায়মা বলেছেন: বাহ ভাইয়া।

একদম মজলুমের জন্য কাজী নজরুল টাইপ কবিতা হয়েছে....... সত্যিই ভালো হয়েছে কিন্তু।



আবার নবীর শিক্ষা করো না ভিক্ষা রোজগার করো সবে......

এই কবিতাটাও মনে পড়লো।

এই সব শিক্ষনীয় কবিতা আজকালকার মানুষগুলো আর পড়ে না।

যারা জানতো তারাও ভুলতে বসেছে।

১৩ ই মে, ২০২২ দুপুর ১২:৩১

গেঁয়ো ভূত বলেছেন:



অসংখ্য ধন্যবাদ আপামনি! কবিতাটি ভাল লেগেছে জেনে খুবই অনুপ্রাণিত হলাম।

এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে সকাল সকাল দশটার দিকে বাসায় চোর এসে এমনভাবে সবকিছু তছনছ করে রাখে তা দেখে খুব বিদ্ধস্ত বোধ করি।

পরদিন এই চোরকে নিয়ে আকাশ পাতাল অনেক কিছু ভাবি। ওর প্রতি ঘৃণার পরিবর্তে কেমন জানি একটা মায়া তৈরী হয়ে যায় মনের মধ্যে। তখন সকাল বেলা কবিতার প্রথম চারটি লাইন মাথায় আসলো, মনে হলো বাইরে দরজায় কাগজে লিখে টাঙিয়ে রাখি।

তারপর ওয়াসরুমে গিয়ে মনের চোখ দিয়ে দেখলাম চোর দরজায় দাঁড়িয়ে লিখাটি পড়ছে, তখন মনে হলো আরো কিছু কথা ওকে বলা দরকার, লাইন এর পর লাইন মাথায় আসতে লাগলো।

পরে ওয়াশরুম থেকে বেরিয়ে পরের আরো কিছু লাইন নোটপ্যাড এ লিখে রাখলাম যাতে ভুলে না যাই এজন্য। তারপর আরো একদিন বাকি লাইন গুলি লিখে কবিতাটি শেষ করি।

অনেক অনেক শুভকামনা। ভালো থেকো প্রিয় বোন।

৪| ১৩ ই মে, ২০২২ দুপুর ১২:৩৯

শায়মা বলেছেন: চোর কি আর জানে তুমি তাকে এত মায়া করেছো?

বরং ধরা খেলে মারের চোটে তার ভূত ছুটবে এই ভেবে সে তিনশো দিন ত্রিসীমানায় আসবে না।

তার গিয়ান অর্জন বা বিবেক বোধ ও জাগবে না :(

এটা হলো উলুবনে মুক্তো ছড়ানোর মত
উলু দরজায় মুক্তো ছড়ানো হলো ভাইয়া। :P


তবুও আমাদের বিবেক ও বোধ ও কবিতায় প্রশান্তি হলো।

১৩ ই মে, ২০২২ দুপুর ২:৫৪

গেঁয়ো ভূত বলেছেন:



কি করবো আপু বল? লাইন গুলি জোর করে আমার মাথায় চেপে বসেছিল! তাই লিখে দিয়েছি।

হা। অন্ত্যত একজন সাবেক দাগী চোর জানে আমি তাকে কিঞ্চিৎ মায়া করি।

আর মুক্ত ছড়াবো? পাবো কই? মুক্তো তো বহুদূর, এখনো ঝিনুকের সন্ধানই পেলাম না।

৫| ১৩ ই মে, ২০২২ বিকাল ৩:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন: চোরায় না শোনে ধর্মের কথা।

১৩ ই মে, ২০২২ বিকাল ৩:৪১

গেঁয়ো ভূত বলেছেন:




সঠিক বলেছেন। আমরা হাজার কোটি চুরি-ডাকাতি করলে তাকে সালাম দেই, বড় চেয়ারটা দেই আরো কতকিছু দেই! শুধু ছিচকে চোর পেলে তাকে মারার জন্য হাত নিশপিশ করে।

শুভকামনা। ভালো থাকবেন।

৬| ১৩ ই মে, ২০২২ বিকাল ৩:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মানবতার কথা শুনে যদি কেউ জ্বলে,
কি করে তারে জন দরদী বলে?

১৩ ই মে, ২০২২ বিকাল ৪:৩১

গেঁয়ো ভূত বলেছেন: দারুন বলেছেন ভাইটি। শুভকামনা। ভালো থাকবেন।

৭| ১৩ ই মে, ২০২২ বিকাল ৩:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন: নচিকেতার লেখা একটি গান আছে

ভিড় করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে যায় বিকেলের সোনারোদ
ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে গ্রন্থকীটের দল বানায় নির্বোধ
এরপর চুরি গেলে বাবুদের ব্রিফকেস, অথবা গৃহিণীদের সোনার নেকলেস
সকলে সমস্বরে একরাশ ঘৃণা ভরে চিৎকার করে বলে চোর চোর চোর চোর
প্রতিদিন চুরি যায় মূল্যবোধের সোনা, আমাদের স্বপ্ন, আমাদের চেতনা
কিছুটা মূল্যতে ভাবি বুঝি শোধবোধ

ন্যায়নীতি ত্যাগ করে মানুষ আপস করে, চুরি গেছে আমাদের সব প্রতিরোধ
এরপর কোনও রাতে চাকরটা অজ্ঞাতে সামান্য টাকা নিয়ে ধরা পড়ে হাতেনাতে
সকলে সমস্বরে একরাশ ঘৃণা ভরে চিৎকার করে বলে চোর চোর চোর চোর
প্রতিদিন চুরি যায় দিনবদলের আশা, প্রতিদিন চুরি যায় আমাদের ভালবাসা
জীবনীশক্তি চুরি গিয়ে আসে নিরাশা

সংঘাত প্রতিঘাত দেয়ালে দেয়ালে আঁকা, তবু চুরি যায় প্রতিবাদের ভাষা
কখনো বাজারে গেলে দোকানে কিশোর ছেলে, কাঁপা কাঁপা হাত নিয়ে ওজনেতে কম দিলে
সকলে সমস্বরে একরাশ ঘৃণা ভরে চিৎকার করে বলে চোর চোর চোর চোর

১৩ ই মে, ২০২২ বিকাল ৪:৪৫

গেঁয়ো ভূত বলেছেন:


ধন্যবাদ ভাইয়া। নচিকেতার গান আমার কাছে বিশেষ ভাবে প্রিয়, এই গানটি বেশি প্রিয়। আরো কয়েকটা আছে। এরকম বাস্তববাদী গান আমাদের এখানেও খুব দরকার।

আবারও শুভকামনা।

৮| ১৩ ই মে, ২০২২ বিকাল ৩:৫৬

মিরোরডডল বলেছেন:





ভুত এই ভিডিওটা টেনে ১৮.৪৬ মিনিট থেকে ২৫.২৬ পর্যন্ত ৭ মিনিট হুমায়ূন ফরিদীর অংশটুকু দেখবে প্লীজ :)



১৩ ই মে, ২০২২ বিকাল ৫:২৮

গেঁয়ো ভূত বলেছেন:


আপু দেখেছি। দুর্দান্ত অভিনয় করেছেন হুমায়ুন ফরীদি, হাসাতে হাসাতে চপোটাঘাতটা কিন্তু ঠিকই দিয়ে দিয়েছেন বড় চোরদের গালে!

শুভকামনা। আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। ভালো থাকবেন।

১৩ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:০১

গেঁয়ো ভূত বলেছেন:


চোর-পুলিশের পর্দার আড়ালের কাজ-কারবার নিয়ে উদীচীর উজ্জ্বল লস্করের আরো দুর্দান্ত একটা অভিনয় দেখেছিলাম মঞ্চে (নাটকের নাম মনে নেই)। অত্যান্ত প্রাণবন্ত ছিল অভিনয়টা।

৯| ১৩ ই মে, ২০২২ বিকাল ৪:০৯

আশিকি ৪ বলেছেন: বিজন রয় বলেছেন,
আমাদের দেশে তো প্রায় সবাই চোর।
সবশেষ ঘটনা তেল চোর।

বাঙালি কাউজ্জাইয়া মোজা পায়।
এডেশে সব চুর ভালা কোন শালায় ?
'আমায় একজন মানুষ দেখা যে পাপ করেনাই। ' - (জেমসের গান )।
কিছু লোক গান শোনেনা।
তাহার লাগি জেমসের নাম খানি উল্লেক না কইরা পাড়িনাই।

১৩ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:০৩

গেঁয়ো ভূত বলেছেন: চমৎকার মন্থব্য করছেন। শুভকামনা। ভালো থাকবেন।

১০| ১৩ ই মে, ২০২২ রাত ১০:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: যাক আপনার কবিতা সুন্দর হয়েছে। চোর সুপথে ফিরুক।

১৪ ই মে, ২০২২ সকাল ৯:৩০

গেঁয়ো ভূত বলেছেন:


শুভকামনা। আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। ভালো থাকবেন।

১১| ১৪ ই মে, ২০২২ সকাল ৮:২১

জুল ভার্ন বলেছেন: ব্যাপক বিনোদন!

১৪ ই মে, ২০২২ সকাল ৯:৩০

গেঁয়ো ভূত বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.