নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুঃখের হাটে সুখ বেচি, শান্তি খুঁজি অশান্তির বাজারে। দাম দিয়ে কিনি যন্ত্রণা।

গেঁয়ো ভূত

ব্লগে নিজেকে একজন পাঠক হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। যা সঠিক মনে করি, অন্যায়ের বিরুদ্ধে, অবশ্যই দেশ ও দেশের মানুষের পক্ষে লিখতে চেষ্টা করি।

গেঁয়ো ভূত › বিস্তারিত পোস্টঃ

অভিভূত

২৫ শে জুন, ২০২২ সকাল ৮:৫৬



বাংলাদেশ!
প্রমত্তা কীর্তিনাশা পদ্মায় গড়িলে সেতু,
করিলে দূর্বিনীতেরে বশিভূত!
আমি তোমাতে আজ অভিভূত!
অভিভূত!
অভিভূত!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০২২ দুপুর ১২:২৪

হাসান জাকির ৭১৭১ বলেছেন: দক্ষিণবঙ্গের মানুষের কাছে পদ্মা সেতু এতদিন ছিল স্বপ্ন- এখন দৃশ্যমান বাস্তব।
তাইতো পদ্মা সেতু তাদের কাছে আবেগের নাম, ভালবাসার নাম।
পদ্মা সেতু এদেশের প্রতিটি বাাংলীর কাছেই গর্ব-অহংকার, মাথা উচু করে দাড়াবার সবচেয়ে বড় অনুপ্রেরণা।

২৫ শে জুন, ২০২২ বিকাল ৩:৫৮

গেঁয়ো ভূত বলেছেন:


কেউ স্বীকার করুক আর নাই করুক, মানুক আর নাই মানুক এটা আমাদের বিজয় গাঁথা। আমাদের কেউ ফাইনালি দাবায়ে রাখতে পারবেনা, সম্ভব নয়। একটা দল এখান থেকে এডভ্যান্টেজ নেবে এটা সত্য, তবে এটা আমার দেশের গর্ব শুধু একটা ব্রিজ বানানোর জন্য নয়, পশ্চিমা রক্তচক্ষু উপেক্ষা করার অহংকার ইহা।

২| ২৫ শে জুন, ২০২২ বিকাল ৩:২৪

রাজীব নুর বলেছেন: জয় বাংলা।

২৫ শে জুন, ২০২২ বিকাল ৪:০২

গেঁয়ো ভূত বলেছেন:



আপনি কি লীগের টিকিট নিবার চাইতেছেন নাকি?

কিছু মনে কইরেন না, এমনেই মজা নিলাম !

শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.