নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুঃখের হাটে সুখ বেচি, শান্তি খুঁজি অশান্তির বাজারে। দাম দিয়ে কিনি যন্ত্রণা।

গেঁয়ো ভূত

ব্লগে নিজেকে একজন পাঠক হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। যা সঠিক মনে করি, অন্যায়ের বিরুদ্ধে, অবশ্যই দেশ ও দেশের মানুষের পক্ষে লিখতে চেষ্টা করি।

গেঁয়ো ভূত › বিস্তারিত পোস্টঃ

"ভুল" নাকি "ভূল"

০২ রা জুলাই, ২০২২ সকাল ১১:৩১


ভুল বানানে ভুল টি করে তোমরা যে ভুল ধরো!
কেউ কি মান? তোমরা সবাই নিজেও যে ভুল করো!
নিজ ভুল টি তোমরা কেহ ধরছ কবে ভবে?
পরের ভুলে পাগলপারা তোমরা কেন তবে?

ভুল ভাবনার ফানুস নিয়ে করছো নড়াচড়া,
ভুল মানুষের যন্ত্রনা তে জীবন ছড়া বড়া!
ভুল প্রেমিকার ভুল প্রেমেতে যখন খেলে ধোঁকা,
প্রেমের আগে ভেবেছো কভু ছিলে কতো বোকা?

হেসে হেসে পরীক্ষা শেষে বললে পাবো একশ,
বললে তুমি বললে ভালোই, লাগলো নাতো ট্যাক্‌স।
অঙ্ক খাতায় পাতায় পাতায় করলে যখন ভুল,
অবশেষে শূন্য পেলে চোখে সরষে ফুল।

ভুল করোনা ভুল করোনা তোমরা সবাই বলো,
এসব বলে তোমরা কি কেউ সঠিক পথে চলো?
পরের ভুল দেখার আগে নিজের ভুল টি খোঁজ,
নিজের দোষ টা আগে দেখো, নিজ কে আগে বোঝো।

২৭ জুন ২০২২

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০২২ দুপুর ১২:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: নিজের ভুল কেউ স্বীকার করতেই চায় না

০২ রা জুলাই, ২০২২ দুপুর ১২:৪৫

গেঁয়ো ভূত বলেছেন:



এটা কি স্রষ্টাই বাই ডিফল্ট মানুষের মাথায় সেটে দেয় নাকি আপু ?

অনেক অনেক শুভকামনা, ভালো থেকো।

২| ০২ রা জুলাই, ২০২২ দুপুর ১:৪৭

রাজীব নুর বলেছেন: ভুলে ভুলেই জীবন পার হয়।

০২ রা জুলাই, ২০২২ বিকাল ৪:৩০

গেঁয়ো ভূত বলেছেন:



হা ভাই ঠিকই তো !

ভুলে ভুলেই জীবন পার
জীবন ভুলের সমাহার।

শুভকামনা।

৩| ০২ রা জুলাই, ২০২২ দুপুর ২:৪১

জুল ভার্ন বলেছেন: ভুল বানান যখন ভুল লিখি - সেই ভুলের খেসারত নিজেকেই দিতে হয়।

০২ রা জুলাই, ২০২২ বিকাল ৪:৩৩

গেঁয়ো ভূত বলেছেন:



কখনো কখনো এমনও তো হয় এক ভুলের খেসারত সারা জীবনভর দিলেও শেষ হতে চায়না।

শুভকামনা।

৪| ০২ রা জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:০৩

এম ডি মুসা বলেছেন: মানুষের ভিতরে ব্যক্তি উত্তম নিজের সমালোচনা করতে পারে- হাদিস

০২ রা জুলাই, ২০২২ রাত ৮:৩৯

গেঁয়ো ভূত বলেছেন:



নিজের ভুল নিজে ধরতে পারলে অন্যের সমালোচনা খুব একটা হজম করার প্রয়োজন পরে না।

শুভকামনা।

৫| ০২ রা জুলাই, ২০২২ রাত ১০:১০

জগতারন বলেছেন:
জীবনের প্রতিটি পাতায় পাতায় ভুল শুধুই ভুল।
কবিতা খুব ভাল লেগেছে আমার।
লাইক !

০৩ রা জুলাই, ২০২২ সকাল ৯:৫১

গেঁয়ো ভূত বলেছেন:



জীবনের প্রতিটি পাতায় পাতায় যেমন অসংখ্য ভুলের সমাহার, তেমনি অযুত-লক্ষ্য ভালো কাজের সমষ্টিও জীবন, কিন্তু নিন্দুকেরা শুধু আপনার ভুলটুকুই দেখবে।

আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।
শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.