নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগে নিজেকে একজন পাঠক হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। যা সঠিক মনে করি, অন্যায়ের বিরুদ্ধে, অবশ্যই দেশ ও দেশের মানুষের পক্ষে লিখতে চেষ্টা করি।
আমেরিকার ভিসা নীতিকে কিছুটা ওদের মুখ রক্ষার চেষ্টাও বলা যেতে পারে। আওয়ামী লীগের মন্ত্রী থেকে প্রধান মন্ত্রী পর্যন্ত যেইভাবে আমেরিকার বিরুদ্ধে কথা বলতে দেখা যায় তার বিপরীতে ওদের এই পদক্ষেপকে আমি পর্বতের মূষিক প্রসব বলেই মনে করি।
এই পদক্ষেপ ফাইনালি আওয়ামী লীগের পক্ষেই যাবে। কারণ কি? বিএনপি যেভাবে তত্ত্বাবধায়ক তত্ত্বাবধায়ক বলে জিকির তুলছিল এখন কিন্তু তাদের সেই দাবি আর খুব একটা হালে পানি পাবে না। কারণ তত্ত্বাবধায়ক ব্যাবস্থা নিয়ে আমেরিকার কোন মাথা ব্যাথা নাই। অধিকন্তু তাদের উপর আমেরিকার এই পদক্ষেপের ফলে আওয়ামীলীগ সরকারের অধীনেই নির্বাচনে আসার প্রচ্ছন্ন একটা চাপ কাজ করবে। তারা যদি নির্বাচনে না আসে তাহলে তাদের বিরুদ্ধেও আওয়ামী লীগ নির্বাচন বানচালের কিংবা বাধাগ্রস্ত করার অভিযোগ আনতে পারবে।
সবচেয়ে বড় কথা হচ্ছে আমেরিকার এই পদক্ষেপের ফলে বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার কিছুটা হলেও রক্ষা হবে। আমেরিকার ভিসার ব্যাপারে সাধারণ মানুষের কোনো মাথা ব্যাথার কারণ নাই, যারা সাধারণ মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে সক্ষম তাদের কিছুটা মাথা ব্যাথা থাকলেও থাকতে পারে।
২৭ শে মে, ২০২৩ বিকাল ৪:৩৮
গেঁয়ো ভূত বলেছেন: পাঠ এবং প্রথম মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা।
প্রিয় জটিল আপনি প্রশ্ন করেছেন এসবের পক্ষে-বিপক্ষে লিখে আমব্লগারদের লাভ-ক্ষতি কি?
ঠিকই তো ব্লগিং করেই বা আমব্লগারদের লাভ-ক্ষতি কি?
২| ২৭ শে মে, ২০২৩ বিকাল ৫:১৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: অ্যামেরিকা আওয়ামীলীগকে নিয়ে সন্তুষ্ট আছে। তাই চাবে যে এরাই আবার আসুক। অ্যামেরিকার কথা না শুনলে অ্যামেরিকা নিজের পছন্দ মত কাউকে বসাবে। কিন্তু বিএনপি অ্যামেরিকার পরীক্ষায় আগেও ফেল করেছে সামনেও পাস করার কোন সম্ভবনা নাই।
অ্যামেরিকা এখন যা করছে এগুলি অ্যামেরিকার দুই আঙ্গুলের খেলা মাত্র। বাদর নাচ নাচাচ্ছে অ্যামেরিকা আমাদের রাজনীতিবিদদের দিয়ে।
০৪ ঠা জুন, ২০২৩ দুপুর ১২:০৮
গেঁয়ো ভূত বলেছেন: গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আমেরিকা সারা দুনিয়াতেই চায় তাদের সেবাদাসরা ক্ষমতায় থাকুক কিন্তু বাস্তবতা হচ্ছে দুনিয়ায় তাদের মোড়লগিরি এখন আর আগের মতো কেউ মানতে চাইছে না। আর এই আমেরিকা কখনোই বাংলাদেশের প্রকৃত বন্ধু ছিল না।
৩| ২৭ শে মে, ২০২৩ সন্ধ্যা ৭:৩৬
তানভির জুমার বলেছেন: বিএনপি কি আওয়ামীলিগের অধীনে নির্বাচনে যাবে? এ কথা কি তারা একবারও বলেছে? বিএনপি তো আন্দোলনই করতেছে আওয়ামীলিগের পতন এর জন্য। এরা তো স্পষ্টই বলে দিয়েছে শেখ হাসিনার অধিনে কোন নির্বাচনে যাবে না। সিটি কর্পোরেশন কোন নির্বাচনেও বিএনপি অংশ নিচ্ছে না। লুটতন্ত্র আর ফ্যাসিবাদ কি ভোটের মাধ্যমে পরাজিত করা যায়? পৃথিবীর কোথাও কি এই ইতিহাস আছে? তাহলে কেন বিনপি ভোটে যাবে?
০৪ ঠা জুন, ২০২৩ দুপুর ১২:৪১
গেঁয়ো ভূত বলেছেন: আপনার কথা ঠিক আছে। তবে, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই এটাও কিন্তু ঠিক।
৪| ২৭ শে মে, ২০২৩ রাত ৮:০১
রাজীব নুর বলেছেন: আমেরিকার ভিসা নিয়ে মন্ত্রী এমপিরা চিন্তিত না।
এখনো আমেরিকাতে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী পরিবার নিয়ে আছেন। সাবেক প্রবাসী কল্যান মন্ত্রী/সমবায় মন্ত্রী আমেরিকা আছেন রাজার হালে পরিবার নিয়ে।
যারা দেশে আছে, তাদের পরিবার আমেরিকাতে আছেন।
০৪ ঠা জুন, ২০২৩ দুপুর ১২:৪৬
গেঁয়ো ভূত বলেছেন: হ্যা, যারা নাগরিকত্ব নিয়ে ওখানে থাকেন তাদের তো ভিসার প্রয়োজন নেই, তারা বরং ওখাকার পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসার জন্য ভিসা নিতে পারবেন।
৫| ২৭ শে মে, ২০২৩ রাত ৮:১৭
মোহাম্মদ গোফরান বলেছেন: আমাদের ইন্টারনাল বিষয়ে মাতব্বরি করার আমেরিকা কে? আমেরিকা ভালো করেই জানে বিম্পি-জামাত ক্ষমতায় গেলে মাস্ট বাংলাদেশকে পাকিস্তান বানাবে। তাও তারা হাউ কাউ করে কেন?
০৪ ঠা জুন, ২০২৩ দুপুর ১২:৪৬
গেঁয়ো ভূত বলেছেন: একদম ঠিক কথা।
৬| ২৭ শে মে, ২০২৩ রাত ৮:২৪
নতুন বলেছেন: আমেরিকা যেহেতু আমারে ভিসা ব্যান করেনাই তাই এতে কোন সমস্যা দেখি না।
আর আমি হাসান কালবৈশাখীর ভাইয়ের ফ্যান তাই আমার ভিসাপাইতেও সমস্যা হবে বলে মনে হয় না।
@হাসান ভাই কি বলেন? আমাকে রিকোমান্ড করবেন না?
০৪ ঠা জুন, ২০২৩ দুপুর ১২:৪৮
গেঁয়ো ভূত বলেছেন: হ্যা, হাসান ভাই বলেছেন, আরেকটু বিস্তারিত বললে ভাল হতো।
৭| ২৭ শে মে, ২০২৩ রাত ৯:১৪
মোঃ কাজল আলী বলেছেন: কথা গুলো অনেকটাই আমার মনের মতো বলতে পারেন।
০৪ ঠা জুন, ২০২৩ দুপুর ১২:৪৯
গেঁয়ো ভূত বলেছেন: অসংখ্য ধন্যবাদ। কথাগুলো আপনার মনের মতো জেনে ভাল লাগলো।
৮| ২৮ শে মে, ২০২৩ রাত ১২:৪৮
নূর আলম হিরণ বলেছেন: বিএনপি জামাত যে পরিমাণ লবিস্ট নিয়োগ করেছে ডলার ব্যয় করছে, আমিরিকাকে তো কিছু একটা বলতে হবে, তাই বলা আরকি।
০৪ ঠা জুন, ২০২৩ দুপুর ১২:৫১
গেঁয়ো ভূত বলেছেন: আওয়ামী লীগের মন্ত্রী থেকে প্রধান মন্ত্রী পর্যন্ত যেইভাবে আমেরিকার বিরুদ্ধে কথা বলতে দেখা যায় তার বিপরীতে ওদের এই পদক্ষেপকে আমি নিজেদের মুখ রক্ষার চেষ্টা বলেই মনে করি।
৯| ২৮ শে মে, ২০২৩ রাত ৩:৪১
হাসান কালবৈশাখী বলেছেন:
ব্যান ফ্যান নিয়ে বিএনপি এত লাফায় কেন?
এদিকে বিএনপির মূল নেতা তারেক রহমান যে স্থায়ীভাবে আমেরিকায় ব্যান এবং এফবিআই এর গ্রেফতারি পরোয়ানা ঝুলছে এসব কি বিএনপি'র সমর্থকরা জানে?
বিস্তারিত আর বললাম না, একটু খোঁজ করলেই জানতে পারবেন।
০৪ ঠা জুন, ২০২৩ দুপুর ১২:৫২
গেঁয়ো ভূত বলেছেন: কৃষ্ণের বেলায় লীলা খেলা আর কি।
১০| ২৮ শে মে, ২০২৩ সকাল ৯:০৫
আমি সাজিদ বলেছেন: দুইটা বিষয়ে বলি-
এক, এই ভিসা নীতি কি সরকারি- বিরোধী- আইন প্রয়োগকারী বাহিনীর সেইসব লোকেদের জন্য যারা নিরপেক্ষ নির্বাচন চায় না ? নাকি সবার জন্য প্রযোজ্য।
যদি সব নাগরিকের জন্য নয় বরং রাজনৈতিক দল ও অন্যান্যদের, তাহলে এই সমস্যা জাতীয় সমস্যা বলে জাতির কাঁধে চাপিয়ে দেওয়ার কিছু নেই। আমাদের মতো মানুষ কেন প্যানিকড হবো ? যাদের সমস্যা তারা সামলাক। এইটা নিয়ে প্যানিকড হবে রাজনৈতিক দলগুলোর নেতারা আর তাদের এই দেশীয় চামচারা। আপনি আমি আমরা বিন্দাস ।
দুই, অন্যায়ের প্রতিবাদ না করতে করতে আমাদের মনে ন্যায় অন্যায়ের মাঝে পার্থক্য নাই। বাংলা স্টাইলে গোটা দুনিয়া বিচার করলে তো হবে না।
০৪ ঠা জুন, ২০২৩ দুপুর ১:০০
গেঁয়ো ভূত বলেছেন: আপনার সাথে একমত পোষন করছি।
১১| ২৮ শে মে, ২০২৩ সকাল ৯:২৩
শেরজা তপন বলেছেন: আমার কি ধারনা জানেন; এটা আমেরিকার স্রেফ একটা টোকা।
রাজনীতিবিদ আমলা থেকে শুরু করে সাধারণ জনগনের রিয়্যাকশনটা বোঝার চেষ্টা করছে।
এই রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
ওদের কোন নীতিই এখন বিশেষ কোন দলের পক্ষে যাবে না।
০৪ ঠা জুন, ২০২৩ দুপুর ১:০৩
গেঁয়ো ভূত বলেছেন: হ্যা, আপনার ধারণা সঠিক হবার সম্ভাবনা আছে। নির্বাচন পরবর্তীতে যারাই ক্ষমতায় আসবে তাদের বলতে পারবে আমরা তো তোমাদের পক্ষেই কাজ করেছি এবার তোমরা আমাদের পক্ষে কাজ কর।
১২| ২৮ শে মে, ২০২৩ সকাল ১১:১৬
ধুলো মেঘ বলেছেন: @তানভীর জুমার, বিএনপি কি নিশ্চিত পরাজয় জেনেও ২০১৮ সালের নির্বাচনে যায়নি? সেই নির্বাচনে একেবারে বলৎকার করে ছেড়েছে। তাদের যদি নিজ পশ্চাদ্দেশের প্রতি মায়া থাকে - তারা কোনদিন নির্বাচনের নামও মুখে আনবেনা।
@গোফরান, ভিসা কি তাদের ইন্টারনার এ্যাফেয়ার?
০৪ ঠা জুন, ২০২৩ বিকাল ৩:৪৪
গেঁয়ো ভূত বলেছেন: ধন্যবাদ।
১৩| ২৮ শে মে, ২০২৩ দুপুর ১:৪১
রাজীব নুর বলেছেন: আমাদের উচিৎ আমেরিকাকে সম্মান করা। আমেরিকা মহান দেশ।
০৪ ঠা জুন, ২০২৩ বিকাল ৩:৪৭
গেঁয়ো ভূত বলেছেন: মহান দেশকে সম্মান করতে হবে, আচ্ছা ঠিক আছে।
১৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:১০
খায়রুল আহসান বলেছেন: ভাবনাগুলো আরেকটু বিশদ হলে ভালো হতো।
এখনকার ভাবনাগুলো কী রকম?
০৮ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:৩৭
গেঁয়ো ভূত বলেছেন: অল্প কথায় যা বলার বলে দিয়েছিলাম, এখনো ভাবনাগুলোতে কোনো পরিবর্তন নেই, তবে আমেরিকা মনে হয় তাদের ভাবনায় প্ৰতিবর্তন এনেছে।
©somewhere in net ltd.
১| ২৭ শে মে, ২০২৩ বিকাল ৩:৩২
জটিল ভাই বলেছেন:
কমেন্ট হতে আস্ত পোস্ট! দারুণতো!
তবে আমি বুঝতেছিনা, এসবের পক্ষে-বিপক্ষে লিখে আমব্লগারদের লাভ-ক্ষতি কি?