নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুঃখের হাটে সুখ বেচি, শান্তি খুঁজি অশান্তির বাজারে। দাম দিয়ে কিনি যন্ত্রণা।

গেঁয়ো ভূত

ব্লগে নিজেকে একজন পাঠক হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। যা সঠিক মনে করি, অন্যায়ের বিরুদ্ধে, অবশ্যই দেশ ও দেশের মানুষের পক্ষে লিখতে চেষ্টা করি।

গেঁয়ো ভূত › বিস্তারিত পোস্টঃ

মিরোরডল উই লাভ ইউ ভেরি মাচ!

২৮ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:২৪


যা হবার কথা তাই হয়েছে। এ নিয়ে আর হাপিত্যেশ করে কি হবে? অতিমূল্যায়িত হয়ে কেউ যদি মেজাজ হারিয়ে তার স্বরূপ নিজেই উম্মোচিত করে দেয় সেক্ষেত্রে কার কি করবার থাকে?

পার্সোনালি আই রেস্পেক্ট মিরোরডল। শেষ পর্যন্ত তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন তাও আপাততঃ ঠিকই আছে বলে মনে হয়। পরিস্থিতির আকস্মিকতায় তিনি হয়তো নিজেকে গুটিয়ে নেবার সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। তিনি হয়তো এব্যাপারে আর কারো সাথে কোনো ডিসকাস করতে চাচ্ছেন না বলেই তিনি তার পোস্টগুলো ড্রাফট এ নিয়ে থাকতে পারেন, আবার অতিরিক্ত শক্ড হয়েও ব্লগ থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন। বাট, টাইম ইজ দি বেস্ট হিলার। সময়ের সাথে সাথে সব ক্ষতই ঠিক হয়ে যায়, তবে কোনো কোনো ক্ষেত্রে ক্ষতচিহ্ণ হয়তোবা রয়ে যায়।

আমরা আমাদের মিরোরডলকে আবার আগের চেয়েও আরো বেশি শক্তিমান ব্লগার হিসেবে নতুন করে ফিরে পাবো এটুকুই প্রত্যাশা।

মিরোরডল উই লাভ ইউ ভেরি মাচ! আপনাকে আমাদের কাছে ফিরে আসতেই হবে।

মন্তব্য ৩৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:২৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: একটা পুতুল নিয়ে এত কথা কেন?

২৮ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৫

গেঁয়ো ভূত বলেছেন: একটা পুতুল! এর পেছনে যে একজন মানুষ থাকেন তা কি কখনো ভেবেছেন??

২| ২৮ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: মন ঠান্ডা হলে ইংশাআল্লহ মিরর ফিরে আসবে বলে আশা রাখি। আপাতত এ নিয়ে পোস্ট বন্ধ করা উচিত। পরিস্থিতি নরম হোক। স্বাভাবিক হোক।

মিররকে আমরা ভালোবাসি

২৮ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৬

গেঁয়ো ভূত বলেছেন: আপনার সাথে একমত পোষণ করছি।

ভাল থাকবেন।

৩| ২৮ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৫

শায়মা বলেছেন: মিররমনি চায়নি যে সব নিয়ে আরও কথা হোক। আরও লোক জানাজানি বাড়াবাড়ি হোক ।আর তাই মিররমনি এই রিকোয়েস্টও করে গেছে লাস্ট কমেন্টে আর নিজের পোস্টগুলিও সরিয়ে নিয়ে গেছে। যেন সেখানে গিয়েও কেউ কোনো কথা না বলতে পারে।

অথচ সবাই মিলে যা শুরু হয়েছে তাতে হয়ত কখনও ফিরে আসার ইচ্ছে হলেও মিররমনি আর ফিরে আসতে পারবে না।


২৮ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৯

গেঁয়ো ভূত বলেছেন: হ্যা, আমারও এমনটাই মনে হয়েছিল।

৪| ২৮ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৫০

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: কী মাছ?

২৮ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৯

গেঁয়ো ভূত বলেছেন: মজা নিলেন?

৫| ২৮ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:০০

শায়মা বলেছেন: ৪. ২৮ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৫০০

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: কী মাছ?


হা হা আমিও অন্য সময় হলে এটা নিয়ে হাসতাম। কিন্তু এই পোস্ট বলে কিছু লিখলাম না।

@ গেঁয়ো ভূত ভাইয়া মাছ মুছে দিয়ে মাচ লেখো।

২৮ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১১

গেঁয়ো ভূত বলেছেন: তাড়াহুড়া করে চেক না করেই সরাসরি পোস্ট করে দিয়েছিলাম, সংশোধন করে দেবার জন্য কৃতজ্ঞতা।

৬| ২৮ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:১৩

মোস্তফা সোহেল বলেছেন: আশা করি ব্লগে সবাই ফিরে আসবেন।

২৮ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৩

গেঁয়ো ভূত বলেছেন: এটা আমাদের পরিবার। এখানকার কাউকেই হারাতে চাই না।

৭| ২৮ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৭

শায়মা বলেছেন: মিররমনিকে ব্লগার লিস্টে দেখেছি এবং মিররমনি পোস্টও দিয়েছে।

২৮ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:২৯

গেঁয়ো ভূত বলেছেন: ধন্যবাদ শায়মাপু, হ্যা, তোমার আগেই আমি ওঁর পোস্ট এ লাইক কমেন্ট রেখে এসেছি।

৮| ২৮ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:১৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: একটা পুতুল নিয়ে এত কথা কেন?
.................................................................
পুতুল যখন সকলের নয়নের মনি হয়
তখন তো কথা হবেই ।
তাছাড়া ২/১ জন ব্লগারের আচরনের ফলাফল
বাকীরা মেনে নেবে কেন ?

২৮ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৩৮

গেঁয়ো ভূত বলেছেন:


পুতুল যখন সকলের নয়নের মনি হয়
তখন তো কথা হবেই ।


একদম ঠিক। একজন মানুষের আচরনই নির্ধারণ করে দেয় সে কার নয়নের মনি হবে নাকি চোখের বালি হবে?

৯| ২৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১২:১৫

নীলসাধু বলেছেন: তিনি তো প্রাণবন্ত একজন ব্লগার। তার জন্য সকল শুভকামনা।
আমি অবশ্য তেমন কিছু জানিও না কি হয়েছে, তবে পোষ্ট পড়ে বোঝার চেষ্টা করছি।


২৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:০৫

গেঁয়ো ভূত বলেছেন: আপনার সাথে একমত। হ্যা তিনি তো অত্যন্ত প্রাণবন্ত একজন ব্লগার।

তিনি এবং সামুর সকল ব্লগার ভাল থাকুন।
আপনার প্রতি শুভকামনা।

১০| ২৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:০৪

রাজীব নুর বলেছেন: মিরোরডল আপনি আয়নার দিকে তাকান। ভালো করে তাকান। তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে।

২৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৮

গেঁয়ো ভূত বলেছেন: আপনার মন্তব্যের মর্মার্থ বুঝতে সক্ষম হলাম না, পুরোটাই আমার মাথার উপর দিয়ে গেল। যার উদ্দেশ্যে লিখেছেন তিনি হয়তো বুঝবেন।

১১| ২৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৬

মিরোরডডল বলেছেন:





গেঁয়ো ভূত এবং এখানে যারা কমেন্ট করেছে, তাদের সবার কাছে কৃতজ্ঞতা।

ভালোবাসায় ঋণী হয়ে যাচ্ছি।

২৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩২

গেঁয়ো ভূত বলেছেন: আপনাকে যারা ভালবাসেন তাদের সঠিক সংখ্যা এখানে যারা কমেন্ট করেছেন তার চাইতে অনেক গুন বেশি বলে মনে করি।

শুধুমাত্র ভুল বুঝাবুঝির কারণে বিশাল একটা বিব্রতর পরিস্থিতির তৈরী হলো, এটা নিয়ে ঝামেলা আর না বাড়ুক এটাও হয়তো অনেকে চাইছিলাম, একারণে আমরা অনেকেই বিষয়টি নিয়ে মন্তব্য করা থেকে বিরত ছিলাম।

তবে এমন পরিস্থিতিতে আপনার পাশে থাকা প্রয়োজন, এটা বেশ ভালভাবেই বুঝেছিলাম।

ভাল থাকুন। অনেক অনেক শুভকামনা।

১২| ২৯ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:২১

করুণাধারা বলেছেন: গতকাল অন্য পোস্টে বড় মন্তব্য করতে গিয়ে এই পোস্টটিতে আর মন্তব্য করা হয়নি, যদিও লাইক দিয়ে গিয়েছিলাম আগেই।

মিরোরডডল উই লাভ ইউ ভেরি মাচ। সহমত।

৩০ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:৪৭

গেঁয়ো ভূত বলেছেন:


পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

ভাল থাকবেন।

১৩| ২৯ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:২৪

মোহাম্মদ গোফরান বলেছেন: মিরোর বর্তমানে সামুর সবচেয়ে জনপ্রিয় ব্লগার। সামুর সব ব্লগার (২/১ জন) ছাড়া উনাকে সবাই ভালোবাসেন।

৩০ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:৩৯

গেঁয়ো ভূত বলেছেন:

আপনার সাথে একমত।

ভাল থাকবেন।

১৪| ১১ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪০

প্রামানিক বলেছেন: সবাই ব্লগে ফিরে আসুক এটাই কামনা করি।

১২ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৫৩

গেঁয়ো ভূত বলেছেন: এটা আমাদের পরিবার। এখানকার কাউকেই হারাতে চাই না, সবাই ব্লগে ফিরে আসুক।

১৫| ১১ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৪৫

করুণাধারা বলেছেন: লাইক দিয়ে গিয়েছিলাম, মন্তব্য করতে ভুলে গেছিলাম।‌ এখন মন্তব্য করছি, আপনার সাথে পুরো একমত।

১২ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৫৬

গেঁয়ো ভূত বলেছেন: মন্তব্য ও লাইক এর জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

অনেক অনেক ভাল থাকবেন।

১৬| ১২ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:২৪

মিরোরডডল বলেছেন:




মহাজাগতিক চিন্তা বলেছেন: একটা পুতুল নিয়ে এত কথা কেন?


এই মন্তব্য পড়ে অনেকক্ষণ হাসলাম :)


১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫৩

গেঁয়ো ভূত বলেছেন: আপনি সবকিছুই সাধারণত পজিটিভলি দেখেন, আপনার এই গুনটি বেশ ভালো লাগে।

১৭| ১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩৪

খায়রুল আহসান বলেছেন: ছোট্ট পোস্ট, তবে স্ট্রং এ্যান্ড কনভিন্সিং।
স্বস্তির ব্যাপার, পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে।

০৮ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:২১

গেঁয়ো ভূত বলেছেন: ছোট্ট পোস্ট, তবে স্ট্রং এ্যান্ড কনভিন্সিং।

অসংখ্য ধন্যবাদ এবং ভালবাসা জানবেন প্রিয় ব্লগার।

আমার দৃঢ় বিশ্বাস ছিল এই ছোট্ট পোস্টটিতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.