নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিনের কোন শেষ নেই । এ এক অনন্ত ধারা....।

রক্তাক্ত-আমি

খুব বাজে স্বভাবের স্বর্থপর একটা বদ্ধ পাগল মানুষ আমি ! আমাতে কারো সুখ খুঁজতে নেই ! অনেক ইচ্ছা হয় ভালবাসবার, কিন্তু ভয় হয় মর্যাদা রক্ষার, তাই ভালবাসার সাথে আমার আঁড়ি, মাঝে মাঝে ভালবাসা আমাকে ধিক্কার দেয়, আমি প্রতিবাদ করতে পারিনা, মুখ বুজে মাথা নুইয়ে শুধু সয়ে যাই । অবাক বিস্ময়ে তাকিয়ে থাকি সৌন্দর্যে, একটু পরেই ঘোর কাটে, বুঝি সে আমার নয় ! এভাবেই কেটে যায় আমার না পাবার রিক্ত হস্ত জাগরিত প্রহরগুলো, আর দিবা - সে তো নিশির অপেক্ষার ব্যস্ততায় ! তাই অতৃপ্তির কষাঘাতকে অমরলোকীয় মেনে ভেতর থেকে কেউ বলে ওঠে - এই বেশ ভাল আছি ! জানি ভাল থাকতে নেই, ভাল মানুষ ভাল থাকেনা, নিজেকে ভাল বলে কখনো মনেও করিনা । শত বিপত্তির মাঝেও এই একটা সান্তনামূলক বাণীর গর্ভেই সন্তুষ্টি খুঁজে পাই । বার বার বাহুল্য দোষে দুষ্ট আমি, তাই বর্জনীয়, ঘৃণ্য, আর ভাগ্যের কাছে তো বার বারই অপদস্ত, নিগৃহিত, বিতাড়িত । খুব আশাবাদী, ওটাই বারবার সঞ্জীবণী শক্তি জুগিয়ে বাঁচিয়ে রেখেছে আমায় । বুঝেছি ভালবাসা না দিলে ভালবাসা পাওয়া যায় না, তাই তো এ জীবনে আর ভালবাসা হল না । ঝলসে যাওয়া এক নাগরিক আমি ।

রক্তাক্ত-আমি › বিস্তারিত পোস্টঃ

যত রক্ত মাখা ছবি তাদের ব্যাখ্যা চাই কোরানে ।

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৫

আসিফ মহিউদ্দিনরা ইসলাম বিরোধী । না, শুধুই ইসলাম বিরোধী না । পুরো ধর্ম ব্যাবস্থা বিরোধী । এই দেশে মুসলমান(!!)দের সংখ্যা মারাত্মকভাবে আশংকাজনক হারে বেশী তাই বোধ হয় ওদের হাতেই অপদস্ত হল । আসিফ তার মতবাদে যতটা নৈতিকতা বিচ্যুতই হক না কেন সে কিন্তু বিভ্রান্তিমুলক অপপ্রচার চালায়নি । সে যেটা বলতে চায় সেটা স্পষ্ট । তার কথা ভাল লাগলে মানতে পার । বিশ্বাস হলে অনুসারি হতে পার । মানতেই হবে এমন কোন বাধ্যবাধকতা নেই । না মানলে কিংবা বিরুদ্ধাচরণ করলে কোন শাস্তির ব্যাবস্থা নেই । আর অবিশ্বাসী বলতে শুধু আসিফই না । জনপ্রিয়তায় এদের তালিকা বেশ বড় । এরা ধর্মকে yes/no interrogative question এর মধ্যে বেধে রাখে । ধর্মের নানান মতবাদ দেখিয়ে বিভ্রান্তিতে ফেলান না ।



গোলাম আযম uncleরা - এক মুখে ধর্মের বাণী, অন্য মুখে ধর্মের বিকৃতি । ধর্মের অপব্যাখ্যায় দিকভ্রান্ত করে অজ্ঞদের । এসব আলাপন বাদ দিয়েও যদি ফেরশতা জেনে তাদের একাত্তরীয় সওয়াবের প্রতি দিকপাত করি তাতেও কম কিসে !! যারা আজও দেশকে স্বীকৃতি দিতে ঘৃণা জ্ঞান করে তাদের উপর কতবার হামলা হয়েছে শুনি ? '৭৩-এ যাদের দেশের নাগরিকানুপযুক্ত ঘোষণা করা হল তাদেরকে যারা ফিরিয়ে আনল তাদের উপর ক'বার হামলা করলাম শুনি ? যারা বিচারের অনুপযুক্ত তাদেরকে বিচার করে যে করুনা দেখাচ্ছি তাতেও যারা বিরোধিতার আয়োজন করে তাদের উপর হামলার হিসাব খানা দেখি একটু ।



এটা সোনার বাংলা - কোন পাকিস্তান নয় । পাকিস্তানের রক্তে আছে নৈতিকতা বিসর্জন দিয়ে, সভ্যতাকে বুটে মাড়িয়ে, ব্যাক্তিত্তকে কাঁচকলা দেখিয়ে অন্যকে আক্রমণ করে নিজের পশু্বকে জাহির করা । সেই শক্তিই পরাজয়ের গ্লানি মুছে ধর্মকে অবলম্বন করে দারাতে চাইছে । আযাদ স্যার, আপনার মৃত্যু ধারাবাহিকতা পাচ্ছে । যত রক্ত মাখা ছবি তাদের ব্যাখ্যা চাই কোরানে ।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৩

অরণ্যের রোদন বলেছেন: আমাদের দেশ যেমন পাকিস্তান নয় তেমনি আপনাদের ভারতও নয়।


এখন গুতান শুরু করেন। যত ইচ্ছা।

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১১

রক্তাক্ত-আমি বলেছেন: পরিকল্পিতভাবে তর্কে জড়াতে চাচ্ছেন ?? আমাদের ভারত !! লেখার কোন অংশটা Indian ভাবধারাগ্রস্ত বলে আপনার মনে হল ধরিয়ে দেবেন অনুগ্রহ করে ??

২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৯

কাঙ্গাল রাক্ষুসী বলেছেন: নাস্তিকতার সীমা ছাড়িয়ে গেলো রে জানায়োর গুলো!

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১১

রক্তাক্ত-আমি বলেছেন: একটা vice-versa সমস্যা প্রচলিত । নাস্তিকরা আ্স্তিকদের এবং আ্স্তিকরা নাস্তিকদের মানুষ জ্ঞান করতে চান না । (সবাই বিচার্য না) । ভাল বলেছেন !!

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২০

অবুঝ পাঠক বলেছেন: লেখক ভাইজান আপনার নিক টাই আপনার পরিচয় বহনকারী " রক্তাক্ত -আমি" ঠিক ই বলেছেন আপনার মস্তিকের রক্ত ঝড়ে গেছে তাই আবোল তাবোল বকাবকি করতেছেন ; আল্লাহ আপনার হেদায়াত দিন ;

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১২

রক্তাক্ত-আমি বলেছেন: একই সাথে আমিন ও ধন্যবাদ !!

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫

জিললুর রহমান বলেছেন: কার কাছে আপনি ব্যাখ্যা চাইছেন ?
দুষ্ট লোকেরা বলে নারীঘটিত কারনে বমিশিয়ালের কাছে আসিফ মাইর খাইছে; তার ব্যাখ্যা কি দিবেন ?

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৪

রক্তাক্ত-আমি বলেছেন: উত্তর তো নিজেই দিলেন - "দুষ্ট লোকেরা" !! আল্লাহ মালুম !!

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৭

মাহফুজশান্ত বলেছেন:
ইসলাম ধর্ম ত্যাগ করলে অর্থাৎ 'মুরতাদ' হলেই কি তার শাস্তি মৃত্যুদণ্ড/ শিরচ্ছেদ?

৬| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৬

রাতুলবিডি২ বলেছেন: ব্লগের মারামারি ছবির হাটে
Click This Link

৭| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২০

রক্তাক্ত-আমি বলেছেন: নিজেদেরকে আরও সহশীল করতে হবে । প্রত্যেকের বিশ্বাসের আর মতামতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে । আর এমন হামলা যে কোন ধর্মই অনুমোদন করে না সেই ব্যাপারে সচেতন হতে হবে । সবাইকে মানুষ জ্ঞান কর্তব্য ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.