![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব বাজে স্বভাবের স্বর্থপর একটা বদ্ধ পাগল মানুষ আমি ! আমাতে কারো সুখ খুঁজতে নেই ! অনেক ইচ্ছা হয় ভালবাসবার, কিন্তু ভয় হয় মর্যাদা রক্ষার, তাই ভালবাসার সাথে আমার আঁড়ি, মাঝে মাঝে ভালবাসা আমাকে ধিক্কার দেয়, আমি প্রতিবাদ করতে পারিনা, মুখ বুজে মাথা নুইয়ে শুধু সয়ে যাই । অবাক বিস্ময়ে তাকিয়ে থাকি সৌন্দর্যে, একটু পরেই ঘোর কাটে, বুঝি সে আমার নয় ! এভাবেই কেটে যায় আমার না পাবার রিক্ত হস্ত জাগরিত প্রহরগুলো, আর দিবা - সে তো নিশির অপেক্ষার ব্যস্ততায় ! তাই অতৃপ্তির কষাঘাতকে অমরলোকীয় মেনে ভেতর থেকে কেউ বলে ওঠে - এই বেশ ভাল আছি ! জানি ভাল থাকতে নেই, ভাল মানুষ ভাল থাকেনা, নিজেকে ভাল বলে কখনো মনেও করিনা । শত বিপত্তির মাঝেও এই একটা সান্তনামূলক বাণীর গর্ভেই সন্তুষ্টি খুঁজে পাই । বার বার বাহুল্য দোষে দুষ্ট আমি, তাই বর্জনীয়, ঘৃণ্য, আর ভাগ্যের কাছে তো বার বারই অপদস্ত, নিগৃহিত, বিতাড়িত । খুব আশাবাদী, ওটাই বারবার সঞ্জীবণী শক্তি জুগিয়ে বাঁচিয়ে রেখেছে আমায় । বুঝেছি ভালবাসা না দিলে ভালবাসা পাওয়া যায় না, তাই তো এ জীবনে আর ভালবাসা হল না । ঝলসে যাওয়া এক নাগরিক আমি ।
We live in an age of Fakistan !!
.
.
-
-
-
-
-
- নোয়াখালীতে আরেকজন ব্লগার আক্রমনের স্বীকার ।।
.
.
-
-
-
-
-
-
- আপনি প্রস্তুত তো ??
২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩০
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
ও তাই নাকি কেম্নে কি ?
৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩১
তামিম ইবনে আমান বলেছেন: কাহিনী কি?
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩৮
রক্তাক্ত-আমি বলেছেন: শৈলিন(Shailin) নামে একটা ব্লগার নোয়াখালীতে ধর্ম পরাণ প্রাণীদের নিকট অপদস্ত হয়েছেন ।
৪| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪১
রিফাত হোসেন বলেছেন: ধুর মিয়া, অপেন চ্যালেঞ্জ , রাখে আল্লাহ মারে কে..´?
আলুটাও ফালাতে পারবে না আমার ।
মরলে মরলাম মিয়া, ভয় যে পাইছে সে তো বোল্ড হইছৈ
মরন আজকে হবে না হলে কালকে , শুধু নিয়ত একটাই ভুয়া মরন চাই না । একটা যুদ্ধরত মরন চাই ।
মরে গিয়ে কারউ যদি উপকার করতে পারি পারফেক্ট টাইমে তাহলে আমার দোয়া কবুল হইছে মনে করব ।
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৯
রক্তাক্ত-আমি বলেছেন: মরন আজকে হবে না হলে কালকে , শুধু নিয়ত একটাই ভুয়া মরন চাই না । একটা যুদ্ধরত মরন চাই ।
৫| ১৮ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০১
লিন্কিন পার্ক বলেছেন:
পুরা ঘটনা খুলে বলেন !!
৬| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৭
চলতি নিয়ম বলেছেন: পুরা ঘটনা খুলে বলেন !!
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৭
ধমাধম বলেছেন: ঘোতুনা কি খুিলা কোন?