![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব বাজে স্বভাবের স্বর্থপর একটা বদ্ধ পাগল মানুষ আমি ! আমাতে কারো সুখ খুঁজতে নেই ! অনেক ইচ্ছা হয় ভালবাসবার, কিন্তু ভয় হয় মর্যাদা রক্ষার, তাই ভালবাসার সাথে আমার আঁড়ি, মাঝে মাঝে ভালবাসা আমাকে ধিক্কার দেয়, আমি প্রতিবাদ করতে পারিনা, মুখ বুজে মাথা নুইয়ে শুধু সয়ে যাই । অবাক বিস্ময়ে তাকিয়ে থাকি সৌন্দর্যে, একটু পরেই ঘোর কাটে, বুঝি সে আমার নয় ! এভাবেই কেটে যায় আমার না পাবার রিক্ত হস্ত জাগরিত প্রহরগুলো, আর দিবা - সে তো নিশির অপেক্ষার ব্যস্ততায় ! তাই অতৃপ্তির কষাঘাতকে অমরলোকীয় মেনে ভেতর থেকে কেউ বলে ওঠে - এই বেশ ভাল আছি ! জানি ভাল থাকতে নেই, ভাল মানুষ ভাল থাকেনা, নিজেকে ভাল বলে কখনো মনেও করিনা । শত বিপত্তির মাঝেও এই একটা সান্তনামূলক বাণীর গর্ভেই সন্তুষ্টি খুঁজে পাই । বার বার বাহুল্য দোষে দুষ্ট আমি, তাই বর্জনীয়, ঘৃণ্য, আর ভাগ্যের কাছে তো বার বারই অপদস্ত, নিগৃহিত, বিতাড়িত । খুব আশাবাদী, ওটাই বারবার সঞ্জীবণী শক্তি জুগিয়ে বাঁচিয়ে রেখেছে আমায় । বুঝেছি ভালবাসা না দিলে ভালবাসা পাওয়া যায় না, তাই তো এ জীবনে আর ভালবাসা হল না । ঝলসে যাওয়া এক নাগরিক আমি ।
এক বড় ভাই । আগে নাম শুনছি । ফেসবুকে পরিচয় । খোদার কসম - জীবনে দেখলাম না বাংলায় মন্তব্য কিংবা স্ট্যাটাস দিতে । আমি মানুষ ভালো না । তাকে অনেকবার সালটিং দেব বলে ভাবছি । কিন্তু পারিনি আমার বড় ভাইয়ের বন্ধু বলে । আগে একদিন তাকে টার্গেট করে স্ট্যাটাস দিছি কিন্তু বাংলাতে লেখার কারণে তিনি অভারলুক করেছিলেন । আজ আর নিজেকে সামলাতে পারলুম না ইনবক্সে । বড় ভাই তুল্য বলে নিতান্তই সহজ ভাষায় দিলাম । অন্য কেউ হলে ভাষার দিক্বিদিক ঠিক পেতেন না । এখানে তার আর আমার চ্যাট রিভিউ--
"-How r u ?
-vai,bangla typing paren na??
-Hmm
But currently on my iPhone 5 .. So can't
-বাংলা ব্যাবহারে স্বাচ্ছন্দ বোধ করেন না??
-Yes, I do
-বাংলাদেশে জন্ম নেওয়াটা আপনার জন্যে দুর্ভাগ্যের??
-Question after question....
Ha eibar bolo tumi kemon acho?
-আজ পর্যন্ত দেখলাম না বাংলা ব্যাবহার করতে । ইংলিশ কি বেশি পারেন??
-Not at all...
-আপনাকে নিয়ে গত মাসে একটা স্ট্যাটাস দিছিলাম
বাংলা দেখে মনে হয় পড়েন নাই
-I didn't go through ur that status, may be
-আবারও ইংলিশ গুতান
-What?
-আবারও...
iphone এর জন্যে আলাদা বাংলা কীবোর্ড নেটে পাওয়া যায় । আসলে ইচ্ছা নাই
ঘেন্না লাগে বাংলা ব্যাবহারে??"
<এরপর আর প্রত্তুর দেন নাই>
সেদিনের স্ট্যাটাস --
"এক বড় ভাই...তাঁর ইংলিশের দক্ষতা জাহির করবার জন্যে ফেবুকেই বেছে নিয়েছেন...ফটাফট ইংলিশ স্ট্যাটাস....চেক করে দেখলাম কয়েক পেজে কোন বাংলা তো দূরের কথা...একটা বাংলিশ ওয়ার্ডও নাই...ইনি যে গোবরে পদ্মফুল সে ব্যাপারে বেশ অবগত...কী ছিনু আর কী হনু টাইপের...মন চাইতাছে হালার পুতরে পা তলায় ফালাইয়া পাড়াইয়া চ্যাটকাইয়া দিই...এগোরে এ দেশে জন্ম নিতে কইছিল কেডা...তার মাকে বলছি প্রতিটি মা সম্মানের হলেও তাদের সব সন্তানের জন্ম নেওয়াটা শুদ্ধ হয় না...কারণ দেশপ্রেম পূর্ণতা পায় মা, মাটি আর জন্মভূমিতে...আশা করি তিনিও স্ট্যাটাসটা পড়বেন..."
<আমার এই স্ট্যাটাসটাও বাংলায় হওয়ায় তার ভিনদেশী চোখ এড়িয়ে যাবে>
©somewhere in net ltd.
১|
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩
রক্তাক্ত-আমি বলেছেন: পোস্টটি দেখতে না পারলে জানাবেন ।