নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিনের কোন শেষ নেই । এ এক অনন্ত ধারা....।

রক্তাক্ত-আমি

খুব বাজে স্বভাবের স্বর্থপর একটা বদ্ধ পাগল মানুষ আমি ! আমাতে কারো সুখ খুঁজতে নেই ! অনেক ইচ্ছা হয় ভালবাসবার, কিন্তু ভয় হয় মর্যাদা রক্ষার, তাই ভালবাসার সাথে আমার আঁড়ি, মাঝে মাঝে ভালবাসা আমাকে ধিক্কার দেয়, আমি প্রতিবাদ করতে পারিনা, মুখ বুজে মাথা নুইয়ে শুধু সয়ে যাই । অবাক বিস্ময়ে তাকিয়ে থাকি সৌন্দর্যে, একটু পরেই ঘোর কাটে, বুঝি সে আমার নয় ! এভাবেই কেটে যায় আমার না পাবার রিক্ত হস্ত জাগরিত প্রহরগুলো, আর দিবা - সে তো নিশির অপেক্ষার ব্যস্ততায় ! তাই অতৃপ্তির কষাঘাতকে অমরলোকীয় মেনে ভেতর থেকে কেউ বলে ওঠে - এই বেশ ভাল আছি ! জানি ভাল থাকতে নেই, ভাল মানুষ ভাল থাকেনা, নিজেকে ভাল বলে কখনো মনেও করিনা । শত বিপত্তির মাঝেও এই একটা সান্তনামূলক বাণীর গর্ভেই সন্তুষ্টি খুঁজে পাই । বার বার বাহুল্য দোষে দুষ্ট আমি, তাই বর্জনীয়, ঘৃণ্য, আর ভাগ্যের কাছে তো বার বারই অপদস্ত, নিগৃহিত, বিতাড়িত । খুব আশাবাদী, ওটাই বারবার সঞ্জীবণী শক্তি জুগিয়ে বাঁচিয়ে রেখেছে আমায় । বুঝেছি ভালবাসা না দিলে ভালবাসা পাওয়া যায় না, তাই তো এ জীবনে আর ভালবাসা হল না । ঝলসে যাওয়া এক নাগরিক আমি ।

রক্তাক্ত-আমি › বিস্তারিত পোস্টঃ

এ বড় বলদ কারিগর...

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪

কত বড় আহাম্মক হলে বিদেশীদের হস্তক্ষেপ কামনা করে !! প্রথমত যে নিবন্ধ ছাপা হয়েছে টা ঐ অশিক্ষিত মহিলার একান্তই নিজস্ব ভাষ্য না । অবশ্যই নিবন্ধটির খসড়া কেন্দ্রীয় পর্যায়ে অনুমোদিত হয়েছিল । তাও ছিল বাংলায় । অনুমোদন পরবর্তী সময়ে তা অন্য কোন জ্ঞান পাপীকে দিয়ে ইংরেজিতে অনুবাদ করা হয়েছে । কিন্তু কেন্দ্রীয় টেবিলে কি একজনও ণত্ব-ষত্ব জ্ঞানওয়ালা নেতা নাই যে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অন্যকে নেমন্তন্ন করাটা বোকামি - এটা বোঝে ?? আসলে গোবরজাত পদ্মফুলের এমনই দশা আবশ্যক । আর বলদ দেশবাসী ভাবতাছে খালেদা কী না কী বাল্য ছেদিয়াছে !! এমন জনগণের জন্যে এমন নেতা-নেত্রীই যথার্থ !!

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: উনার মাথায় কি আসলে? কতটুকু? এই বিষয়গুলো নিয়ে গবেষণা হওয়া জরুরি!! খালি কি কুট বুদ্ধি? এক দিনে জামায়াতকে বুকে নিয়ে নিজের দলের পায়ে নিজেই কুড়াল মারছে অন্য দকে ক্ষমতার জন্যে দেশ এর ক্ষতি হোক, উনি কেয়ার করেন না!


অন টপিক, আমার পোস্টটিও দেখবেন যদি সুযোগ পান, পর্যালোচনা মূলক একটি মন্তব্য আশা করবঃ Click This Link

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৯

খান মেহেদী ইমাম বলেছেন: ভাই আমি প্রথমেই বলি আমি বাংলাদেশ এর রাজনীতি কে ঘৃনা করি। কিন্তু আমি এতটুকু বুঝি যে নিজেরদেশ এর রাজনীতির ব্যপারে বিদেশীদের হস্তক্ষেপ কামনা করা আর বানর এর কাছে পিঠা ভাগ করতে যাওয়া সমান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.