![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব বাজে স্বভাবের স্বর্থপর একটা বদ্ধ পাগল মানুষ আমি ! আমাতে কারো সুখ খুঁজতে নেই ! অনেক ইচ্ছা হয় ভালবাসবার, কিন্তু ভয় হয় মর্যাদা রক্ষার, তাই ভালবাসার সাথে আমার আঁড়ি, মাঝে মাঝে ভালবাসা আমাকে ধিক্কার দেয়, আমি প্রতিবাদ করতে পারিনা, মুখ বুজে মাথা নুইয়ে শুধু সয়ে যাই । অবাক বিস্ময়ে তাকিয়ে থাকি সৌন্দর্যে, একটু পরেই ঘোর কাটে, বুঝি সে আমার নয় ! এভাবেই কেটে যায় আমার না পাবার রিক্ত হস্ত জাগরিত প্রহরগুলো, আর দিবা - সে তো নিশির অপেক্ষার ব্যস্ততায় ! তাই অতৃপ্তির কষাঘাতকে অমরলোকীয় মেনে ভেতর থেকে কেউ বলে ওঠে - এই বেশ ভাল আছি ! জানি ভাল থাকতে নেই, ভাল মানুষ ভাল থাকেনা, নিজেকে ভাল বলে কখনো মনেও করিনা । শত বিপত্তির মাঝেও এই একটা সান্তনামূলক বাণীর গর্ভেই সন্তুষ্টি খুঁজে পাই । বার বার বাহুল্য দোষে দুষ্ট আমি, তাই বর্জনীয়, ঘৃণ্য, আর ভাগ্যের কাছে তো বার বারই অপদস্ত, নিগৃহিত, বিতাড়িত । খুব আশাবাদী, ওটাই বারবার সঞ্জীবণী শক্তি জুগিয়ে বাঁচিয়ে রেখেছে আমায় । বুঝেছি ভালবাসা না দিলে ভালবাসা পাওয়া যায় না, তাই তো এ জীবনে আর ভালবাসা হল না । ঝলসে যাওয়া এক নাগরিক আমি ।
তুমি হয়তো নিজেও জানো না তুমি কতোটা শক্তিশালী । তুমি কতো ধারালো । কতটা শাণিত । নিজের অস্তিত্বে চরম ও পরম ভরসা ফিরে পেতে তাই প্রজন্ম চত্বর ডাকছে তোমায়...মৃত্যু যদি ভয় দেখায় তবে যেনে রেখো মৃত্যুর আরও কাপুরুষিত উপায় আছে । সেগুলো তোমায় ক্ষমা করবে না । দুর্ঘটনা তোমায় ঘটিতব্যের শোধ উঠাবে । প্রজন্ম চত্বর তোমায় দুর্ঘটনা উৎরিয়ে মুক্তির সকালে রক্তিম সূর্যোদয় ঘটাবে !!
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩
বিপুল কুমার বিশ্বাস বলেছেন: জেগেছে বাংলাদেশ, জেগেছে তরুন, জেগেছে ব্লগার সমাজ এখনই সময় যার যা কিছু পাওনা মিটিয়ে দেওয়ার ও নেওয়ার ।
ব্লগার - আমি মিশির আল বলেছেন
রাজাকারের ফাঁসির দাবীতে উত্তাল এখন দেশ আমার সবার এ হয়তবা মন চলে যাচ্ছে শাহাবাগ মোড়ে । হয়তো ইছে থাকলেও আমরা অনেকেই যেতে পারছি না । আসুন আমার সবাই রাজাকারের ফাঁসি না হওয়া পর্যন্ত নিজেদের facebook profile pictuer কালো করে দেই ।
রাজাকারের ফাঁসির দাবিতে আমরা কি পারি না আমাদের প্রোফাইল ছবিটা কালো করে দিতে?
এটাই হোক আমাদের একটি প্রতিবাদ মাধ্যম.........।
ব্লগার - রক্তাক্ত আমি বলেছেন
প্রজন্ম চত্বর(Gen. Square) : সময়ের আহ্বান !!
তুমি হয়তো নিজেও জানো না তুমি কতোটা শক্তিশালী । তুমি কতো ধারালো । কতটা শাণিত । নিজের অস্তিত্বে চরম ও পরম ভরসা ফিরে পেতে তাই প্রজন্ম চত্বর ডাকছে তোমায়...মৃত্যু যদি ভয় দেখায় তবে যেনে রেখো মৃত্যুর আরও কাপুরুষিত উপায় আছে । সেগুলো তোমায় ক্ষমা করবে না । দুর্ঘটনা তোমায় ঘটিতব্যের শোধ উঠাবে । প্রজন্ম চত্বর তোমায় দুর্ঘটনা উৎরিয়ে মুক্তির সকালে রক্তিম সূর্যোদয় ঘটাবে !!
ব্লগার- মাহমুদুল হাসান ( সুমন ) বলেছেন
বুধবার সন্ধ্যায় হাজারো মানুষের সমাবেশ থেকে শুক্রবার মহাসমাবেশের ডাক দেয়া হয়েছে। মহাসমাবেশের আহ্বান জানিয়েছেন সমাবেশ শুরুর উদ্যোক্তাদের অন্যতম ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের মাহমুদুর হক মুন্সি।
ভাই লেখাটা আমার ব্রাউজার থেকে পাবলিশ করতে পারছি না । আপনারা পাবলিশ করে সাহায্য করেন । দেশের স্বার্থে ।
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৫
খুব সাধারন একজন বলেছেন: বিলোপ বিলোপ বিলোপ চাই,
জাশি রাজাকারের বিলোপ চাই।