নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিনের কোন শেষ নেই । এ এক অনন্ত ধারা....।

রক্তাক্ত-আমি

খুব বাজে স্বভাবের স্বর্থপর একটা বদ্ধ পাগল মানুষ আমি ! আমাতে কারো সুখ খুঁজতে নেই ! অনেক ইচ্ছা হয় ভালবাসবার, কিন্তু ভয় হয় মর্যাদা রক্ষার, তাই ভালবাসার সাথে আমার আঁড়ি, মাঝে মাঝে ভালবাসা আমাকে ধিক্কার দেয়, আমি প্রতিবাদ করতে পারিনা, মুখ বুজে মাথা নুইয়ে শুধু সয়ে যাই । অবাক বিস্ময়ে তাকিয়ে থাকি সৌন্দর্যে, একটু পরেই ঘোর কাটে, বুঝি সে আমার নয় ! এভাবেই কেটে যায় আমার না পাবার রিক্ত হস্ত জাগরিত প্রহরগুলো, আর দিবা - সে তো নিশির অপেক্ষার ব্যস্ততায় ! তাই অতৃপ্তির কষাঘাতকে অমরলোকীয় মেনে ভেতর থেকে কেউ বলে ওঠে - এই বেশ ভাল আছি ! জানি ভাল থাকতে নেই, ভাল মানুষ ভাল থাকেনা, নিজেকে ভাল বলে কখনো মনেও করিনা । শত বিপত্তির মাঝেও এই একটা সান্তনামূলক বাণীর গর্ভেই সন্তুষ্টি খুঁজে পাই । বার বার বাহুল্য দোষে দুষ্ট আমি, তাই বর্জনীয়, ঘৃণ্য, আর ভাগ্যের কাছে তো বার বারই অপদস্ত, নিগৃহিত, বিতাড়িত । খুব আশাবাদী, ওটাই বারবার সঞ্জীবণী শক্তি জুগিয়ে বাঁচিয়ে রেখেছে আমায় । বুঝেছি ভালবাসা না দিলে ভালবাসা পাওয়া যায় না, তাই তো এ জীবনে আর ভালবাসা হল না । ঝলসে যাওয়া এক নাগরিক আমি ।

রক্তাক্ত-আমি › বিস্তারিত পোস্টঃ

আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস //

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৯





আগামীকাল বেলা ৩ টার সময় ঢাকার বুকে মহাপ্রলয়ের সমূহ সম্ভাবনা রয়েছে । দেশের প্রত্যন্ত এলাকা পর্যন্ত ৯ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে । প্রলয়টি দেশের চতুর্দিক থেকে ধেয়ে এসে প্রজন্ম চত্বরে মিলিত হবে বলে জানানো যাচ্ছে । এসময় নিজের ভালোর জন্য সবাইকে ঘর থেকে বাইরে এসে রাস্তা ও খোলা জায়গায় অবস্থান নিতে বলা হচ্ছে । ছাগু সম্প্রদায়কে দুর্যোগ পরবর্তী ক্ষয়-ক্ষতি থেকে উত্তরণের জন্য পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে বলা হচ্ছে এবং অবিরত ইয়া নাফসি পাঠ করার পরামর্শ দেওয়া গেলো । বিষয়টি অতিব গুরুত্বপূর্ণ !!

মন্তব্য ২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৩

হাবিব০৪২০০২ বলেছেন: সকল রাজাকারের ফাসি চাই তবে এ দায়িত্বটা বিচারপতিদের উপর ছেড়ে দেই আর মুক্তিযোদ্ধা , শহীদ পরিবার তথা সাক্ষীদের উৎসাহিত করি তারা যেন আদালতে গিয়ে সাক্ষী দেন।

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৫

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.