![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব বাজে স্বভাবের স্বর্থপর একটা বদ্ধ পাগল মানুষ আমি ! আমাতে কারো সুখ খুঁজতে নেই ! অনেক ইচ্ছা হয় ভালবাসবার, কিন্তু ভয় হয় মর্যাদা রক্ষার, তাই ভালবাসার সাথে আমার আঁড়ি, মাঝে মাঝে ভালবাসা আমাকে ধিক্কার দেয়, আমি প্রতিবাদ করতে পারিনা, মুখ বুজে মাথা নুইয়ে শুধু সয়ে যাই । অবাক বিস্ময়ে তাকিয়ে থাকি সৌন্দর্যে, একটু পরেই ঘোর কাটে, বুঝি সে আমার নয় ! এভাবেই কেটে যায় আমার না পাবার রিক্ত হস্ত জাগরিত প্রহরগুলো, আর দিবা - সে তো নিশির অপেক্ষার ব্যস্ততায় ! তাই অতৃপ্তির কষাঘাতকে অমরলোকীয় মেনে ভেতর থেকে কেউ বলে ওঠে - এই বেশ ভাল আছি ! জানি ভাল থাকতে নেই, ভাল মানুষ ভাল থাকেনা, নিজেকে ভাল বলে কখনো মনেও করিনা । শত বিপত্তির মাঝেও এই একটা সান্তনামূলক বাণীর গর্ভেই সন্তুষ্টি খুঁজে পাই । বার বার বাহুল্য দোষে দুষ্ট আমি, তাই বর্জনীয়, ঘৃণ্য, আর ভাগ্যের কাছে তো বার বারই অপদস্ত, নিগৃহিত, বিতাড়িত । খুব আশাবাদী, ওটাই বারবার সঞ্জীবণী শক্তি জুগিয়ে বাঁচিয়ে রেখেছে আমায় । বুঝেছি ভালবাসা না দিলে ভালবাসা পাওয়া যায় না, তাই তো এ জীবনে আর ভালবাসা হল না । ঝলসে যাওয়া এক নাগরিক আমি ।
আমাদের বর্জনের তালিকায় থাকবে :
১ । দিগন্ত টেলিভিশন
২ । ইসলামিক টেলিভিশন
৩ । নয়া দিগন্ত (পত্রিকা)
৪ । আমার দেশ (পত্রিকা)
৫ । সংগ্রাম (পত্রিকা)
৬ । ইসলামিক ব্যাংক
৭ । রেটিনা কোচিং
৮ । ফোকাস কোচিং
৯ । কংক্রিট কোচিং
১০ । ইবনে সিনা
১১ । এহসান পরিবহন
*আরও কিছু নাম বলুন*
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৭
এ জাফর বলেছেন: এগুলো বর্জন করলে আপনাদের ৫০% লোকই বেকার হয়ে যাবে। বর্জন না করে পারলে এগুলোর সমান্তরালে কিছু প্রতিষ্ঠান গড়ে দেখান। তাতে দুটো লাভ হবে।
১. আপনাদের পছন্দের লোকজনের চাকুরীর ব্যবস্থা হবে।
২. সাধারন মানুষ আপনাদের সেবা নিয়ে ধন্য হবে।
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০১
আশমএরশাদ বলেছেন: সুপার স্টার বাল্ব।
মিশন গ্রুপ।
ফুল কুড়ি,
সাইমুম শিল্পী গোষ্টি
আল মাহমুদ
পিয়াস করিম
বাংলা ভিশন ও মাঝে মাঝে।
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০২
নন্দনপুরী বলেছেন: ইনসাআল্লাহ বর্জন করব......................
৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৩
এ জাফর বলেছেন: পালা গান ভালো কাজ করেছেন। ওদের ব্যাংকে রাখলে যে কোন সময় হলমার্কের মত টাকা লোপাট হয়ে যাবে। ইসলামী ব্যাংক অন্তত এ কাজ করবে না । সে জন্যই আওয়ামী লীগের অনেক বাঘা বাঘা নেতা ইসলামী ব্যাংকের সাথে ব্যবসা করে যাচ্ছেন।
৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৪
মৃন্ময় বলেছেন: popular life insurence company...
৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১১
েমাঃ রফিকুল ইসলাম বলেছেন: আমার মনে হয় দেশের জন্য ক্ষতি বয়ে আনবে সব কিছুই বর্জন করা উচিত, শুধু এমন কিছু প্রতিষ্ঠান নয় ।
৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৫
বাংলার অপরূপ বলেছেন: এ জাফর@ সহমত
৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৭
রক্তাক্ত-আমি বলেছেন: updated post on this topic Click This Link
১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৪
রোদেলা দুপুর বলেছেন: পাকিস্তান ক্রিকেট টীম। পাকিস্তান ক্রিকেট টীম। পাকিস্তান ক্রিকেট টীম। পাকিস্তান ক্রিকেট টীম। পাকিস্তান ক্রিকেট টীম। পাকিস্তান ক্রিকেট টীম। পাকিস্তান ক্রিকেট টীম। পাকিস্তান ক্রিকেট টীম। পাকিস্তান ক্রিকেট টীম। যে পাকিস্তানীরা জামাতেরও বাপ তাদের কে সহ বর্জন করা হোক।
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৭
পালা গান বলেছেন: মার্কেন্টাইল ব্যাংকে আমার ৪ লাখ টাকার একটা FDR ছিল। টাকাটা উঠাইয়া ইসলামী ব্যংকে জমা রাখছি।