নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিনের কোন শেষ নেই । এ এক অনন্ত ধারা....।

রক্তাক্ত-আমি

খুব বাজে স্বভাবের স্বর্থপর একটা বদ্ধ পাগল মানুষ আমি ! আমাতে কারো সুখ খুঁজতে নেই ! অনেক ইচ্ছা হয় ভালবাসবার, কিন্তু ভয় হয় মর্যাদা রক্ষার, তাই ভালবাসার সাথে আমার আঁড়ি, মাঝে মাঝে ভালবাসা আমাকে ধিক্কার দেয়, আমি প্রতিবাদ করতে পারিনা, মুখ বুজে মাথা নুইয়ে শুধু সয়ে যাই । অবাক বিস্ময়ে তাকিয়ে থাকি সৌন্দর্যে, একটু পরেই ঘোর কাটে, বুঝি সে আমার নয় ! এভাবেই কেটে যায় আমার না পাবার রিক্ত হস্ত জাগরিত প্রহরগুলো, আর দিবা - সে তো নিশির অপেক্ষার ব্যস্ততায় ! তাই অতৃপ্তির কষাঘাতকে অমরলোকীয় মেনে ভেতর থেকে কেউ বলে ওঠে - এই বেশ ভাল আছি ! জানি ভাল থাকতে নেই, ভাল মানুষ ভাল থাকেনা, নিজেকে ভাল বলে কখনো মনেও করিনা । শত বিপত্তির মাঝেও এই একটা সান্তনামূলক বাণীর গর্ভেই সন্তুষ্টি খুঁজে পাই । বার বার বাহুল্য দোষে দুষ্ট আমি, তাই বর্জনীয়, ঘৃণ্য, আর ভাগ্যের কাছে তো বার বারই অপদস্ত, নিগৃহিত, বিতাড়িত । খুব আশাবাদী, ওটাই বারবার সঞ্জীবণী শক্তি জুগিয়ে বাঁচিয়ে রেখেছে আমায় । বুঝেছি ভালবাসা না দিলে ভালবাসা পাওয়া যায় না, তাই তো এ জীবনে আর ভালবাসা হল না । ঝলসে যাওয়া এক নাগরিক আমি ।

রক্তাক্ত-আমি › বিস্তারিত পোস্টঃ

আমাদের বর্জনের তালিকায় থাকবে : (updating on...)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৪

আমাদের বর্জনের তালিকায় থাকবে :

১ । দিগন্ত টেলিভিশন

২ । ইসলামিক টেলিভিশন

৩ । নয়া দিগন্ত (পত্রিকা)

৪ । আমার দেশ (পত্রিকা)

৫ । সংগ্রাম (পত্রিকা)

৬ । ইসলামিক ব্যাংক

৭ । রেটিনা কোচিং

৮ । ফোকাস কোচিং

৯ । কংক্রিট কোচিং

১০ । কনসেপ্ট কোচিং

১১ । এক্সিলেন্ট কোচিং

১২ । ইবনে সিনা ট্রাস্ট

১৩ । এহসান পরিবহন

১৪ । চট্টগ্রামের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি

১৫ । মানারত বিশ্ববিদ্যালয়

১৬ । বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়

১৭ । নর্দান ইউনিভার্সিটি (আংশিক)

১৮ । ইষ্টার্ণ ইউনিভার্সিটি (আংশিক)

১৯ । মীর কাশেম আলরি কেয়ারি গ্রুপ (রিয়েল স্টেট)

২০ । মীর কাশেম আলরি কেয়ারি গ্রুপ (রিয়েল স্টেট)

২১ । মেট্রো শপিং সেন্টার

২২ । ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টম্যান্ট লিমিটেড

২৩ । ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কো. লি.

২৪ । ইসলামী ইন্সুরেন্স কো. লি.

২৫ । ইসলামী ব্যাংক হাসপাতাল

২৬ । গ্রীন লাইন পরিবহন (নিশ্চিত নই)

২৭ । সিলেটের আল-হামরা মার্কেট

২৮ । হামাদান রেস্টুরেন্ট

২৯ । দুলদুল পরিবহন

৩০ । অনাবিল পরিবহন

৩১ । ছালছাবিল পরিবহন

৩২ । এশিয়ান ইউনিভার্সিটি

৩৩ । কিশোর কণ্ঠ প্রকাশনী

৩৪ । প্রফেসরস গাইড

৩৫ । তাকাফুল ইসলামী লাইফ ইন্সুরেন্স

৩৬ । বায়োফার্মা ল্যাবোরেটরীজ লিমিটেড

৩৭ । বিডি ফুড

৩৮ । নতুন বার্তা (নিশ্চিত নই)

৩৯ ।আধুনিক প্রকাশনী

৪০ । স্পন্দন অডিও ভিজু্য়াল সেন্টার

৪১ । পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড

৪২ । আল হামরা পরিবহন

৪৩ । দারুল ইহসান ইউনিভার্সিটি

*আরও কিছু নাম বলুন*

মন্তব্য ৪৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬

মৃন্ময় বলেছেন: popular life insurence company

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৭

রক্তাক্ত-আমি বলেছেন: ধন্যবাদ

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৭

হা বলেছেন: বিডি ফুড
নতুন বার্তা
মিশন গ্রুপ
আধুনিক প্রকাশনী
স্পন্দন অডিও ভিজু্য়াল সেন্টার

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২২

রক্তাক্ত-আমি বলেছেন: updated

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৮

স্পাইসিস্পাই001 বলেছেন: হিমম মনে থাকবে......

এখন থেকে সবাইকে এইসব এড়িয়ে চলতে হবে....।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৩

রক্তাক্ত-আমি বলেছেন: অন্যদের জানান

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২২

পালা গান বলেছেন: তোমাদের বর্জনের তালিকায় বাংলাদেশ, গ্রহনের তালিকায় ভারত মাতা।

বাংলাদেশ জিন্দাবাদ, ভারতীয় দালাল নিপাত যাক।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৩

রক্তাক্ত-আমি বলেছেন: ভালো বলছেন । জবাব আড়াই হাতে দেবো ।।

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২২

দায়িত্ববান নাগরিক বলেছেন: আপডেট করুন। দরকারী লিস্ট। প্রিয়তে নিলাম।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৩

রক্তাক্ত-আমি বলেছেন: চলছে । ধন্যবাদ ।

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৩

দায়িত্ববান নাগরিক বলেছেন: পালাগান ছাগুটা খোয়ার থাইকা আবার ছাড়া পাইছে!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৪

রক্তাক্ত-আমি বলেছেন: তাইতো দেখছি । ওদের সাথে তর্ক করা মানে মূল বিষয় থেকে স্খলিত হয়ে পড়া । থাক...

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৬

টয় বয় বলেছেন: আমার দেশ পত্রিকা বর্জন কেন? আওয়ামী লুট-পাট-খুন-ধর্সন আর ভারতের দালালদের বিরুদ্বে লিখে সেই জন্য??

আমার দেশ পত্রিকা না থাকলে হাসিনা আর আম্লীগের চুরি আর লুট-পাটের খবর জানবো কার কাছে??

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০

রক্তাক্ত-আমি বলেছেন: শাহবাগের আন্দোলন নিয়ে যেসব খবর প্রচার করছে সেগুলো দেখেন নি বোধ হয় ।।

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩২

টয় বয় বলেছেন: মিছা লিখছে??

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৮

রক্তাক্ত-আমি বলেছেন: শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি : গৃহযুদ্ধের উসকানি বক্তাদের গণমাধ্যমের বিরুদ্ধে বিষোদ্গার
Click This Link

৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৩

েজােজা13 বলেছেন: পালা গান........টয় বয় .......stik ki pison diya beshi jore dhuktase??

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪২

রক্তাক্ত-আমি বলেছেন: speed কমাতে হলে বলিও । বাড়ায় দিব ।

১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৫

অমৃত সুধা বলেছেন: বার্তা ২৪ জামাতী হতে পারে তবে ‘নতুন বার্তা’ জামাতী কিনা বলার আগে জেনে নেয়া ভাল। আমি এখানে কাজ করছি বলে এমনটা বলছি তা নয়। প্রমান করতে পারলে আমি এখানকার কাজ ছেড়ে দেব।

এখানে কাজ শুরু করার আগে আমিও জানতাম এটা জামাতী কোন প্রতিষ্ঠানের। সাংবাদিকতায় পড়ালেখা, কোথাও কাজ করতে তো হবেই, এই সুবাদে এখান থেকে যাত্রা শুরু। পরে মালিকপক্ষর বিষয়ে ভালভাবে জানতে পেরেছি।

শুধু জেনে নেয়ার জন্যই বলছি, বিবিসির প্রাক্তন সংবাদকর্মী, জাতিসংঘ এবং বাংলাদেশ আর্মির কয়েকজন উর্ধতন অফিসারের যৌথ প্রয়াসে আমাদের অনলাইন পত্রিকা। কাজ করার সুবাদেই এসব জেনেছি। ..


সামাজিক সাইটে ইচ্ছে করলেই কারো বদনাম করা যায়, কিন্তু তা করার আগে জেনে বলাটাই ভাল। ধন্যবাদ। আপনার মন্তব্যের অপেক্ষায়। .

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৫

রক্তাক্ত-আমি বলেছেন: ভাই, এটা আসলে সম্মিলিত পোস্ট । updated !!

১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৫

দূর্ভাষী বলেছেন: ঢাকা গাইবান্ধা/রংপুর রুটের আল হামরা পরিবহন

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৫

রক্তাক্ত-আমি বলেছেন: updated

১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৯

রোদেলা দুপুর বলেছেন: পাকিস্তান ক্রিকেট টীম। পাকিস্তান ক্রিকেট টীম। পাকিস্তান ক্রিকেট টীম। পাকিস্তান ক্রিকেট টীম। পাকিস্তান ক্রিকেট টীম। পাকিস্তান ক্রিকেট টীম।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৬

রক্তাক্ত-আমি বলেছেন: আসলটাই তো বাদ পড়ে যাচ্ছে ।।

১৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪০

পাইকারী বলেছেন: দারুল ইহসান ইউনিভার্সিটি কি জামায়েতের না ??

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৯

রক্তাক্ত-আমি বলেছেন: updated

১৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৪

আজিজ বাংলাদেশী বলেছেন: শুধু আপডেট পেলেই হবে না। দরকার বর্জন। দ্রুত বজর্ন করুন এই সব প্রতিষ্ঠানগুলোকে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০১

রক্তাক্ত-আমি বলেছেন: ঠিক তাই...

১৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৪

পাহাড়ী নদী বলেছেন: চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল।

ন্যাশনাল হাসপাতাল, চট্টগ্রাম।

ইবনে সিনা ফারমাসিউটিক্যাল।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৮

রক্তাক্ত-আমি বলেছেন: updated

১৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫০

আই ঠগ বলেছেন: কনকড টাওয়ার মনে হয় জামাতের ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৯

রক্তাক্ত-আমি বলেছেন: নিশ্চিত হয়ে kindly জানান...

১৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫২

শহিদুল বলেছেন: দরকারী পোষ্ট

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৭

রক্তাক্ত-আমি বলেছেন: ধন্যবাদ !! এ সংগ্রামে সঙ্গে আছি ।।

১৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৫

টুনা বলেছেন: প্রিয়তে রাখলাম। কাজে দেবে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৮

রক্তাক্ত-আমি বলেছেন: কাজে লাগান । ধন্যবাদ ।।

১৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৫

আহসান২০২০ বলেছেন: খাইছেরে। এতো সব প্রতিষ্ঠান জামাতের!!! বর্জন করলে তো না বাংলাদেশই অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে আরো অনেকভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাবে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০১

রক্তাক্ত-আমি বলেছেন: সুক্ষ্মভাবে পক্ষ নিলেন বোধ হয় ?? অর্জন করলে শুধু পক্ষ না, সবই ঘাতগ্রস্থ হবে !!

২০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৯

মুহাই বলেছেন: একটার সাথেও সম্পর্ক নাই ।আচ্ছা প্রফেসরস কোনটা ?প্রফেসরস প্রকাশন নাকি?

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১১

রক্তাক্ত-আমি বলেছেন: প্রফেসর'স, প্রফেসর'স প্রকাশনী, প্রফেসর'স গাইড !!

২১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১১

শিপু ভাই বলেছেন:
ইসলামি টিভি জামাতিদের নয়!!!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭

রক্তাক্ত-আমি বলেছেন: রাজাকারদের !!

২২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭

লিন্‌কিন পার্ক বলেছেন:

আপডেট চলুক !!

জয় বাংলা !!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৮

রক্তাক্ত-আমি বলেছেন: জয় বাংলা !!

২৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৩

রাকা ও আমি বলেছেন: ২ । ইসলামিক টেলিভিশন


হলো খালেদার ভাই মরহুম সাইদ ইস্কান্দারের। এটার সাথে জামাতের কোন সম্পর্ক নাই।

২৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫০

ভেজাল মানুষ বলেছেন: কিছু লিখা পড়তে পারছি না ...ফ্রন্টে সমস্যা হচ্ছে

২৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০১

হা বলেছেন: @অমৃত সুধা : নতুনবার্তা'র সম্পাদক সরদার ফরিদ সম্পর্কে খোজ নেন, আপনার ধারণায় পরিবর্তন আসবে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.