![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব বাজে স্বভাবের স্বর্থপর একটা বদ্ধ পাগল মানুষ আমি ! আমাতে কারো সুখ খুঁজতে নেই ! অনেক ইচ্ছা হয় ভালবাসবার, কিন্তু ভয় হয় মর্যাদা রক্ষার, তাই ভালবাসার সাথে আমার আঁড়ি, মাঝে মাঝে ভালবাসা আমাকে ধিক্কার দেয়, আমি প্রতিবাদ করতে পারিনা, মুখ বুজে মাথা নুইয়ে শুধু সয়ে যাই । অবাক বিস্ময়ে তাকিয়ে থাকি সৌন্দর্যে, একটু পরেই ঘোর কাটে, বুঝি সে আমার নয় ! এভাবেই কেটে যায় আমার না পাবার রিক্ত হস্ত জাগরিত প্রহরগুলো, আর দিবা - সে তো নিশির অপেক্ষার ব্যস্ততায় ! তাই অতৃপ্তির কষাঘাতকে অমরলোকীয় মেনে ভেতর থেকে কেউ বলে ওঠে - এই বেশ ভাল আছি ! জানি ভাল থাকতে নেই, ভাল মানুষ ভাল থাকেনা, নিজেকে ভাল বলে কখনো মনেও করিনা । শত বিপত্তির মাঝেও এই একটা সান্তনামূলক বাণীর গর্ভেই সন্তুষ্টি খুঁজে পাই । বার বার বাহুল্য দোষে দুষ্ট আমি, তাই বর্জনীয়, ঘৃণ্য, আর ভাগ্যের কাছে তো বার বারই অপদস্ত, নিগৃহিত, বিতাড়িত । খুব আশাবাদী, ওটাই বারবার সঞ্জীবণী শক্তি জুগিয়ে বাঁচিয়ে রেখেছে আমায় । বুঝেছি ভালবাসা না দিলে ভালবাসা পাওয়া যায় না, তাই তো এ জীবনে আর ভালবাসা হল না । ঝলসে যাওয়া এক নাগরিক আমি ।
প্রিয় টেকবিদরা,
আজ বাংলালিংকে ১ জিবি নিলাম। যথারীতি জিপি মোডেমে ঢুকিয়ে লাগিয়ে দিলাম পিসিতে। *৯৯***১# ডায়াল করে কানেক্ট। ওয়াও!!
আপলোড স্পীড তো ৫০এমবিপিএস এর নিজে নামেই না। মুহূর্তেই ১০-১৫-২০এমবি ইউজড।
কিন্তু সমস্যাটা যেখানে - আমি কোথাও স্বাভাবিক স্পীডে ঢুকতে পারছি না। ফেসবুকে লোড নিতে হয়ত সারাদিন সময় লাগবে। লোড নিয়েই যাচ্ছে...নিয়েই যাচ্ছে...কিন্তু ফুললি লোড আর হচ্ছে না।
অথচ আমার ডাটা মনের হরষে ফুরোচ্ছে।
এখন আমার কী করার আছে...বা আদৌ কিছু করার আছে কিনা...জানতে চাই...!!
কেউ একটু হেল্পান...
২| ১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৬
তেপান্তরের পথিক বলেছেন: Upload speed 50 mbps..!!!!!...মাথা ঠিক আছে???
©somewhere in net ltd.
১|
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ২:২৪
ভার্চুয়াল সেলেব্রেটি বলেছেন: আমি শুনেছি বাংলালিংকের ইন্টারনেট স্পীডের অবস্থা অনেক অনেক খারাপ।