নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিনের কোন শেষ নেই । এ এক অনন্ত ধারা....।

রক্তাক্ত-আমি

খুব বাজে স্বভাবের স্বর্থপর একটা বদ্ধ পাগল মানুষ আমি ! আমাতে কারো সুখ খুঁজতে নেই ! অনেক ইচ্ছা হয় ভালবাসবার, কিন্তু ভয় হয় মর্যাদা রক্ষার, তাই ভালবাসার সাথে আমার আঁড়ি, মাঝে মাঝে ভালবাসা আমাকে ধিক্কার দেয়, আমি প্রতিবাদ করতে পারিনা, মুখ বুজে মাথা নুইয়ে শুধু সয়ে যাই । অবাক বিস্ময়ে তাকিয়ে থাকি সৌন্দর্যে, একটু পরেই ঘোর কাটে, বুঝি সে আমার নয় ! এভাবেই কেটে যায় আমার না পাবার রিক্ত হস্ত জাগরিত প্রহরগুলো, আর দিবা - সে তো নিশির অপেক্ষার ব্যস্ততায় ! তাই অতৃপ্তির কষাঘাতকে অমরলোকীয় মেনে ভেতর থেকে কেউ বলে ওঠে - এই বেশ ভাল আছি ! জানি ভাল থাকতে নেই, ভাল মানুষ ভাল থাকেনা, নিজেকে ভাল বলে কখনো মনেও করিনা । শত বিপত্তির মাঝেও এই একটা সান্তনামূলক বাণীর গর্ভেই সন্তুষ্টি খুঁজে পাই । বার বার বাহুল্য দোষে দুষ্ট আমি, তাই বর্জনীয়, ঘৃণ্য, আর ভাগ্যের কাছে তো বার বারই অপদস্ত, নিগৃহিত, বিতাড়িত । খুব আশাবাদী, ওটাই বারবার সঞ্জীবণী শক্তি জুগিয়ে বাঁচিয়ে রেখেছে আমায় । বুঝেছি ভালবাসা না দিলে ভালবাসা পাওয়া যায় না, তাই তো এ জীবনে আর ভালবাসা হল না । ঝলসে যাওয়া এক নাগরিক আমি ।

রক্তাক্ত-আমি › বিস্তারিত পোস্টঃ

বঙ্গবন্ধু একজন 'ফেরাউন'...

৩০ শে জুন, ২০১৪ বিকাল ৪:৫২

আপনি জানেন কি ??



কাদের মোল্লার ফাঁসির ঘটনাটি ‘অবৈধ...



জাতির জনক বঙ্গবন্ধু ছিলেন ‘ফেরাউন...



১৫ আগস্টের ঘটনাটি একটি ‘স্বদেশপ্রেমের প্রতিচ্ছবি'...



বর্তমান প্রধানমন্ত্রী একজন 'নাস্তিক'...



কথাগুলো বলেছেন নর্দার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের একজন শিক্ষক, রাজিব হাসানাত শাকিল। আর তার কথার প্রতিবাদ করায় ছাত্রত্ব বাতিল হয়েছে মো. নাঈম নামের একজন শিক্ষার্থীর। কিন্তু আসল সমস্যা হচ্ছে আমরা স্বাধীন দেশে থেকেও, স্বাধীনতার পক্ষের হয়েও এসব সহ্য করতে হবে। কারণ নিছক সুশীলতা।



শাকিলের মত কুত্তা দেশের আনাচে-কানাচে অগণিত ভাগাড়ে আর নর্দমায়। জামায়াতে ইসলাম আর শিবিরের মত একটি বৃহত্তর সংঘটন এই দেশেরই জল খেয়ে সেই শুরুর আগে থেকেই বিরুদ্ধাচরণ করে আসছে। সেসব সয়ে গেছে। এখন আর সেভাবে পোড়ায় না আমাদের।



কিন্তু ভরা ক্লাসে এভাবে খুব বেশি এদেশে হয় কিনা আমার জানা নেই। শাকিল নামের পতিতার সন্তানটি কীভাবে ভরা ক্লাসে এভাবে বলার সাহস পায় সেটা চিন্তার বিষয়। অবশ্য তৎপরবর্তী প্রশাসনের ঘটনাটিই আমাদের পরিস্কার করে দেয় পেছনের শক্তি কারা !!



নিশ্চয় শুধুমাত্র এক শাকিলের জন্য ছাত্রত্ব বাতিল করা যায়নি। সেখানে প্রশাসনিকভাবে বিষয়টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নর্দার্নের মতন একটি বৃহত্তর প্রতিষ্ঠান এমন দুঃসাহস দেখাবার সাপোর্ট পায় কোথা থেকে ?? একটি ভার্সিটি দেশের, জাতির বিবেক তৈরির কারখানা। সেখানে বিবেককে বিসর্জন দেওয়ার ইন্ধন জোগানো হয়।



একটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কীভাবে এমন ঔদার্য প্রকাশ করবার সাহস কোথায় পায় সেটা নিশ্চয় সরকার দেখবে। আর ছাত্রটির ছাত্রত্ব ফিরিয়ে দিয়ে প্রশাসন আর শাকিল খানকির পোলাটার মুখে মোক্ষম চপেটাঘাত ফেরত দেওয়ার দাবী জানাচ্ছি ।

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৪ বিকাল ৫:১৬

মুদ্‌দাকির বলেছেন: শিক্ষকের প্রথম তিনিটা কথার সাথে দেশের কোটি কোটি মানুষ একমত হবেন!! তবে কথা গুলো এভাবে প্রকাশ্যে না বলাই ভালো। কারন অনেকেই এগুলো এখনও বুঝেন না !! তবে শেষ কথাটি অতি-কথন!!!!

৩০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

রক্তাক্ত-আমি বলেছেন: একমত হবেন সেটা আমিও জানি, এবং এটাই আমাদের বড় দুর্ভাগ্য।

২| ৩০ শে জুন, ২০১৪ বিকাল ৫:১৮

মুদ্‌দাকির বলেছেন: আর শিরোনামের বঙ্গবন্ধু বানান টা ঠিক করে দেন !! নইলে গুম =p~ =p~ =p~

৩০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

রক্তাক্ত-আমি বলেছেন: :পি

৩| ৩০ শে জুন, ২০১৪ বিকাল ৫:৩০

শাহ আজিজ বলেছেন: সাম্প্রতিক সময়ে বিহারীদের প্রতি সরকারের মমত্ববোধ আর চেয়ার খোয়ানো বিরোধী নেত্রীর মহব্বতের প্রতিফলন।

৩০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

রক্তাক্ত-আমি বলেছেন: যেন আমরাই পথ খুলে দিচ্ছি। :-/

৪| ৩০ শে জুন, ২০১৪ বিকাল ৫:৩৮

হেডস্যার বলেছেন:
এইটা নিয়া যেভাবে আলোচনা চলছে তাতে এই ব্যাটার কপালে দুর্গতি আছে।

৩০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:০৯

রক্তাক্ত-আমি বলেছেন: এবং দুর্গতি হওয়াটাই উচিৎ। :)

৫| ৩০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:২৪

মুক্তকণ্ঠ বলেছেন: ওস্তাদ, ভার্সিটির নাম নর্দার্ন ইউনিভার্সিটি। ইহা ছাগুদের হাগুমুতু করার জায়গা।

৬| ৩০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

শেখ আজিজুর রহমান বলেছেন: প্রথম কথা হল....কাদের মোল্লার ফাঁসির ঘটনাটি ‘অবৈধ...আমার মতে ঠিকইত আছে, কারন এত অপরাধের জন্য একবার ফাসি, এটা কেমন কথা। শিয়াল সাহেবের মতে তাকে কয়েক বার ফাসি দেয়ার দরকার ছিল...তাহলে ফাসিটি বৈধ হত......

২য় কথা হল....বঙ্গবন্ধু ছিলেন ‘ফেরাউন...তাও ঠিক আছে, মিসরের রাজাদেরকে ফেরাউন বলা হত আর শেখ সাহেব ত বাংলাদেশের রাজারমতই ছিল তাই তাকেও ফেরাউন বলা যায়..।

১৫ তারিখ কে কি কাজ করে কি হয়ে গেছে অথবা কে নাস্তিক হয়ে গেছে সেটা আমার দেখার বিষয়না তবে মজিব সাহেব ও হাসিনা দিদি আমার শেখ বংশের ১২টা বাজিয়ে দিয়েছেন

৭| ৩০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

জহিরুলহকবাপি বলেছেন: এত অপরাধের জন্য একবার ফাসি, এটা কেমন কথ?

৮| ০১ লা জুলাই, ২০১৪ সকাল ১০:০১

শফিক আলম বলেছেন: আমরা রগড় করতে খুব পছন্দ করি। ভাল খাবার পাতে পেয়ে না খেয়ে আমরা পচিয়ে ফেলেছি। আর এখন পচাটাই গো-গ্রাসে গিলছি।

৯| ০১ লা জুলাই, ২০১৪ সকাল ১০:২২

ডার্ক ম্যান বলেছেন: ঐ বেওয়ারিশ কুত্তার একখানা ছবি দেখতে মন চাই। তার সম্পূর্ণ পরিচয় যদি দিতেন, তাহলে হারামজাদারে একটা শিক্ষা দিতাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.