নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহমদ-মুসা

একজন সাদামাটা বাঙ্গালী

আহমদ-মুসা › বিস্তারিত পোস্টঃ

আর মাত্র ৫ দিন : রাষ্ট্রনায়কদেরও মেলা বসবে বিশ্বকাপে

০৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭



বিশ্বকাপ বিশ্বসেরা ফুটবলারদের মেলা। শুধু কি তাই! ফুটবলের বাইরের অন্যান্য কত রথী-মহারথীর পা পড়বে এবার ব্রাজিলে! কত নায়ক, গায়ক, চিত্রশিল্পী, নানা ভুবনের কত সেলিব্রেটিরাই না উপভোগ করবেন এই ফুটবলযজ্ঞ। ক্ষমতাধর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজনীতিক- তাঁদের কথাই বা বাদ যাচ্ছে কেন। ব্রাজিলের রাষ্ট্রপতির দপ্তর তো এরই মধ্যে ঘোষণা দিয়েছে ১২ জুন উদ্বোধনীতে জাতিসংঘ মহাসচিব বান কি মুনসহ হাজির থাকবেন ১১টি দেশের রাষ্ট্রপ্রধান। উদ্বোধনীতে যাঁরা থাকবেন না তাঁদের অনেকেই আবার ঠিক ঠিক উড়ে আসবেন নিজ দলের খেলার দিন বা গুরুত্বপূর্ণ ম্যাচে।



যেমন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ১৩ জুলাই ফাইনালে থাকবেন বলে নিশ্চিত করেছেন। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলকে দেখা যাবে তার অনেক আগেই। গ্রুপ পর্বেই তিনি দেখবেন জার্মানি-পর্তুগাল ম্যাচ। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ঠিক ওই দিনই ঘানা-যুক্তরাষ্ট্র ম্যাচ দেখবেন নাতালে।







জানা গেছে, এরই এক ফাঁকে ব্রাজিল প্রেসিডেন্ট দিলমা রওসেফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করতে পারেন তাঁরা। রওসেফের দপ্তর এরই মধ্যে অতিথির যে তালিকাটি প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, উদ্বোধনীতে থাকবেন চিলি, বলিভিয়া, উরুগুয়ে, অ্যাঙ্গোলা, সুরিনাম, ঘানা ও ইকুয়েডরের রাষ্ট্রপতি, থাকবেন কাতারের আমির ও ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী; বেলজিয়ামের রাজা ও রানি দেখবেন রাশিয়া-বেলজিয়াম ম্যাচ, হন্ডুরাসের রাষ্ট্রপতি ফ্রান্সের বিপক্ষে তাঁদের ম্যাচটি দেখবেন, নেদারল্যান্ডসের রাজা নেদারল্যান্ডস-অস্ট্রেলিয়া ম্যাচটি দেখবেন পর্তো এলেগ্রেতে, এ ছাড়া মোনাকোর যুবরাজ রিও ডি জেনিরোতে দেখবেন আর্জেন্টিনা-বসনিয়া হার্জেগোভিনা ম্যাচটি।



2014 FIFA World Cup Brazil

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.