![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় সকল ফিলিস্তিনিদের কাছে আপনি একটি ‘চাবি’ দেখতে পাবেন । এটি তাদের ঘড়ের চাবি। যা বর্বর ইসরাইলীরা দখল করে নিয়েছে ।
তারা যেখানেই থাক, যেমন থাক। সবসময় ঐ চাবিটি সাথে বহন করে ।
তারা বলে, “এটি আমার ঘরের চাবি । এটি আমাদের মাতৃভূমির চিন্হ । যখন ফিলিস্তিন স্বাধীন হবে , তখন এই চাবিতেই খুলবে আমাদের ঘর।”
এই চাবি গুলো তারা প্রজন্মের পর প্রজন্ম বহন করে চলেছে। তারা মৃত্যূকালে তাদের বংশধরদের চাবিটি বিশেষ মর্যদায় দিয়ে যান ।
তারা বলেন, “এটি তোমার ঘরের চাবি। তুমি ঠিকানাহনি নও। তোমার দেশ ফিলিস্তিন। আজীবন ওই দেশের জন্যই কাজ করবে ।”
ফিলিস্তিন .....আমার ফিলিস্তিন ......
তোমাকে দেখতে চাই, তোমাকে ভালোবেসে মড়তে চাই .....
১৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩
আহমদ-মুসা বলেছেন: ধন্যবাদ "চিত্ত ভাই ।
২| ১৬ ই জুলাই, ২০১৪ সকাল ১১:১০
"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: আপনার দু-তিন লাইন লেখাই একজন সুস্থ্য মস্তিষ্ক বিশিষ্ট মানুষের আবেগ আনার জন্য যথেষ্ট। ধন্যবাদ সুন্দর একটি পোষ্টের জন্য।
৩| ১৬ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৪৬
হলুদ ফুল বলেছেন: যার যা , তার তা । কেড়ে নিতে পারবে না । ইনশাল্লাহ
১৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩
আহমদ-মুসা বলেছেন: ধন্যবাদ
৪| ১৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৫
দিপ্২৪ বলেছেন: +++
৫| ১৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৫৩
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: শিরোনামে ভিন্ন রকম আন্দাজ হয়েছিলো পোস্টের কলেবর সম্পর্কে...
যাহোক, ভালো...
১৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪
আহমদ-মুসা বলেছেন: ধন্যবাদ
৬| ১৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৫৬
বোকামানুষ বলেছেন: কি কষ্ট নিয়ে এরা বেঁচে আছে
১৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬
আহমদ-মুসা বলেছেন: হুম
৭| ১৬ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪০
মুদ্দাকির বলেছেন: সুন্দর এবং হৃদয়গ্রাহী
১৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪
আহমদ-মুসা বলেছেন: ধন্যবাদ
৮| ১৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২৮
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অল্প কয়েকটা শব্দে অনেক কথা বলে দিলেন।+++
১৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫
আহমদ-মুসা বলেছেন: ধন্যবাদ
৯| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ৮:৪৬
আবু শাকিল বলেছেন: একেই বলে দেশপ্রেম।
১০| ১৭ ই জুলাই, ২০১৪ রাত ২:২৫
িরয়াজ উিদ্দন বলেছেন: হে আল্লাহ ফিলিস্তিনের মুসলিমদের সাহস, ধৈর্য, শক্তি, প্রযুক্তি, শুত্রুর বিরুদ্ধ যুদ্ধ করার মত বীর সেনা দান কর। আবার একজন সালউদ্দিন আউবী পাঠাও। আমীন।
১১| ১৭ ই জুলাই, ২০১৪ রাত ৩:০৬
রাজিব বলেছেন: খুব সুন্দর পোষ্টের জন্য ধন্যবাদ। ফিলিস্তিনিদের জন্য একজন মানুষ হিসেবে অবশ্যই মায়া লাগে এবং খারাপ লাগে এবং যাদের লাগে না তারা মানুষের মধ্যে পরে কিনা আমার সন্দেহ আছে।
তবে এ সঙ্গে এও যোগ করতে চাই যে ফিলিস্তিনিরা নিজেদের মধ্যে হামাস ও ফাতাহ এ দুই ভাগে বিভক্ত। যতদিন না নিজেদের মধ্যে ঐক্য আসবে ততদিন তাদের অবস্থার উন্নতি নিয়ে আমি তেমন আশাবাদী নই।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুলাই, ২০১৪ সকাল ১১:০৬
"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: আপনার দু-তিন লাইন লেখাই একজন সুস্থ্য মস্তিষ্ক বিশিষ্ট মানুষের আবেগ আনার জন্য যথেষ্ট। ধন্যবাদ সুন্দর একটি পোষ্টের জন্য।