নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহমদ-মুসা

একজন সাদামাটা বাঙ্গালী

আহমদ-মুসা › বিস্তারিত পোস্টঃ

বদর দিবশের ছড়া ...

১৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২০

আজ ১৭ ই রমজান । বদর দিবস । ইসলামের প্রথম বিজয় ।



বদর

তপ্ত ঐ রোদ্দুরে,

কারা এলো বদরে ?

দেখ দেখ চেয়ে দেখ,

এত সেই তিনশত তের’রে।



কাফেলার সম্মুখে,

হেলালী নিশানা ।

অংকতে কম তবু,

প্রশারিত দৃষ্টির সীমানা।



আলীও হামজা,

আছে ঐ সারীতে।

শপথের আলোকে,

আলোকিত মন যে।



মুয়াজ-মায়াজ আছে,

ঐ সে কাফেলায়।

জাহেলের খুন ছাড়া,

ফিরবেনা মদিনায়।



সূর্যের আলো ছটা,

ঐ মাঝ আকাশে।

যুদ্ধের দামামা,

ভেসে উঠে বাতাসে।



উৎবা আর শাযবারা,

ছাড়ে বেশ হুংকার।

মুশরিক নারীর,

পায়ে নুপূরের ঝঙ্কার।



আল্লাহ প্রেমীদের,

একটাই বায়না।

শহীদ বা গাজী,

আর কিছু চাইনা।



জীহাদ যে শুরু হলো,

হক ও বাতিলের।

বদরের ময়দানে,

বান এলো রক্তের।



মুয়াজ-মায়াজ,

হানে আঘাত জাহেলে।

দাম্ভিকের দম্ভ,

ভেঙ্গে গেল বদরে।



উৎবা-শাযবারা,

লুটিয়ে মাটিতে।

হামজা ও আলীরা,

জয়ী হলো জীহাদে।



সত্তোর বন্দী,

সত্তোর নিহত।

ইমানের শিখা গুলো,

চৌদ্দতে থামলো।



বদরের ময়দানে,

আছে ঐ শিখারা।

তোমাদের স্মুতি বুকে,

বেচে রব আমরা।



[বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে বদর দিবশ উপলক্ষে লিখিত]

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

আরজু মুন জারিন বলেছেন: বদরের ময়দানে,
আছে ঐ শিখারা।
তোমাদের স্মুতি বুকে,
বেচে রব আমরা। #:-S #:-S #:-S

ভাল লেগেছে বদর দিবসের ছড়া। কবিকে অনেক শুভেচ্ছা।

১৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২৭

আহমদ-মুসা বলেছেন: ধন্যবাদ

২| ১৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

প্রবাসী আব্দুল্লাহ বলেছেন: বদরের চেতনায় এগিয়ে যেতে হবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.