নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহমদ-মুসা

একজন সাদামাটা বাঙ্গালী

আহমদ-মুসা › বিস্তারিত পোস্টঃ

বিভেদের পাঁচিল ভাঙার ২৫ বছর আজ !

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:০৪

আজ বার্লিন প্রাচীর পতনের পঁচিশ বছর। ইউরোপে স্নায়ুযুদ্ধকালে সংকির্ণ বামপন্থার নামে বিভাজনের যে দেয়াল জার্মানিকে বিভক্ত করেছিলো, তার অবসানের সূচনা করা সেই দিনটি ছিল ১৯৮৯ সালের নয়ই নভেম্বর। আজ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে ঐতিহাসিক এই দিনটিকে স্মরণ করা হচ্ছে জার্মানিতে।



দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রুশ-মার্কিন শক্তির বলয়ে বিভক্ত হয়ে পড়ে পরাভূত জার্মানি। বার্লিনের বুক চিরে মাথা তুলে দাঁড়ায় বামপন্থিদের প্রাচীর। প্রাচীর ভাঙার দাবিতে পূর্ব ২৫ বছর আগে জার্মানি লাইপশিস শহরে শুরু হয় আন্দোলন। আন্দোলনে অংশ নিয়েছিলেন ৭০ হাজার মুক্তিকামী মানুষ। ক্রমে সেই আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে দেশের অন্যান্য শহরে। অবশেষে পূর্ব জার্মানির কমিউনিস্ট সরকার সীমান্ত খুলে দিতে বাধ্য হয়েছিল। ভেঙে ফেলা হয় বার্লিন প্রাচীর। বিশ্বের ইতিহাসে জন্ম নিয়েছিল এক নতুন ইতিহাস। এর একবছর পর ১৯৯০ সালের তিন অক্টোবর ফের দুই জার্মানি এক হয়। মুছে যায় কথিত কমিউনিজমের নামে বিভেদের সেই পাঁচিল ।



বিদ্র : বার্লিন প্রাচীর পতন ও মুক্তিকামী মানুষের বিজয় সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন “সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা : ইতিহাসের স্বপ্নভঙ্গ ” বইটি।



স্বাগতম

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.