নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহমদ-মুসা

একজন সাদামাটা বাঙ্গালী

আহমদ-মুসা › বিস্তারিত পোস্টঃ

হায়রে নুর হোসেন !!!

১০ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৭

আজ ১০ নভেম্বর ঐতিহাসিক শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে তিনি বুকে-পিঠে 'স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক' লিখে স্বৈরাচারবিরোধী আন্দোলনে সামরিক জান্তার বুলেটের আঘাতে শহীদ হন।







আজ ২৭ বছর পর দেখি, যারা বাকশালের পক্ষে যুক্তি দেয়, গায়ের জোরে চলা অবৈধ-স্বৈরাচারী সরকারের তল্বী বহন করে, তারাই ফেসবুকে শহীদ নুর হোসেনের স্বৈরাচারবিরোধী সেই ছবিকে প্রো-পিক বা কাভার ফটো দেয় আর নুর হোসেনের নামে বড় বড় বুলিতে আওরায়! - হায়রে নুর হোসেন !!



যাঁরা পতিত এরশাদকে হাত ধরে তুলে এনেছেন, যাঁরা নূর হোসেনের খুনিদের সঙ্গে করে একদলীয় নির্বাচন করছেন,শহীদ নূর হোসেনকে তাঁরা সফলভাবেই বেওয়ারিশ করে দিয়েছেন।



কোন গণতন্ত্র চেয়েছিলেন নূর হোসেন? নির্বাচনী গণতন্ত্র? জনগণের ক্ষমতায়নের গণতন্ত্র? অবাধে জনগণকে বঞ্চিত করে যাওয়ার লুটেরা গণতন্ত্র?



এই নির্লজ্জ, বেহায়া, স্বৈরাচারী জাতির জন্য আপনি শুধুই প্রাণ দিয়েছেন। ওটি একটি বৃথা প্রাণ বিসর্জন । - হায়রে নুর হোসেন !!!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৯

আমিনুর রহমান বলেছেন:



হুম ... সত্য কথা ! তবে এই দেশে রাজনীতিতে সব সম্ভব !! কয়দিন পর হয়ত দেখবো বিএনপি-জাপা কিংবা আওয়ামী লীগ- জামাত জোট !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.