![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমিতো দেখিনি পাক হায়েনাদের
ভয়াবহ পচিশে মার্চ,
দেখেছি অক্টোবরের আটাশে
খুন ঝরিয়ে তার উপরে নাচ।
দেখেছি ফ্লাইওভারে চাপা পড়া স্বপ্নগুলি,
মানবতার ধ্বজাধারীদের মুখে ফাঁকাবুলি।
দেখেছি- কেউজাগেনি,ডাকেনি- জাগো চলো।
আমি তো দেখিনি বাহান্নতে
ভাষার তরে প্রাণ দেয়া একুশ,
দেখেছি পিলখানাতে বুক ফাটা হাহাকার
তবু হইনি বেহুশ।
দেখেছি তাজরীনের ঐ ফ্যাশন হাউজ পুড়লো যেদিন,
কিভাবে মুছবে জাতি এই গ্লানী
আর শুধবে এ ঋন ?
তবুও দু’চোখ আজি হয় না কেন ছলোছলো ?
দেখেছি সাভারের ঐ রানা প্লাজায়
বাঁচাও বাঁচাও আহাজারী,
৫ মে মতিঝিলে অন্ধকারে রক্ত খেলায়
আকাশ ভারী।
একে একে সবি যায় স্মৃতি ঘোড়া
থেকে নেমে,
আবেগের আহা উহু ক’দিন পরেই
যায় গো থেমে।
কত লাশ কত খুনে তুমি আমি জাগবো বলো?
গানটির ভিডিও দেখতে ...
২| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৪
অপূর্ণ রায়হান বলেছেন: কেমন যেন একপেশে হয়ে গেলো না! লুকিং ফর ল্যাঞ্জাস! উইথ কাঁঠালপাতা!
©somewhere in net ltd.
১|
২২ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩০
খেলাঘর বলেছেন:
আপনার বোধেরও দুয়ার কখনো খুলবে না!
সবকিছু দিয়ে পদ্য লেখা যায় না।