নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন খোঁজার চেষ্টা

প্রবালাহমেদ

জীবনের একটা গ্রহনযোগ্য অর্থ খুঁজছি

প্রবালাহমেদ › বিস্তারিত পোস্টঃ

বিষণ্ণ তরুনী এবং Maxis Tab

২৪ শে মে, ২০১৪ সকাল ১০:৩৯

সকাল এগারটার মত বাজে । মে মাসের প্রচন্ড গরম।



আমি এসেছি গুলশানে । Maxis এর শোরুমে । Maxis তুলনামূলকভাবে নুতন ব্রান্ড। এখনও মানুষ খুব বেশি চেনে না । এনড্রয়েড ট্যাব আর স্মার্ট ফোন বিক্রি করে । কয়েক মাস আগে এক খানা ট্যাব কিনেছিলাম এদের কাছ থেকে। কেনার পর থেকে মনে হচ্ছে সস্তা দামের এই জিনিস না কিনলেই ভাল হত।



কিন্তু প্রোডাক্ট এর অবস্থা যাই হোক শোরুম বেশ সাজানো গোছানো।



রিসেপশনে বিষণ্ণ চেহারার এক তরুনী বসে আছে। গ্রীষ্মের এই প্রখর দুপুরেও তার চোখে আষাড়-শ্রাবণের গভীর বিষণ্ণতা । রিসেপশনিস্টরা সাধারনত হাসিখুশি স্মার্ট ধরনের হয়। এই মেয়েটি ব্যতিক্রম।

আমি তাকে বললাম – “আপনাদের একটা ট্যাব কিনেছিলাম, T25 মডেল । এখন কল করতে গেলে সেটা বন্ধ হয়ে যাচ্ছে। একটু দেখবেন কি করা যায়।”

আমার কথা শুনে মেয়েটি বোধহয় আরও বিষণ্ণ হয়ে গেল। নিজের পণ্যের বদনাম শুনতে ভাল লাগে না।

সে খুব মনমরা হয়ে বলল – “ওয়ারেন্টি আছে ?”

আমি ওয়ারেন্টি কার্ড বের করে দেখালাম ।

আমি দাঁড়িয়ে আছি ।

মেয়েটি খুঁটিয়ে খুঁটিয়ে ওয়ারেন্টি কার্ড পরীক্ষা করছে। এখনও তিন মাসের ওয়ারেন্টি বাকি আছে। এটুকু বোঝার জন্য মাইক্রোস্কোপ দিয়ে কার্ড পরীক্ষা করার প্রয়োজন হয়না।



আমি আশেপাশের দিকে তাকালাম।



বেশ সুন্দর করে সাজানো একটা শোরুম । শোরুম দেখে কেউ বুঝবে না যে এদের প্রোডাক্টের কোয়ালিটি এত খারাপ। শোরুমে বিশাল এক ব্যানার লাগানো । Maxis এখন নতুন স্মার্টফোন বিক্রি করছে। মাত্র ৩,৮০০ টাকায় এন্ড্রয়েড স্মার্টফোন। রীতিমত লোভনীয় অফার।



আমি দীর্ঘশ্বাস ফেললাম । এই বিজ্ঞাপন দেখে মানুষ Maxis এর স্মার্টফোন কিনবে। দুমাস চলার পর এই স্মার্টফোন আর কাজ করবে না । ঠিকমত চার্জ থাকবে না। কল করলে কথা শোনা যাবে না। আমার মতই তারা ওয়ারেন্টি কার্ড নিয়ে রিসেপশনে দাঁড়িয়ে থাকবে। কিছু করার নেই। বাংলাদেশ এরকমই।



আচ্ছা Maxis শব্দটার অর্থ কি ? হাতের কাছে ডিকশনারি থাকলে খুঁজে দেখা যেত। তাদের জিনিস ব্যবহার করছি অথচ শব্দটার অর্থ জানব না এটা ঠিক না । রিসেপশনের মেয়েটিকে জিজ্ঞেস করলে কেমন হয়। তার তো জানার কথা।



রিসেপশনের মেয়েটির ওয়ারেন্টি কার্ড পরীক্ষা করা শেষ হয়েছে।



সে আমার দিকে তাকিয়ে বলল - “রেখে যেতে হবে। একমাস লাগবে ঠিক করতে। একমাস পর খোঁজ নেবেন।”



আমি অবাক হয়ে বললাম - “একটা ট্যাব ঠিক করতে এক মাস লাগবে!”



মেয়েটি খুব বিরক্ত হয়ে বলল – “আমাদের টেকনিশিয়ানরা ব্যস্ত । এখন তাদের সময় নেই।”



আমি বললাম –“এক কাজ করলে কেমন হয়। আমি নাহয় একমাস এখানেই অপেক্ষা করি। আপনাদের টেকনিশিয়ানদের ব্যস্ততা কমুক। তারপর আপনারা আমার ট্যাব ঠিক করে দেবেন । তখন একবারে বাসায় যাব।”



মেয়েটি ভ্রু কুচকে আমার দিকে তাকিয়ে আছে। এরকম অদ্ভুত কথা সে বোধহয় খুব বেশি শোনেনি।



পিপাসা পেয়েছে । এক গ্লাস পানি খাওয়া দরকার। পানির কথা মেয়েটিকে বলতে ইচ্ছে করছে না । কে জানে, তাতেও হয়ত একমাস সময় লাগবে।



আমি কিছু না বলে বাইরে বেরিয়ে এলাম । বাইরে প্রচন্ড রোদ । আমি বাসস্ট্যান্ডের দিকে হাঁটছি । আমার হঠাৎ মনে পড়ল Maxis শব্দটার অর্থ জানা হয়নি । বেশ কিছু দূর চলে এসেছি। শব্দার্থ জানার জন্য এখন আর ফিরে যেতে ইচ্ছে করছে না ।



সবাইকে Maxis ব্র্যান্ডের কোন জিনিস না কিনতে অনুরোধ করছি।













মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৪ সকাল ১০:৪৬

মনিরুল ইসলাম বাবু বলেছেন: বেচে দিয়ে বেঁচেছি ।

২৪ শে মে, ২০১৪ সকাল ১০:৪৮

প্রবালাহমেদ বলেছেন: খুব ভাল সিদ্ধান্ত। ভবিষ্যতে আর এই কোম্পানির কোন জিনিস কিনব না।

২| ২৪ শে মে, ২০১৪ সকাল ১০:৫৭

এন ইউ এমিল বলেছেন: সব বস্তা পচা এই বঙ্গদেশে জোটে? X( X( X(

২৪ শে মে, ২০১৪ বিকাল ৩:১২

প্রবালাহমেদ বলেছেন: কি আর করা বলেন ।

৩| ২৪ শে মে, ২০১৪ সকাল ১১:০৪

এস বাসার বলেছেন: লেখাটা বেশ হয়েছে।

২৪ শে মে, ২০১৪ সকাল ১১:৫২

প্রবালাহমেদ বলেছেন: ধন্যবাদ ভাই। নিজের কষ্টটা আপনাদের সাথে শেয়ার করলাম। কষ্ট করে টাকা দিয়ে আমরা একটা জিনিস কিনি, তার যদি এই অবস্থা হয় তখন কেমন লাগে বলেন ।

৪| ২৪ শে মে, ২০১৪ সকাল ১১:৩৮

মদন বলেছেন: :(

৫| ১৯ শে জুন, ২০১৪ দুপুর ১২:৪৫

রুদ্র-নীল বলেছেন: প্রবালাহমেদ ভাই, আজকেই আমি আপনার পোস্টটা পড়লাম। আমার এক বন্ধুর বড়ভাই ম্যাক্সিস এ কাজ করে। আমি উনার সাথে কথা বললাম। আপনি যদি আপনার বিবরন (ট্যাব জমা দিয়ে থাকলে জব আই ডি) দেন তাহলে উনারা খুবই দ্রুত আপনাকে সহযোগিতা করবেন।

৬| ১৯ শে জুন, ২০১৪ দুপুর ২:১৬

অহন_৮০ বলেছেন: ম্যাক্সিস এর অর্থ কি?

৭| ১৯ শে জুন, ২০১৪ দুপুর ২:২৫

অহন_৮০ বলেছেন: ম্যাক্সিস এর অর্থ কি?

৮| ০১ লা জুলাই, ২০১৪ সকাল ১১:৫৯

রুদ্র-নীল বলেছেন: প্রবালাহমেদ ভাই আমি আপনাকে বলেছিলাম যোগাযোগ করতে অথবা আপনার বিবরন দিতে কিন্তু আপনি দেননি।

যদিও আমি ম্যাক্সিস মোবাইলের কেউ নই তবুও চোখের সামনে অনর্থক অপবাদের প্রচেষ্টা দেখলে খারাপ লাগে তাই মনের কষ্ট লাঘব করার জন্য কিছু কথা বলতে চাই।

আপনি লিখেছেনঃ
কয়েক মাস আগে এক খানা ট্যাব কিনেছিলাম এদের কাছ থেকে। কেনার পর থেকে মনে হচ্ছে সস্তা দামের এই জিনিস না কিনলেই ভাল হত।

ভাই আমিও ম্যাক্সিস এর ট্যাব ব্যাবহার করি। T - 25 ট্যাবটা ব্যাবহার করছি আজ প্রায় ১ বছর হল। আজ কোন সমস্যা পাইনি। আমি জানি না আপনি কোন ট্যাব টি ব্যাবহার করেছেন তবে আমি খোজ নিয়ে জানলাম ম্যাক্সিস এর কোন ট্যাব ই ১০,০০০ টাকার উপ্রে নাই। যদি তাই হয়ে থাকে তাহলে আপনি ১০,০০০ টাকার একটি ট্যাব এ কি আশা করেন??? আই প্যাড এর চেয়েও বেশি কিছু??? আমাদের সমস্যা অই একটাই কেনার সময় সবচেয়ে কম টাকায় কিনতে চাই আর পরে তুলনা করি সেরাদের সেরাটার সাথে যার দাম কমপক্ষে ৯ গুন বেশি।

এই বিজ্ঞাপন দেখে মানুষ Maxis এর স্মার্টফোন কিনবে। দুমাস চলার পর এই স্মার্টফোন আর কাজ করবে না । ঠিকমত চার্জ থাকবে না। কল করলে কথা শোনা যাবে না।

ভাই আমি জানিনা আপনার সমস্যাটা ঠিক কোন জায়গায়। আপনি যদি ব্যাবহারকারী হইতেন তাহলে আপনার কথার যৌক্তিকতা থাকত। আপনি যেই জিনিস ব্যাবহার করেননি এমনকি দেখেননি পর্যন্ত, সেইটার এমন ঢালাও সমালোচনা কিভাবে করেন???

সে আমার দিকে তাকিয়ে বলল - “রেখে যেতে হবে। একমাস লাগবে ঠিক করতে। একমাস পর খোঁজ নেবেন।”
.................................................................................
সবাইকে Maxis ব্র্যান্ডের কোন জিনিস না কিনতে অনুরোধ করছি।

ভাইরে কথায় আছে "আগে তিতা ভালো" আপনারে সেট নেওয়ার আগের সে তার কোম্পানীর সীমাবদ্ধতা জানিয়ে দিয়েছে। যাতে আপনি অযথা কোন হয়রানির স্বিকার না হন। অনের ব্রান্ড আছে যারা ৪ -৫ দিনের কথা বলে জমা নেয়,আর দিনের পর দিন ঘুরায়। আমি নিজেও এর ভুক্তভোগী। টখন মনে হত আরে বাবা দেরী হবে তা শুরুতেই বলে দে না, এতো ঘুরানোর কি দরকার ছিলো? এখন বুঝি আপনার মত কিছু মানুশের জন্যেই অনেক ব্রান্ড সত্য কথা বলতে সাহস পায় না। আর ম্যাক্সিস আপনি যাতে হয়রানির মধ্যে না পড়েন তার জন্য সত্য কথা বলে আপনার চোখে খারাপ হয়ে গেলো???

"সত্যি সেলুকাস কি বিচিত্র এই দেশ?"

২৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪৪

প্রবালাহমেদ বলেছেন: আপনার কমেন্টটা অনেকদিন পর চোখে পড়ল। ম্যাক্সিস যদি সমস্যাটার ব্যাপারে আন্তরিক হয় তাহলে তাদেরকে বলেন আমার সাথে যোগাযোগ করতে - ০১৮১৯১৩৮৩১৪

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.