![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট ।”- আহমদ ছফা ।
আমরা ছিলাম একাননতে অনেক মিলে ভাই-বোন ,
মমতা আর ভালবাসার তুলনাতো নাই এখন ।
জনমে যার ঔরশেতে পিতার মনতো শান্ত হয় .
পারিবারিক বন্ধনও কী শেষে এসে ক্ষান্ত হয় ।
আমরা ছিলাম এনালগে তোমরাতো ডিজিটাল ,
মানবিকতা বিষর্জনে নিত্য থাকো বিজিতাল ।
বলতে’তো আর দ্বিধা নেই রাখি’তো খোজ-খবরী ,
চির সবুজ নায়িকাতো সুচিত্রা আর কবরী ।
‘জমে-মানুষে’ টানাটানি বেলভিউ আর ল্যাবএইডে,
ক্ষণেক মেলে আলোর দেখা একমাত্র ‘দেবএইডে’ ।
আমিও’তো বুড়ো হবো বুড়ো হবে খোকনও ,
এ ধারাতো অবিরাম থাকবেতো তখনও !!
=========
©somewhere in net ltd.