নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।
সহস্র - কোটি বাঙ্গালীর অস্তিত্ব আমাদের পৌরুষে এখন,
ইচ্ছে হলেই অনায়াসে নিষিক্ত হতে পারে লক্ষ-কোটি উর্বর জরায়ু ।
কিন্তু অস্তিত্বে আমাদের অনাগত বংশধরদের বোলে যেতে চাই-
বঙ্গীয় উপদ্বীপ পললভুমির এই নগরে বাসযোগ্য-
আর কোন আদিম অরণ্য নেই !
কেননা-
এ শহর - এখন বড়ো বেশী নোংরা আবর্জনায় ভরপুর ।
নর্দমা ও ডাস্টবিন, পঁচা কর্দমাক্ত - এলোপাথারী সর্বত্র ,
সম্ভোগে ক্লান্ত উলঙ্গ ডাইনীর শহর ।
এখানে লুটেরা কামুক পূরুষের বিকৃত মর্দনে-
বিবসনা অসহায় নারীর থেতলানো স্তন সব মানূষের মুখ !
এ শহর - এখন লজ্জাহীনা বেশ্যার বেঢপ পাছার দোলানীতে-
কামকেলী জাগা উম্মাদ এক যৌন বেহায়ার শহর ।
এখানে রন্ধ্রে ও শিরায় -শ্বেতকণিকায় ঘাতক রক্ত ব্যাধি ।
ফসলের ক্ষেতে সর্বভুক পঙ্গপালের স্বৈরবিস্তার ।
এ শহর - এখন উত্তপ্ত পরাশক্তির মৃত্যুঘাতি ডাইনোসর !
মানব বিধ্বংসী এইডস এর বীজবাহী এটম নগরী ।
এখানে প্রতিটি ধুলিকণা সর্বনাশা এসিড বৃস্টিতে সয়লাব,
এখানে সকলের নিশ্বাস এখন ওজোন স্তরের গ্রীণ হাউসে অন্তরীন !
সেখানে কী কোরে আমাদের শরীর সর্বস্ব আগামীর আমরা-
রাসায়নিক মুখোশ হয়ে বাঁচতে পারি ?
========
©somewhere in net ltd.