নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট। ” -আহমদ ছফা ।

আহমেদ রুহুল আমিন

“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।

আহমেদ রুহুল আমিন › বিস্তারিত পোস্টঃ

।। ‘এলিসা গ্রানাটো’ ।। (\'ড. এলিসা গ্রানাটো’ এই জীবনবাজী রাখা ‘করোনাঘাতি সেনানী কণ্যা’র জন্য উৎসর্গকৃত ) _____________/আহমেদ রুহুল আমিন ।

০৪ ঠা মে, ২০২০ রাত ১০:৩৫

যাপিত জীবনে আমাদের সব
চলছে'তো চাষবাস,
‘করোনার’ পিটে পিঠ সয়ে করি
‘করোনায় বসবাস ।

আমাদের সব ‘করুণা’ নিয়েছে
প্রাণঘাতী ‘করোনা’,
আমরা আছি'তো পাশাপাশি তবু
কেউ বুঝি কারো- না ।

‘লকডাউন’ আর ‘শারীরিক ফাঁকে’
নিজেরে করেছি ঋণি,
জীবন-মরণ ভুল শুধরিয়ে
ক্ষমা আজো করিনি ।

আকাশে বাতাসে কাঁপিছে এ ধরা
‘করোনার’ আঘাতে,
মনুষ্য জীবন বিষিয়ে উঠেছে
'মৃত্যুর' পরাঘাতে ।

আশাহত আজ মনুষ্য জাতি
কাটছে দীর্ঘশ্বাসে,
সূর্য রঙ্গিণ ঝলমল দিন
মেঘের আড়ালে ভাসে ।

মানবিক এক স্বর্ণকেশরী
‘এলিসা গ্রানাটো’,
জীবনবাজীর একোন খেলায়
বাঁচবে কী প্রাণে’তো.... !

‘করোনাঘাতি সেনানী কণ্যার’
তুচ্ছ'তো মৃত্যুভয়,
মানুষ বাঁচাতে 'মৃত্যুঞ্জয়ী মা'
তুমি বিশ্বের বিস্ময়.............. !!

=========

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০২০ রাত ১২:০৫

রাজীব নুর বলেছেন: সুন্দর।

২| ০৫ ই মে, ২০২০ ভোর ৪:৪৯

নেওয়াজ আলি বলেছেন: বেশ l+

৩| ০৫ ই মে, ২০২০ সকাল ৮:৫০

নাসরীন খান বলেছেন: সুন্দর কবিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.