নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।
`হু’ বলেছে-
‘করোনাটা’ যাচ্ছেনা…,
ওকে নিয়ে মানুষজাতি
কুল-কিনারও পাচ্ছেনা ।
‘লকডাউন’ আর ‘সামাজিকের’
দূরত্ব কেউ মানছেনা.....,
শরীরজুড়ে আছে তবু
করোনা’কে জানছেনা ।
বাঙালীরা বলে কী,
ও কিছুনা – সর্দিজ্বর……,
টেরটাতো পায় হারে হারে
কষ্টে যখন হয় কাতর !
ফুসফুস আর হৃদপিন্ডটা
জমাট বেধে হয় পাথর.....,
মৃত্যু যখন হাতছানি দেয়-
আপনজনও হয়ে উঠে
চিরদিনের স্বার্থপর ...... !
ওর কারণে এক হয়েছে-
জাত-বিজাতের লড়াইমূখো পান্ডা…,
ওর কারণে-বিষ মোড়লের পৃথিবীটা-
আজ হয়েছে ঠান্ডা.... !
ওর কারণে এক হয়েছে-
আকাশ-মাটি-নদী-পাহাড়- সমুদ্দুর,
ওর কারণে এক হয়েছে-
মানুষে- মানুষে ভেদাভেদ আর
‘জীবন-মৃত্যুপুর’ ।
=============
২| ১৫ ই মে, ২০২০ রাত ১০:২৮
রাজীব নুর বলেছেন: আল্লাহ মাফ করুক।
৩| ১৫ ই মে, ২০২০ রাত ১০:২৯
রাজীব নুর বলেছেন: করোনা কাব্য ভালো হয়েছে।
©somewhere in net ltd.
১| ১৫ ই মে, ২০২০ রাত ৮:৪৫
নেওয়াজ আলি বলেছেন: অসামান্য ভাবনা