নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।
'জন্ম' নিয়ে 'মৃত্যু' আছে
কেউ নয়'তো অমর
সাঙ্গ হবে জীবন লীলা
আসবে 'মরনকামড়' ।
'শক্তিমানের' অসীম খেলা
কেউ কী মোরা বুঝি,
একটুখানি ব্যাতিক্রমে
'অলৌকিকতা' খুঁজি ।
'বিশ্ব ব্রহ্মান্ড' নিত্য
ভয়েই জড়ো-সড়ো,
নিয়ম মেনে চলছে'তো সব
'গ্রহ-নক্ষত্র' ।
সৃষ্টির সব করছেনা'তো
সীমা অতিক্রম,
স্রষ্টার দেয়া নিয়ম-নীতি
হয়না ব্যাতিক্রম ।
একদিনই তা নিয়ম ভেঙ্গে
আসবে 'কিয়ামত',
চিরতরে বন্ধ হবে
'খোদার নিয়ামত' ।
সৃষ্টির সেরা জীব বলেই
মানুষ পারে সব,
'নিয়মভাঙ্গার নিয়ম-নীতির'
ঘটায় 'উৎসব' ।
সৃষ্টির সব নিয়মে ঘটায়
'প্রতিবন্ধকতা',
মানুষ হয়ে মানুষই ছড়ায়
'কুপমুন্ডকতা' ।
==============
১৮ ই জুলাই, ২০২০ রাত ৯:৩৯
আহমেদ রুহুল আমিন বলেছেন: !?....
২| ১৭ ই জুলাই, ২০২০ রাত ১:২৪
নেওয়াজ আলি বলেছেন: অপরিসীম ভালো লাগলো।
৩| ১৮ ই জুলাই, ২০২০ রাত ৯:৩৯
আহমেদ রুহুল আমিন বলেছেন: অনেক ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ১৭ ই জুলাই, ২০২০ রাত ১:০০
রাজীব নুর বলেছেন: আমাদের দেশের মানুষ নষ্ট হয়ে গেছে, পচে গেছে।