![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট ।”- আহমদ ছফা ।
আজ সারাদিন আকাশ কালো
বৃষ্টি ভেজা সবুজ ঘাস,
তোমার জন্য বজ্রমেঘে
হৃদয় জুড়ে দীর্ঘ শ্বাস ।
তোমার জন্য নানুবাড়ির
কাঁদছে আকাশ একদুপুর,
বাজলো যখন স্টেশনে
রেলভেঁপুর ওই করুণ সুর।
তোমার জন্য কাঁদছে শালিক
দোয়েল - কোয়েল পাখির দল,
মনখারাপের বিকেল বেলায়
উড়ছে যতো মেঘ শতদল ।
উঠোনজুড়ে ঝিঁঝিঁর ডাকে
চাঁদমামা আজ দেয়নি ঘুম,
নারিকেল আর সুপোরি গাছে
রাত কেটেছে নির্ঘুম ।
তোমার সাথে হয়না যখন
নানিমুনির মজার খেলা,
তোমার জন্য পড়শি নানির
মনখারাপ আজ সারাবেলা ।
চোখ ভিজে আজ জলে শুধু
তোমার শুণ্য ফাঁকাতে,
মা'মনি আর বাবার সাথে
ভালো থেকো ঢাকাতে।
ভিডিও কলে দেখা দিও
নানিমুনির জানের জান,
তোমায় নিয়ে ভাঙ্গুক শত
দিদা-দাদুর অভিমান।
--------------""""""""-----------
©somewhere in net ltd.