নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।
সামাজিক মানুষ করি'তো আমরা
সমাজেই বসবাস,
আপন স্বার্থ লীন করে করি
সামাজিক উপহাস ।
ভালবাসা, ঈর্ষা, অভিমান আর
শত উপেক্ষার বলে ,
দূরত্ব শুধু বেড়েই চলেছে
সামাজিকতার ছলে ।
স্বজন-বন্ধু-পরিজন আজ
ধীরে ধীরে যায় সরে,
সিড়িতে উপরে উঠে আর যারা
টের পায় নীচে পড়ে।
'করোনা' আগুনে' ঘি ঢেলে এই
কৃত্রিম সামাজিকতায়,
নিজেরে নিয়ে ব্যস্ত আমরা
আত্মকেন্দ্রীকতায় ।
চোখ মুদে আজ ভান করি শুধু
জেগে থাকি ভাত ঘুমে,
আপন স্বার্থে অনলাইনে আজ
এড হই দিনে 'জুম' - এ।
========
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১৯
আহমেদ রুহুল আমিন বলেছেন: সুন্দর অভিব্যাক্তি.....
©somewhere in net ltd.
১| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৪৯
মহাজাগতিক চিন্তা বলেছেন:
এমন দেখতে দেখতে অর্ধশত বছর
পার হয়ে গেল মোর অনায়াশে
হারানো দিনের কত বিবর্ণ ছবি
স্মৃতির জোয়ারে অনবরত ভাসে।
অসহায়ভাবে দিন পার করে
রাতগুলো কেটে যায় ঘুমে
স্বপ্নগুলো ছটফট করে করে
নিথর হয়ে শেষে থামে।
কি আর করব আর মন বেদনার
অথই সাগরে নিত্য দিন শুধু ডুবি
হতাশার কাব্য লিখে লিখে
অবশেষে হয়ে যাই হতাশ কবি।