নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।
সৌরজগতের 'পৃথিবী' নামক
এই গ্রহে 'একান্ন কোটি স্কয়ার-
কিলোমিটার' জুড়ে আজ
তোমার কোন জায়গা নেই ..
কেউ স্বেচ্ছায় তোমার জন্য
ছাড়বেনা 'এক মাইক্রোমিটার ভুমি'..../
কেননা, তুমি 'অপাংক্তেয়-
অনাকাংখিত -
অছ্যুত' .... সদ্য জন্ম নেয়া -
"পৃথিবীতে-
অবৈধ-
অনুপ্রবেশকারী"-
'রোহিঙ্গা' ...!!
তুমি'তো জাননা .... ,
তুমি আজ অভিশপ্ত প্রকৃতির-
'খামখেয়ালিপনার' একমাত্র
'মনুষ্য ফসিল' ....
"জন্মই তোমার আজন্ম অভিশাপ" ..!
এখানে-
'পনের হাজার কোটি স্কয়ারকিলোমিটার'
ভুমির 'এক ডিজিট' জমিও
তোমার জন্য আর অবশিষ্ট নেই,
যাতে তোমার রক্ত - মাংস
সর্বস্ব এই ক্ষুদে দেহটির
একদিন 'সৎকার' হবে.... !
কেননা, মনুষ্য সৃষ্ট একমাত্র আদিম - অকৃত্রিম
এই 'ভুরাজনৈতিক বেশ্যাবৃত্তির যাতাকলে'
আজ নিস্পেষিত তোমার
'জন্মদাত্রির মাতৃজড়ায়ু' .....!!!
কালের আবর্তে ঘুরপাক খায়-
কেবল আজ এই 'অকাল সময়' .... !!!!
----------------------
২| ০৮ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৫
কিরকুট বলেছেন: রোহিঙ্গা জাতি নিয়া আসলেই আপনার কোন আইডিয়া আছে ? যদি না থাকে ছোট্ট করে বলি, এরা জাতিগত ভাবে হিংস্র ডাকাইত ও খুনী ।
৩| ০৮ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:১০
রাজীব নুর বলেছেন: কবিতা ভালো হয়নি।
©somewhere in net ltd.
১| ০৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:৫৭
এইচ এন নার্গিস বলেছেন: সুন্দর অনুভূতি রোহিঙ্গা নিয়ে । নেতৃত্বের অভাব এই জনগোস্টির জন্য সত্যি খারাপ লাগে। তার উপরে আছে অশিক্ষা, কুশিক্ষা আর সচেতনতার অভাব । নাকের একটা ফুল দিয়ে একের পর এক বিয়ে করে। মেয়েদের কোন দাম নাই। বার্থ কন্ট্রোল কি জিনিস তা তারা জানে না ।