| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আহমেদ রুহুল আমিন
“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট ।”- আহমদ ছফা ।
ডিগ্রিধারী শিক্ষিত
রক্ত চোষা জোচ্চোর,
বলছে মানুষ পুকুর চুরি-
বালিশকান্ডের খোদচোর ।
নিরক্ষর বিশ্ব নবী
শাতিল আরব বুলবুলের,
ছিলনাতো ডিগ্রি কোন
রবীন্দ্রনাথ - নজরুলের ।
বিশ্বে যখন জয়জয়কার
নিউক্লিয়াস - প্রোটনের,
এই অবদান ডিগ্রি বিহীন
আইনস্টাইন -নিউটনের ।
আইসিটির ক্লাসে'তো আর
পায়নাই'তো সফল মার্ক,
বিশ্বে সফল ব্যাকব্যাঞ্চার
বিলগেটস আর জোকারবার্গ ।
কত্তোবড়ো মাপের মানুষ
বিশ্ব জুড়ে নাম যার,
দম্ভভরে খালিহাতে
গেছেন আলেকজান্ডার ।
হাতের মুঠোয় ‘চ্যাট জিপিটি’
আছে বসে সর্বদা,
জানতে সহজ মুহুর্তেই
বিশ্বকোষের মর্মটা ।
পোলা মাইয়া আন্ডা বাচ্চা
থাকবেনা অশিক্ষিত,
ইচ্ছে করলে স্বশিক্ষায়
হতে পারে সুশিক্ষিত ।
ফাইভ পাস আর এইট পাস
ড্রাইভার পিওন অফিস গার্ড,
নিত্য কাজে মানুষ লাগে
ফোর্থ ক্লাস কী সেকেন্ড - থার্ড ।
ডিগ্রি বিহীন মানুষ আছে
দুই দুই গুণে যখন চার,
দামে সস্তা মানে ভাল
ঠিক 'কাকলী ফার্নিচার' ।
সবার আগে 'মানুষ' ভাবা
ভালোবাসার মানুষ চাই,
গুণেমানে 'ভালো মানুষ'
যার উপরে ডিগ্রি নাই ।
----------------------

২|
২৬ শে জানুয়ারি, ২০২৬ রাত ৮:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক সুন্দর কবিতা
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভালোবাসার মানুষ চাই,
গুণেমানে 'ভালো মানুষ'
যার উপরে ডিগ্রি নাই ।
......................................................
আকাঙ্খা করতেই পারেন
তবে বর্তমান রাজনৈতিক পরিবেশে আশা বাস্তবায়ন কঠিন ।
শুভ ব্লগিং ...