![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দোস্ত আমার সহজ সরল লাজুক, প্যাঁচ গোঁজ নাই, কারো বিরুদ্ধে নাই তার অভিযোগ । এ জন্য শুধু মেয়েরা না সবাই তাকে পছন্দ করত। আমরা কলেজ বন্ধু। অনেকদিন পর হঠাৎ দেখা হইয়া গেলো মুখবইয়ের পাতায়।
দোস্ত আমারঃ কেমন আছিস দোস্ত?
দোস্তর বন্ধু,আমিঃ ভালো আছি। তুই কেমন আছিস?
দোস্ত আমারঃ ভালো ক্যামনে থাকি দেশের যে রাজনৈতিক অবস্থা?
দোস্তর বন্ধু,আমিঃ তুই আবার পলিটিক্স করস নাকি?
দোস্ত আমারঃ আরে নাহ
দোস্তর বন্ধু,আমিঃ তা কি করবি? তোরা যদি রাজনীতি না করস তাইলে দেশ আগাইবো ক্যামনে?
দোস্ত আমারঃ বাংলাদেশের পলিটিক্স খুউব খারাপ!
দোস্তর বন্ধু,আমিঃ এইজন্যই তোদের দরকার ভালো করতে হবে না?
।।তোমরা যদি না জাগো ভাই কেমনে সকাল হবে ।।
দোস্ত আমারঃ যারা ভাবে তারা মরে!
দোস্তর বন্ধু,আমিঃ তুই সারা জীবন বেঁচে থাক ।
দোস্ত আমারঃ তুমি দেশের কর্ণধার হইবা এজন্য এত ভাবনা!
দোস্তর বন্ধু,আমিঃ তুই কি দেশের ভাল চাস না?
দোস্ত আমারঃ অবশ্যই চাই তবে মারা মারি না, শান্তি চাই...
একদিন পর আবার চ্যাট-শো শুরুঃ
বন্ধুঃ হরতাল আর ভাল লাগে না!
আমিঃ খাইস না
বন্ধুঃ খাইতে তো চাই না জোর কইরা খাওয়ায় !
আমিঃ কি আর করা যাইব ক ? অইডাতো এখন হাতের কাছে সহজে পাওয়া যায় । ছোট বেলা কত কান্না কাটি করছোস এই হারতালের জন্য... ইস্কুল বন্ধ হইব... ছুটি পাবি। আর এখন...
বন্ধুঃ হারতালে পড় বুঝবি ?
আমিঃ তাইলে কি চাস ক ?
বন্ধুঃ শান্তি পূর্ণ একটা দেশ।
আমিঃ দোস্ত কিছুই করার নাই... যারা হরতাল ডাকে ওদের ও অনেক কষ্ট হয়। ঘুম ভাঙতে না ভাঙতে রাস্তায় রাস্তায় জগিং করতে বের হয়। সাথে যোগ দেয় পুলিশ ও অন্য বন্ধুরা। শুরু হয় রাজপথ দখল! এসব করতেই সন্ধ্যা নেমে আসে। আবার যদি পরদিন হরতাল ডাকে তাইলে আবার সন্ধ্যাও কিছু কাজ অগ্রিম করতে হয়।
বন্ধুঃ রোজ রোজ একই আর ভাল লাগে না!
আমিঃ ভালো লাগতে হবে। যা করার করেতো সব দেশে রক্ষার সৈনিকরা আর মিডিয়া । বসে বসে টিভি আর পত্রিকা পড়বি তাও পারবি না। অভ্যাস কর। বলা যায় না সামনের ৫ বছর কি হইবো?
বন্ধুঃ গভমেন্ট আর বিরোধী দল সমঝোতা করতে পারে না?
আমিঃ হ সমঝোতা করুক আর তুই শান্তি মত নাক ডাইকা ঘুমাবি।
রাজনীতির কত মহিমা!!!
তোর মত ছেলে এখন দেশ নিয়া কত চিন্তা ভাবনা করে।
©somewhere in net ltd.