নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাধীনতা....

সদা সত্য কথা বলি। আর সত্য কথা তিতা ।

এস আরিফুল হক

বাংলায় দেখি .... বাংলায় লেখি...

এস আরিফুল হক › বিস্তারিত পোস্টঃ

আবারও ৩ দিনের টানা হরতাল / অবরোধ- ১৮ দল :( :( :(

৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:১০





আগামী ৪, ৫ ও ৬ নভেম্বরের হরতাল/ অবরোধসহ আরও কঠিন কর্মসূচি দিতে পারে ১৮ দল । আর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস । তাই বিএনপি একটু আন্দোলনের মেজাজে আছে ।



আর আমি কি চিন্তা করি . জানেন !!!



* কতজন মানুষ মারা যাবে ?

*আহত হবে কতজন ?

*অর্থনীতির কত ক্ষতি হবে দেশের ?

*কত শ্রমিক কাজ না পেয়ে অনাহারে দিন কাটাবে ?

*কত ছাত্ররা পড়া লেখা বাদ দিয়া ঘুমাবে ?

*কত বোমা বাজি আর গাড়ি ভাংচুর আর আগুন দেয়া হবে ?

*হরতাল শান্তি পূর্ণ তো।। :-/:-/





হরতাল নাকি জনগণের জন্যই দেয়া হয় । আবার সরকারও জনগণের । কেমন হয়ে গেলো নাহ ব্যাপারটা !!!



এভাবে তো সারা রাতই লেখা যাবে!! কুল কিনারা তো পাই না ।



আপনার কি মনে হয় ?

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:২৪

মূর্ধন্য বলেছেন: কি রে ভাই যা খাওয়াইবেন তাই কি খাইতে হইবো?! এক দল নো কম্প্রোমাইজ, দাঁত কামরাইয়া বইসা থাকবে, আর এক দল যে কোন মূল্যে গদি থেকে নামাইয়া জুইরা বইতে চায়। আর আম পাব্লিক একবার গর্তে ঢুকে, একবার বাহির হয় আবার তালিও বাজায়!

৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৪

এস আরিফুল হক বলেছেন: লেখক বলেছেন:

ভাইরে
কি বা করিবার আছে আমাদের ।

আসেন আমরা না দেখার ভান করে থাকি ।

অনেক ভালো লাগবে .। :( :(

২| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৯

এস আরিফুল হক বলেছেন: আমার মনে হয় হরতালে আপনারা খুব খুশি ?? কিছু না বললে কি বুঝবো ??

৩| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৪২

সাহাদাত উদরাজী বলেছেন: শুধু দেখেই গেলাম!

৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৬

এস আরিফুল হক বলেছেন: সেই ভালো :)

৪| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৫৮

খালিদ মুহাম্মদ ইফতেখার আবেদীন বলেছেন: শেখ হাসিনার খেয়াল খুশি মতো বাংলাদেশ চলতে পারে না । এক তরফা ভাবে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে তিনি বাংলাদেশকে একটি নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছেন । শেখ হাসিনা ও তার সাজানো প্রশাসনের অধীনে নির্বাচন করে কোন বিরোধী দল কখনও ক্ষমতায় আসতে পারবে না ।

৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫০

এস আরিফুল হক বলেছেন: কোন দেশের কোন রাজা তার রাজ্য এমনি এমনি ছেড়ে দিয়েছে । আমার জানা মতে এরকম নজির নাই আর বাংলাদেশে অসম্ভব !!

৫| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ২:০৫

নীল জানালা বলেছেন: বয়কট করেন্না ক্যান এইসন আম্লিগ বেম্পিরে? দেশব্যাপি বয়কটের ডাক দেন। আম্লিগ বেম্পির সব নেতাফেতা চ্যালা চামুন্ডাগুলারে গনধোলাই এমনকি জানে শ্যাষ কৈরা দেন। ক্ষতিকর লোকজনদের হাত থেইকা নিজেরা মুক্ত হন, দেশরে মুক্ত করেন, স্বাধীন হন, সত্যিকার মুক্তিযুদ্ধ করেন। পারবেন? না পারলে পৈরা পৈরা মাইর খান।

৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৭

এস আরিফুল হক বলেছেন: আসেন মাইর ই খাই । রিস্ক কম আছে ?? কি বলেন !!

৬| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ২:০৮

ভুলো মন বলেছেন:

৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৫

এস আরিফুল হক বলেছেন: কেনমে খুশি হব বলেন ??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.