![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজনীতি বড়ই কঠিন আর সাধনার ব্যাপার। লাগে দূরদর্শিতা , অভিজ্ঞতা , মাঠে ময়দানের জ্ঞান, ব্লাড ও বিশাল গুরুত্বপূর্ণ ।
দুইদিন আগে ২ নেতা ফোনালাপ নিয়া যা হবার হইলো । দেরিতে হলেও খালেদা জিয়া সবই বুঝতে পেরেছে ।
এখন আবার নতুন কর্মসূচি.। ৪,৫,৬ নভেম্বর হরতাল । আর হরতাল মানে তো গাড়ি ভাঙ্গা পোরানো , মানুষ হত্যা , পুলিশ পেটানো, গ্রেফতার , ককটেল, বোমা বাজি । আর পাল্টা পালটি সংবাদ সম্মেলন তো আছে!!!
বাংলাদেশের রাজনীতি থেকে অনেক কিছু শেখার আছে । কি ভাবে বিরোধী দলকে মোকাবেলা করতে হবে , কিভাবে সরকারকে চাপে রাখতে হবে , কিভাবে নিজের আখের গুছানো যাবে, কিভাবে জনগণের হাতে পায়ে ধরে ভোট নিতে হবে , আবার পাঁচ বছর পরে কি বলতে , কিভাবে মানুষকে ধোঁকা দেয়া যাবে এই সব আরকি । আরও কত কিছু আমাদের জন্য অপেক্ষা করছে !
আমার তো দেখা ছাড়া কোনো কাজ নাই । রাজনীতির গভীর ছকের চাল বুঝার চেষ্টা করি ।
একটা গল্প বলি। একজন সরকার দলের নেতার মেয়ের বিয়ে নিয়ে আসছে ২ দলের নেতার ছেলে । একজন নিজের দলের অপরজন বিরোধীদলের । বিয়ে দিলো বিরোধীদলের ছেলের সাথে । নিজের দলের নেতা মন খারাপ করে জিজ্ঞেস করলো এ কাজ কেন করলেন । সেই নেতা বললঃ আরে ভাই , এখন তো আমি নিজেই আছি । ৫ বছর পর তো বিয়াই সাহেব কিছু করতে পারবে আমার জন্য ।
আসেন শরিক হই । বহুত ফাইদা হবে ।
আপনারা কে কি ভাবছেন রাজনৈতিক এইসব পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে ??
০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১১:৩০
এস আরিফুল হক বলেছেন: বুঝলেন না আত্মীয় স্বজন .।
©somewhere in net ltd.
১|
০২ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২০
টিঙ্কু জিয়া বলেছেন: তেনারা কিন্তু একই রসুনের অভিন্ন কোয়া !!!
জনগণকে বোকা বানাতে রাস্তাতে গণ্ডগোল আর বাসাই সবাই বিয়াই বিয়াই !!!!!