![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, প্রত্যেক ফরজ নামাযের শেষে কিছু দোয়া আছে, যে ব্যক্তি ঐগুলি পড়ে বা কাজে লাগায় সে কখনও ক্ষতিগ্রস্থ হয় না ।
[সহীহ মুসলিম, ১২৩৭]
১) নামায শেষে ১বার উচ্চস্বরে "আল্লাহু আকবার" এবং ৩ বার ইস্তিগফার করা। ('আসতাগফিরুল্লাহ্' ৩ বার বলা)
[মুসলিম, ১২২২]
২) "আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল-জালা-লী ওয়াল ইকরাম" - হে আল্লাহ্ ! তুমিই শান্তি, তোমার থেকেই আসে শান্তি । বরকতময় তুমি হে মর্যাদা ও সম্মানের মালিক ।
[মুসলিম, ১২২২]
৩) সুবহা-নাল্লা-হ (৩৩ বার) । আলহাম্দুলিল্লা-হ (৩৩ বার) । আল্লাহু-আকবার (৩৩ বার) । লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্দাহূ লা শারীকা লাহূ; লাহুল মুল্কু ওয়া লাহুল হাম্দু ওয়া হুয়া ‘আলা কুল্লে শাইয়িন ক্বাদীর (১ বার) ।
[মুসলিম, ১২৪০]
৪) আয়াতুল কুরসী (সূরা বাক্বারা আয়াত-২৫৫) ১ বার পড়া।
[নাসাঈ]
৫) রাসূলুল্লাহ ( সা: ) মুআয বিন জাবালকে বলেছেন, ‘‘তুমি অবশ্যই প্রত্যেক নামাযের পর বলবেঃ আল্লাহুম্মা আ-'ইন্নী 'আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক্ ( হে আল্লাহ! তোমার স্মরণ, কৃতজ্ঞতা এবং সুন্দর উপাসনা করার ব্যাপারে আমাকে সাহায্য কর )"।
[সুনানু নাসায়ী ,আবু দাউদ ]
এছাড়াও বিভিন্ন দোয়া আছে-
৬) লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্দাহূ লা শারীকা লাহূ, লাহুল মুল্কু ওয়ালাহুল হাম্দু ওয়া হুয়া‘আলা কুল্লি শাইয়্যিন ক্বাদীর; লা হাওলা ওয়ালা কুউওয়াতা ইল্লা বিল্লা-হ; লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ালা না'বুদু ইল্লা ইয়্যা-হু লাহুন্ নি'মাতু ওয়া লাহুল ফাদ্বলু ওয়া লাহুস্ সানা-উল হাসানু, লা ইলা-হা ইল্লাল্লা-হু মুখ্ লিস্বীনা লাহুদ্ দ্বীনা ওয়া লাও কারিহাল কা-ফিরুন।
[মুসলিম-১/৪১৫]
৭) লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্দাহূ লা শারীকা লাহূ, লাহুল মুল্কু ওয়ালাহুল হাম্দু ওয়া হুয়া‘আলা কুল্লি শাইয়্যিন ক্বাদীর; আল্লা-হুম্মা লা মা-নি‘আ লিমা আ‘ত্বয়তা ওয়ালা মু‘ত্বিয়া লিমা মানা‘তা অলা ইয়ান্ফা‘উ যাল জাদ্দি মিন্কাল জাদ্দু'
[বুখারী-১/২২৫, মুসলিম-১/৪১৪]
৮) সূরা ইখলাস, সূরা ফালাক্ব, সূরা নাস -১ বার করে [ আবু দাঊদ-২/৮৬, নাসাঈ-৩/৬৮]
ফযর ও মাগরিবের নামাযের পর ৩ বার করে [আবু দাঊদ, তিরমিযী-৩৫৭৫]
৯) লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্দাহূ লা শারীকা লাহূ, লাহুল মুল্কু ওয়ালাহুল হাম্দু ওয়া হুয়া ‘আলা কুল্লি শাইয়্যিন ক্বাদীর- ফযর ও মাগরিবের নামাযের পর ১০ বার করে। [ তিরমিযী- ৫/৫১৫, মুসনাদ-ই-আহমদ- ৪/২২৭]
১০) আল্লাহুম্মা ইন্নী আস-আলুকা 'ইলমান্ নাফি'আ ওয়া রিয্ ক্বান্ ত্বয়্যিবা ওয়া 'আমালাম মুতাক্বাব্বালা। ( হে আল্লাহ! আমি তোমার কাছে উপকারী জ্ঞান, হালাল রিযিক্ব ও গ্রহণযোগ্য 'আমল প্রার্থনা করি) [ ইবনে মাজাহ, মাজমাউল যাওয়ায়েদ]
এখানে মাত্র কয়েকটি দোয়া উল্লেখ করা হলো। এছাড়াও অনেক দোয়া আছে যা আপনারা হাদিসের গ্রন্থ গুলিতে পাবেন। আল্লাহ্ আমাদেরকে এসব দোয়ার উপর আমল করার তৌফিক দিন। আমীন!!!
বি:দ্র: আরবী শব্দের যথাযথ বাংলা উচ্চারণ লেখা সম্ভব নয় বিধায় পাঠক দেরকে কোন দু'আর বই থেকে আরবী দেখে মিলিয়ে নেওয়ার অনুরোধ থাকল।
২১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৬
রোদের ফোঁটা বলেছেন: জাযাকাল্লাহ খাইরুন।
২| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১:০১
শান্তা273 বলেছেন: আল্লাহ্ আমাদেরকে এসব দোয়ার উপর আমল করার তৌফিক দিন। আমীন!!!
২১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৭
রোদের ফোঁটা বলেছেন: আমীন!!!
৩| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১:২৬
দিশার বলেছেন: সহিহ বুখারী ভলিউম ০০৭ বুক ০৭১ হাদিস ৫৯১
খালিদ বিন সাদ বর্ণিত। আয়েশা বলেছেন তিনি নবী কে বলতে শুনেছেন কালো জিরা সর্ব রোগের ঔষদ মৃত্যু ব্যতিত ।
বোলেন সুবাহনাল্লাহ
৪| ১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২৮
ময়নামতি বলেছেন: আপনার ভাল লিখাটি প্রিয়তে রাখা হল।
ধন্যবাদ।
১৮ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫০
রোদের ফোঁটা বলেছেন: 'আমল করলে ভাল লাগবে। আপনাকেও ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৮
যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: অনেকের কাজে লাগবে. জাজাকাল্লাহ খাইরুন.