নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু বলার নাই

আহসান হাবিব প্রামানিক

আমি এখন খুব একা

আহসান হাবিব প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

কেমনে সমভব

০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৩

প্রচন্ড অবাক লাগে ভালোবাসারমানুষগুলো যখন মুখ ফিরিয়ে পাশ কাটিয়েযায়।খুব আদরের খুব যত্নের কাছের বন্ধুটি যখনইশারা ইঙ্গিতে বুঝিয়ে দেয়,"তোমাকেআমার আর দরকার নেই" তখন মাথায় নিশ্চইআকাশ ভেঙে পড়ে।ছ সাত বছরের পুরোনোপ্রেমিক যখন সাফসাফ করে বলে দিয়েযায়,"কেটে পড়ো আমার জীবনথেকে,ভালোবাসা ঢের হয়েছে" বুকফেটে যায় বোধহয়।ছোটখাটো ভুলকেপাহাড় বানিয়ে যখন প্রেমিকা ইনিয়েবিনিয়ে ব্রেকাপের কথা বলে ফেলেহতাশায় মরে যেতে ইচ্ছে করে তাইনা?.কত সহজেই আমরা নিজেকে দুঃখী ঘোষনাকরে দি।চাকরি না হওয়া,মা-বাবারগালমন্দ,দুদিনেরপ্রেমিকার ছেড়ে যাওয়াবা পান থেকে চুন খসা কারন গুলোতেও কতজলদি মরে যাওয়ার ইচ্ছা পোষন করে ফেলি।মুদ্রার ওইপারে তাকিয়ে দেখলেই জীবন টাবদলে যেতে পারে।কোন এক হিম হিমশীতের সকালে সূর্যের দিকে তাকিয়ে উঁচুগলায় বলে দেখুন, "ভালো আছি,আমার কোনদুঃখ নেই"।কালকের সূর্যটা ঠিক আপনার হবে।.কে আছে,কে নেই ভেবে ভালো থাকাকেনিষিদ্ধ ঘোষনা করা পাপ।জোর গলায় "ভালআছি" বলে দুঃখ কস্ট শিকেয় তুলে দিন।বেঁচে থাকার জন্য ভালো থাকাটা হলোফরজ।আপনার ভালো থাকার প্রোফাইলেআপনাকে ছেড়ে যাওয়া মানুষগুলো যেনোব্লকলিস্টে থাকে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.