![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
You may have noticed, I don’t put myself in to scary situation.
মাঝে মাঝে মানুষ এক রকম থাকে না। আগে সামুতে লেখার জন্য হাত নিশপিশ করতো। এখন আর লেখার জন্য কী বোর্ডে হাত যায় না। কোন লেখা মাথায়ও আসে না। চাকুরী জীবন, বাস্তব জীবন সব কিছু মিলিয়ে ফেসবুক, টুইটার, গেম খেলা, সামু কোন কিছুতে আর সময় দেওয়া হয় না।
জীবনের প্রতিটা মোড়ে মোড়ে এক এক রকম আচরণ করতে হয়। আমি এখন সে রকম আচরণ করি। বড় মানুষের মত আচরণ। আগের সেই ছোট তানভীর আর আমি নেই। এখন আমি বাজার করি নিজ সংসারের জন্য। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বদলে যায় মানুষের জীবন। কোন ভুল হলে পড়তে হয় জবাবদিহিতার মধ্যে। স্বার্থ এখন ভীষণ ভাবে কাজ করে। অর্থ এর লালসা পেয়ে গিয়েছে অল্প সময়ের মধ্যে। জীবন টা এক বিচিত্র ভ্রমণ। আবার হতে চাই সেই ভাল ছেলেটি। ইনশাল্লাহ আমি আবার ভাল মানুষ হব।
২| ০৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:০৪
সুমন কর বলেছেন: জীবনটা এক বিচিত্র ভ্রমণ।
©somewhere in net ltd.
১|
০৮ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:২৪
আহমেদ জী এস বলেছেন: তানভীর আহমেদ সিদ্দিকী ,
হ্যাঁ... জীবনের মোড়ে মোড়ে কতো যে চমক, কতো যে ঝকমারী !!
তারপরেও জীবনটা ভারী সুন্দর । এখানে বাঁচুন নিজের মতো করে , ভেতরে ধরে রাখুন সেই ভালো কিশোরটিকে শেষ অবধি ।
ভালো মানুষ হয়ে ওঠা বেশ কঠিন কিন্তু অসম্ভব নয় একেবারেই ।
প্রার্থনা , ভালো মানুষ হবার ইচ্ছেটা জেগে থাকুক আপনার !!!