| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
  সামহোয়্যার ইন ব্লগের খ্যাতিমান ব্লগার জনাব গিয়াস উদ্দিন লিটনের শুভ জন্মদিন ছিল গতকাল। তাঁর জন্মদিনে ফেসবুকে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু তাঁর প্রিয় সামহোয়্যার ইন ব্লগের অনেকেই হয়তো তাঁর জন্মদিনের কথা জানেন না। তাদের জ্ঞাতার্থে বিলম্বে হলেও এই পোস্টটি দিলাম। 
  তাঁর জন্মদিনে অন্তহীন শুভেচ্ছা রইল। লিটন ভাই সুস্থ থাকুন এবং ব্লগে আরও বহুদিন লেখালেখি করে আমাদেরকে পড়ার সুযোগ করে দিন এই কামনা রইল।
২| 
০৪ ঠা জুলাই, ২০২০  সকাল ১০:৫০
কৃষিজীবী বলেছেন: গিয়াস উদ্দিন লিটন ভাই অত্যন্ত পছন্দের একজন ব্লগার, জন্মদিনে শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
৩| 
০৪ ঠা জুলাই, ২০২০  সকাল ১০:৫৮
খায়রুল আহসান বলেছেন: ব্লগার গিয়াস উদ্দিন লিটন এর জন্মদিনে জানাচ্ছি আন্তরিক শুভকামনা। সাফল্যে ও সুস্থতায় আরো দীর্ঘদিন ধরে তিনি ব্লগিং করে যাবেন এখানে, এটাই কামনা আজকের এ দিনে।
আপনাকেও ধন্যবাদ এই পোস্টের মাধ্যমে সবাইকে শুভকামনা জানাবার সুযোগ করে দেবার জন্য।
৪| 
০৪ ঠা জুলাই, ২০২০  দুপুর ১২:৩৮
সাইন বোর্ড বলেছেন: শুভ কামনা রইল ।
৫| 
০৪ ঠা জুলাই, ২০২০  দুপুর ১২:৪২
রাজীব নুর বলেছেন: লিটন ভাইকে আমি ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছি। 
গতকাল আরেকজন ব্লগারের জন্মদিন ছিলো। সে কে বলেন তো?
৬| 
০৪ ঠা জুলাই, ২০২০  দুপুর ১:২৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
 গিয়াস উদ্দিন লিটন এর জন্মদিনে জানাচ্ছি আন্তরিক শুভকামনা।
গতকাল ফেসবুকেও শুভেচ্ছা জানিয়েছি।
৭| 
০৪ ঠা জুলাই, ২০২০  দুপুর ১:২৭
জাহিদ হাসান বলেছেন: শুভ জন্মদিন
৮| 
০৪ ঠা জুলাই, ২০২০  দুপুর ১:৪৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ব্লগার জনাব গিয়াস উদ্দিন লিটনের শুভ জন্মদিন
........................................................................
থাকল  আমার আন্তরিক শুভকামনা।
৯| 
০৪ ঠা জুলাই, ২০২০  দুপুর ২:৪২
পদ্মপুকুর বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা। অনেকদিন ধরে দেখছিনা উনাকে। গত সপ্তাহে 'মৃণালীনি দেবীর কচুশাক রান্না খেয়ে রবীন্দ্রনাথ ঠাকুর যা লিখেছিলেন' বা এই ধরণের শিরোনামের একটা লেখা পড়ে আমরা পরিবারশুদ্ধ হাসতে হাসতে পেট ব্যথা করে ফেলেছি...
১০| 
০৪ ঠা জুলাই, ২০২০  দুপুর ২:৪৪
আর্কিওপটেরিক্স বলেছেন: লিটন ভাইকে জন্মদিনের শুভেচ্ছা  ![]()
১১| 
০৪ ঠা জুলাই, ২০২০  দুপুর ২:৪৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Happy birthday to you.
১২| 
০৪ ঠা জুলাই, ২০২০  বিকাল ৩:০৯
নেওয়াজ  আলি বলেছেন: Happy birthday  
১৩| 
০৪ ঠা জুলাই, ২০২০  বিকাল ৩:১০
ঢুকিচেপা বলেছেন: গিয়াস উদ্দিন লিটন ভাইয়ের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৪| 
০৪ ঠা জুলাই, ২০২০  বিকাল ৩:৪৩
জোবাইর বলেছেন: জন্মদিনে ব্লগার গিয়াস উদ্দিন লিটনকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। 
১৫| 
০৪ ঠা জুলাই, ২০২০  বিকাল ৪:০৮
ইসিয়াক বলেছেন: গিয়াস উদ্দিন লিটনের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা সহ শুভকামনা রইলো।
১৬| 
০৪ ঠা জুলাই, ২০২০  বিকাল ৪:৩৬
করুণাধারা বলেছেন: গিয়াস উদ্দিন লিটনের জন্য অনেক শুভকামনা।
শুভকামনা আপনার জন্যও।
১৭| 
০৪ ঠা জুলাই, ২০২০  রাত ৮:৫২
সামু পাগলা০০৭ বলেছেন: কিছুটা লেটে হলেও শ্রদ্ধেয় ব্লগার গিয়াস উদ্দিন লিটনকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানাই।
আমি তো জানতামই না, আপনাকে থ্যাংকস হেনাভাই, বিষয়টা শেয়ার করলেন বলে উইশ করতে পারলাম!
১৮| 
০৫ ই জুলাই, ২০২০  রাত ১২:১৫
চাঁদগাজী বলেছেন: 
আমাদের রম্যলেখককে জন্মদিনের শুভেচ্ছা।
১৯| 
০৫ ই জুলাই, ২০২০  ভোর ৫:৩০
ডঃ এম এ আলী বলেছেন: 
শুভ জন্ম দিন ।  কামনা করি 
উজ্জলতম হোক তাঁর  সামনের দিনগুলি  ।
আপনার প্রতিউ  রইল শুভেচ্ছা।
২০| 
০৫ ই জুলাই, ২০২০  সকাল ৮:৪২
সত্যপীরবাবা বলেছেন: ব্লগের 'সত্যিকারের' রম্য লেখককে তাঁর  জন্মদিনের শুভেচ্ছা।
অনেকেই ব্লগে ইদানীং রম্য লিখছেন। তাদের লেখা রম্য না হয়ে ভাঁড়ামী হচ্ছে। পোস্ট পড়ার পর কমেন্ট করতেও ইচ্ছা হয় না। গিয়াস উদ্দিন লিটনের লেখা থেকে এরা যদি রম্য আর ভাঁড়ামোর মধ্যে পার্থক্য শিখতে পারে।
২১| 
০৫ ই জুলাই, ২০২০  বিকাল ৩:১৩
সেলিম আনোয়ার বলেছেন: প্রিয় ব্লগার গিয়াস উদ্দিন লিটনের ভাইয়ের জন্মদিনে অনেক অনেক শুভকামনা। আমি তার উত্তোরোত্তর সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করি ।
২২| 
০৬ ই জুলাই, ২০২০  সকাল ১১:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: রম্যরাজকে ফেসবুকে উইশ করায় ব্লগে মিস করেছিলাম!
আপনার মাধ্যমে অন্তহীন শুভেচ্ছা রইল প্রিয় লিটন ভায়ার জন্যে
হ্যাপি বার্থ ডে ভায়া
জিও শত সাল
২৩| 
০৬ ই জুলাই, ২০২০  সন্ধ্যা  ৭:৫৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম ভাইয়ের মত একজন বিদগ্ধ গুণী আমাকে নিয়ে পোস্ট করেছেন এটা আমার জন্য আনন্দ ও সন্মানের। অনেকদিন ল্যাপটপে বসা হয়নি তাই পোস্টটি যথাসময়ে নজরে না আসায় সকল মন্তব্যকারি ও হেনা ভাইয়ের কাছে ক্ষমা প্রার্থনা করছি সাথে কৃতজ্ঞতাও প্রকাশ করছি। 
২৪| 
০৬ ই জুলাই, ২০২০  রাত ৮:১৭
আহমেদ জী এস বলেছেন: আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম ,
লেখাতেও যিনি রসের মিষ্টি মাখেন তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে আমার নিজের আঁকা একটি মিষ্টি ছবি দিলূম ---
 
 
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুলাই, ২০২০  সকাল ১০:১৫
বিজন রয় বলেছেন: প্রিয় ব্লগার গিয়াস উদ্দিন লিটনের জন্মদিনে অনেক অনেক শুভকামনা।
আর আপনাকে অনেক ধন্যবাদ এই পোস্ট দেওয়ার জন্য।