নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
It doesn't matter how far you travel. You can't never escape yourself. "পালিয়ে তুমি দুনিয়ার যেই প্রান্তেই যাও। নিজের থেকে পালানোর কোন উপায় নেই।।"
খুব সহজ একটা বাক্য "মুভ অন" মানে সরে যাও কিংবা নিজেকে সরিয়ে নেও। কেউ বলে স্থান, বাসস্থান কিংবা জন্মস্থান বদলিয়ে ফেল। সব বদলিয়ে ফেললেও দিনের শেষে নিজেকে নিজের কাছ থেকে সরিয়ে ফেলা যায় না।।
জনপ্রিয় জাপানি লেখক হারুকি মুরাকামি বলেছেন,
❝No matter how far you travel, you can never get away from yourself. It's like your shadow. It follows you everywhere.❞ — Haruki Murakami.
বাংলার বিখ্যাত আধ্যাত্মিক সাধক লালন ফকির বলেছেন, ❝আপন মনের বাঘে যারে খায়। কোনখানে পালালে বাঁচা যায়।❞
অর্ণব দা তার গানে বলেছেন, "পায়ে পায়ে হারাবার জায়গায় খুঁজে মরি❞
নগর বাউল জেমস ভাই তার এক গানে বলেছেন, ❝এক পাশে রেখেছি অশ্রু। অন্য পাশে দীর্ঘশ্বাস হায়! সামনে পথ জুড়ে কষ্ট। পেছনটা ভরা শুধু স্মৃতি হায়! পালাবে কোথায়? বলো তুমি পালাবে কোথায়?❞
আপনার কি কখনো পালানোর ইচ্ছে হয়?
আপনি কি কখনো পালিয়ে যেতে চেয়েছেন?
নাকি আপনি পালিয়ে যাবার পথ খুঁজছেন?
অথবা আপনি নিজের থেকে পালানোর চেষ্টা করেছেন..?
এসবের উত্তর আমার জানা নেই, এখনো খুঁজে চলেছি। খুঁজতে খুঁজতে উপলব্ধি হয়, ❝নিজেকে খুঁজে পেতে হলে আগে হারাতে হয়।। হারিয়ে— তবেই নিজেকে খুঁজে পাওয়া যায়।।❞
২৩ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:১৩
আজব লিংকন বলেছেন: হুম। পালিয়ে যাওয়ায় সুখ ছিল নিশ্চয়ই।।
সুন্দর মন্তব্যের জন্য অসংস্খ্য ধন্যবাদ কুতুব ভাইজান।।
২| ২৩ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৯
আমি সাজিদ বলেছেন: "No matter how far you travel, you can never get away from yourself.” সত্য বলেছেন।
২৩ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:১৬
আজব লিংকন বলেছেন: থ্যাংক ইউ ভাই।।
কেমন আছেন আপনি? আপনার মন্তব্য দেখে ভাল লাগলো।।
৩| ২৩ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৪৪
শূন্য সারমর্ম বলেছেন:
অর্ণবের গার্লফেন্ড নাকি সাইকেডেলিক নেয়, ঢাকায়?
২৩ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৩২
আজব লিংকন বলেছেন: নো কমেন্ট।।
কারো ব্যক্তিগত বিষয়ে কথা বলা উচিত না।।
কে নেশা করে না? সবাই কোন না কোন কিছুর নেশায় আসক্ত।। খোঁজ নিয়ে দেখুন আপনার পরিবারে অনেক নেশারু রয়েছে।।
আর প্রশাসনে ৬০ ভাগ লোক নেশায় আসক্ত।। চোর, পুলিশ, বাবু, ডাকু এমনকি হুজুর পযন্ত মাল খোড়।।
তাই নিজের টাকায় যে যা খায় তাঁকে তা খেতে দিন।।
মাল খাবি খা, মারা যাবি যা।।
নোটঃ পরিবার বলতে আপনার রিলেটিভ মামা, চাচা, খালু, ফুপা,ফুপার বেটা কিংবা বেটির বেটাও হতে পারে, ইত্যাদিদের বুঝিয়েছি।।
©somewhere in net ltd.
১| ২৩ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫১
সৈয়দ কুতুব বলেছেন: আমি স্কুল এবং কলেজ লাইফে প্রচুর পালাইছি। রাত ১২ টার সময় বের হতাম।