![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় ব্লগার ( সবাইকে )
আমি একজন নতুন ব্লগার। সামহয়ারইন পড়ছি অনেকদিন ধরে। অনেক লেখা পড়েই কমেন্ট করতে ইচ্ছে করে। তাই ভাবলাম রেজিস্ট্রশন করি...কিন্তু কিছুতেই রেজিস্ট্রশন হতে চায় না। কি যে সমস্যা ! কতদিন ধরে কত অজস্রবার চেষ্টা করে বহু ঠেলা-গুঁতা দিয়ে প্রায় অনেক দিন পরে কোনমতে যদিওবা রেজিস্ট্রশন হলো, তারপর দেখি, ও হরি ! প্রথম পাতায় অ্যাক্সেস না পাওয়া পর্যন্ত কোন লেখায় কোন কমেন্ট করা যাবে না !! ভাবলাম কিছুদিন গড়াক, কর্তৃপক্ষ একটু অবজার্ভ করছে বোধহয়, তারপর নিশ্চয়ই আমাকে কমেন্ট করতে দেবে
অবশেষে এই বার সম্ভব হলো। আমিতো আনন্দে আত্মহারা।
এখন থেকে আমি আপনাদের লিখাও পড়তে পারবো আবার ভালো মন্দ মন্তব্যও করতে পারবো......আমার অনেক ভালো লাগবে।
আমি তেমন কিছু লিখতে পারিনা, অল্প যা কিছু লিখবো তা যদি ভালো না হয় তবে কেউ মন খারাপ করবেন না।
সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
সকলের জন্য শুভকামনা রইলো।
সবাই ভালো থাকুন ।
৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০৭
আজীব ০০৭ বলেছেন: ধন্যবাদ আপনাকে ........।
শুভকামনা রইল...............
২| ০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫০
এয়ী বলেছেন: হ্যাপি ব্লগিং
০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৩
আজীব ০০৭ বলেছেন: ধন্যবাদ.......এখনো সেফ হইনি.........
৩| ২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৯
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: স্বাগতম।
২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪২
আজীব ০০৭ বলেছেন: ধন্যবাদ.......এখনো সেফ হইনি.........
৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৭
চানাচুর বলেছেন: ব্লগে স্বাগতম
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৮
আজীব ০০৭ বলেছেন: ধন্যবাদ.......এখনো সেফ হইনি.........
৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৫
মুদ্দাকির বলেছেন: হ্যাপি ব্লগিং
২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩১
আজীব ০০৭ বলেছেন: ধন্যবাদ.......
©somewhere in net ltd.
১|
২৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১১
ইমরাজ কবির মুন বলেছেন:
ব্লগে স্বাগতম।
শুভেচ্ছা ও শুভকামনা ||